আবু সাঈদের বোন সরকারি চাকরি পেলেন

জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া আবু সাঈদের বোন সরকারি চাকরি পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগে। ল্যাব অ্যাটেনডেন্ট পদে তাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে। বিষয়টি জানা গেয়েছে উক্ত বিশ্ববিদ্যালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে। যেটি প্রকাশিত হয় ৯ অক্টোবর বুধবার।

উক্ত প্রজ্ঞাপনের মাধ্যমে সুমি খাতুনকে ল্যাব এটেনডেন্ট পদে নিয়োগ প্রদানের নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর রয়েছে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মোহাম্মদ তাইজুল ইসলাম। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে অনুমতি সাপেক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ল্যাব এটেনডেন্ট স্থায়ী পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে।

আবু সাঈদের বোনের সরকারি চাকরির বেতন হবে ২০১৫ স্কেল অনুযায়ী ৮৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা। নির্ধারিত বেতন ছাড়া ও প্রতিষ্ঠানে নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা এবং ভাতা প্রদান করা হবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীতিমালা অনুযায়ী তিনি যদি ইতিমধ্যে অন্য কোথাও কর্মরত থাকেন তাহলে সেই প্রতিষ্ঠানের ছাড়পত্র অবশ্যই যোগদানের সময় সাবমিট করতে হবে।

আবু সাঈদের বোন সরকারি চাকরি পেলেন

রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উক্ত পদে যোগদানের পর যদি চাকরি হতে অবসর নিতে চায় তাহলে অবশ্যই ২ মাস আগে লিখিত নোটিশ প্রদান করতে হবে। অন্যথায় ১ মাসের বেতন কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। সেই সাথে এখানে কর্মরতক কর্মকর্তা এবং কর্মচারীদের বাধ্যতামূলকভাবে বীমা সেবা গ্রহণ করতে হয়।

আবু সাঈদের বোন সরকারি চাকরি পেয়ে উচ্ছ্বাসিত হওয়ার কথা থাকলেও তার ততটা আনন্দ নেই। কারণ তার ভাই এখন তাদের পরিবারের সাথে নেই। তিনি জানান, আবু সাঈদ অর্থাৎ তার ভাই চাকরি পেলে সেটাই তাদের জন্য সবচাইতে বেশি আনন্দের খবর হত।

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের পাশেই পার্কের মোড়ে গড়ে উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ২০০৮ সালে এটি যাত্রা শুরু করে রংপুর বিশ্ববিদ্যালয় নামে। পরবর্তীতে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম দিয়ে বিশ্ববিদ্যালয়টির পরিবর্তিত নাম হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশের স্বনামধন্য এই প্রতিষ্ঠানে বর্তমানে ২২ টি বিভাগে রয়েছে এবং অধ্যয়নরত আছে প্রায় ৭ হাজার শিক্ষার্থী। প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকার ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয় ভর্তি সুযোগ পেয়ে থাকে। আর এই প্রতিষ্ঠানেই আবু সাঈদের বোন সরকারি চাকরি অর্থাৎ ল্যাব অ্যাটেনডেন্ট পদে যোগদান করবেন।

Leave a Comment