সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কিছু গণমাধ্যমে প্রচারিত হচ্ছে যে সামনের বছরই বাজারে আসতে পারেন ইলন মাস্কের পাই ফোন। অবশ্য খবরটি ভাইরাল হওয়ার বেশকিছু কারণ রয়েছে। ফোনটিতে রয়েছে এমন কিছু বিশেষ ফিচার যার কারণে মানুষ এত বেশি আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু আসলে কি খবরটি সত্যি? চলুন এ ব্যাপারে জেনে নেওয়া যাক।
বিভিন্ন পোস্ট, ভিডিওর মাধ্যমে জানা গিয়েছে যে ইলন মাস্কের পাই ফোনে থাকবে লাইফ টাইম চার্জিং এর সুবিধা। অর্থাৎ এটি কি কখনো চার্জ করতে হবে না। বরং রৌদ্রের আলো এবং আশেপাশের আলো থেকে সৌরশক্তি গ্রহণ করে অটোমেটিক ভাবে ব্যাটারি চার্জ হবে। যার কারণে মোবাইল চার্জ করা নিয়ে কোন রকমের ঝামেলা নেই।
ইলন মাস্কের পাউ ফোন আলোচনার শীর্ষে থাকার অন্যতম আরো একটি কারণ হচ্ছে এর ইন্টারনেট ব্যবস্থা। খবর গুলোতে প্রচারিত হচ্ছে যে সরাসরি স্টারলিংক স্যাটেলাইটের সাথে সংযুক্ত থাকবে এই ফোন। যার কারণে ইন্টারনেট সংযোগ নিয়ে আলাদাভাবে কোন চিন্তা করতে হবে না। আপনি পৃথিবীর যেকোনো দুর্গম এলাকাই থাকেন না কেন নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
কিন্তু বাংলাদেশের রিউমার স্ক্যানার ওয়েবসাইটের মাধ্যমে জানা গিয়েছে যে এই ধরনের কোন খবর প্রকাশিত করেননি ইলন মাস্কের টেসলা কোম্পানি। বরং দেখা গিয়েছে যে এমন একটি ফোনের কনসেপ্ট ২০১৭ সাল থেকে ইন্টারনেটে প্রচারিত হয়ে আসছে। সেই বিষয়ে আরো গবেষণা করে দেখা যায় জেরেমি স্মিথ নামের একজন ইউটিউবার তার টেসলা পাই ফোনের কনসেপ্ট ডিজাইন করে এবং ইন্টারনেটের প্রচার করতে থাকে। যার পর থেকেই উক্ত ফোনের বিষয়টি ইন্টারনেটে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে।
বাজারে আসছে ইলন মাস্কের পাই ফোন (Elon Musk Pi Phone)
জেরেমি স্মিথ মূলত তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন গেজেট এবং স্মার্টফোনে রিভিউ করে থাকেন। স্মার্টফোন সম্পর্কিত বিভিন্ন ধরনের কনসেপ্ট প্রচার করে থাকেন যেগুলোর সাথে আসলে কোম্পানির কোন সংশ্লিষ্টতা নেই। মূলত টেসলা পাই ফোনের ভিডিওটি ছিল টেসলাকে উৎসর্গ করা নিয়ে। এই ভিডিওর সাথে কোম্পানির কোন রকম সম্পর্ক নেই।
একজন স্মার্টফোন ব্যবহারকারী হিসেবে সবচাইতে বেশি যে দুটি নিয়ে ভাবতে হয় তার একটি হচ্ছে চার্জ এবং অপর একটি হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা। আপনার মোবাইলে যদি পর্যাপ্ত পরিমাণে চার্জ এবং অলওয়েজ ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আর কোন চিন্তা থাকে না।
আমাদের দেশের দুর্গম, পাহাড়ি এলাকায় কিংবা গ্রামের ভিতরে এলাকা গুলোতে সঠিক নেট এবং ইন্টারনেট পাওয়া বেশ দূর করার ব্যাপার। সেই সাথে ঘনঘন লোডশেডিং থাকার কারণে চার্জ দেওয়া আরেকটি সমস্যা। কিন্তু ইলন মাস্কের পাই ফোনের কনসেপ্টে স্মার্টফোন ইউজাররা বেশ খুশি হয়েছেন। কারণ চার্জ এবং ইন্টারনেট স্যযোগে সমস্যা থাকলে সেটি মানুষের জন্য অবশ্যই বিশাল উপকার বয়ে আনবে।
কিন্তু বাস্তবিক পক্ষে ইলন মাস্কের পাই ফোনের বিষয়ে টেসলন কোম্পানি কোন ধরনের বিবৃতি প্রদান করেনি। হয়তোবা অদূর ভবিষ্যতে এরকম স্মার্ট ফোন তারা বাজারেও আনতে পারে।