অল্প কিছুদিন আগে প্রকাশিত হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি। উক্ত বিজ্ঞপ্তির একটি পদ অর্থাৎ ডেসপাস রাইডার পদের কাজ কি সে সম্পর্কে অনেকেই জানতে চেয়ে প্রশ্ন করেছেন। আপনি যদি ১৭ তম গ্রেডের এই পোস্টটি সম্পর্কে খুঁটিনাটি জানতে চান তাহলে নিচের পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
সরকারি বিভিন্ন চাকুরী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সেই সকল পোষ্টের কাজ সম্পর্কে ভালোভাবে জানা থাকা দরকার। কারণ সে সকল পদে আসলে কি কি কাজ করতে হয় তার সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে পরবর্তীতে কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। তাইতো বেতন ভাতা, সুযোগ-সুবিধা, প্রমোশন সুবিধা ইত্যাদি জানার পাশাপাশি দায়িত্ব এবং কর্তব্য গুলোর সম্পর্কেও অবহিত থাকা প্রয়োজন।
ডেসপাস রাইডার পদের কাজ কি
এ পদে বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে লোকবল নিয়োগ প্রদান করা হয়ে থাকে।
ডেসপাস রাইডার পদের প্রধান কাজ হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সকল ফাইল, নথি ইত্যাদি মোটরসাইকেলের মাধ্যমে এক অফিস কিংবা স্থান হতে অন্য অফিস কিংবা স্থানে আদান প্রদান করা।
একটি সরকারি প্রতিষ্ঠানের সাথে অন্য অনেক সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের যোগসূত্র থাকে। যার কারণে আদান প্রদান করতে হয় অনেক ধরনের কাগজপত্র। এ সকল কাগজপত্র খুবই জরুরি ভিত্তিতে বিভিন্ন অফিসে লেনদেন করতে হয়। যার কারনে ডেডিকেটেড ভাবে আলাদা লোকের প্রয়োজন হয়। ডেসপাস রাইডার পদের কাজ হচ্ছে এই ধরনের কাজ গুলো মোটরসাইকেলের মাধ্যমে সম্পাদন করা।
এজন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকে আগ্রহী প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানো দক্ষ হতে হবে। কারণ সকল ধরনের যাতায়াত প্রায় এই যানবাহনের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে।
ডেসপাস রাইডার পদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা
এটি মূলত ১৭তম গ্রেডের চাকরি। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী মাসিক বেতন হবে ৯ হাজার টাকা থেকে ২১৮০০ টাকা পর্যন্ত। প্রতি মাসে নির্ধারিত এই বেতন ছাড়া সরকারী নীতিমালা অনুযায়ী বিভিন্ন ধরনের বোনাস, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়ার জন্য ভাতা, সন্তানদের লেখাপড়ার খরচ, কাপড় ধোয়ার ভাতা, নির্দিষ্ট কর্ম ঘণ্টার বাইরে ওভারটাইম ইত্যাদি প্রদান করা হয়ে থাকে।
১৭ নম্বর গ্রেডের পদ হওয়ায় এটাতে ভবিষ্যতে প্রমোশনের সুযোগ সুবিধা রয়েছে।
নিয়োগ পরীক্ষা
এই পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আপনাকে অবশ্যই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়ের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার উত্তীর্ণ হলে পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় বিভিন্ন সাম্প্রতিক বিষয়াবলী সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে। সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বিগত সালের এই পদের প্রশ্ন গুলি ভালোভাবে যাচাই করুন। সেই সাথে ১৭তম গ্রেডের অন্যান্য সরকারি চাকরির প্রশ্নপত্র ভালোভাবে মুখস্ত করুন। এতে করে আপনি খুব সহজেই এই ধাপে উত্তীর্ণ হতে পারবেন।
শেষ কথা
আমাদের সবাই একটি সময়ে ইচ্ছে থাকে সরকারি চাকরিতে যোগদান করা। কিন্তু এটি পেতে গেলে পোড়াতে হয় বেশ কাঠ খড়। অনেক প্রস্তুতি, বিভিন্ন ধাপে পরীক্ষা সম্পন্ন করে হয়তো কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো যায়। আশা করি আপনারা ডেসপার রাইডার পদের কাজ কি সে সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন।