নতুন জুতায় পায়ে ফোসকা পড়লে কি করবেন জেনে নিন

সামনে ঈদ, বিয়ে কিংবা অন্য যে কোন উপলক্ষে নতুন জুতা পড়েছেন। কিন্তু পরে কিছুক্ষণ হাঁটার পরে দেখলেন পায়ে ফোসকা পড়ে গেছে। সেই সাথে শুরু হয়েছে প্রচন্ড রকমের ব্যথা। এই ধরনের পরিস্থিতিতে আমরা সকলেই পড়েছি। হঠাৎ করে কোথাও ঘুরতে গিয়ে এই ধরনের ব্যথাতে বেশ ক্লান্ত হয়ে পড়ি। তাই এর সমাধানটি জেনে নিন এবং আনন্দের পরিবেশকে মাটি হওয়া থেকে বাঁচান।

বেশিরভাগ নতুন চামড়ার জুতো পড়লে এই সমস্যাটা সবচাইতে বেশি দেখা দেয়। আর গোড়ালিতে সবচাইতে বেশি ফোসকা পড়ে। এছাড়া বুড়ো আঙ্গুলের নিচেও কিছুটা ব্যথা অনুভূত হয়। তাইতো নতুন জুতা পায়ে দেওয়ার আগে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করুন।

সবার আগে খেয়াল রাখতে হবে জুতা কেনার সময় বিষয়টি। শুধুমাত্র স্টাইলিশ কিংবা কতটা সুন্দর দেখতে সেটি বিবেচনা করলে হবে না। বরং আপনার পায়ের জন্য কতটা আরামদায়ক সেটি সবার আগে দেখতে হবে। এছাড়াও অনেক সময় কম দামের র্যাক্সিনের জুতা পড়ার কারণেও পায়ে নানা ধরনের সমস্যা দেখা দেয়। চামড়ার জুতার ক্ষেত্রে এর সঠিক গুণগত মান এবং কোয়ালিটি ভালো করে যাচাই করে নিন।

নতুন জুতা পায়ে ফোসকা পড়লে কি করবেন

জুতো চামড়া, রেক্সিন কিংবা কাপড়ের হোক না কেন নতুন অবস্থায় পড়লে পায়ে কিছুটা ব্যথা কিংবা ফোসকা পড়তে পারে। তাই জুতো পরিধান করার আগে সামান্য পরিমাণে লোশন অথবা পেট্রোলিয়াম জেলি, ভ্যাসলিন কিংবা নারিকেল তেল মেখে নিন। এতে করে দেখবেন আরামে হাঁটতে পারছেন।

জুতাটি পড়ার আগে সেটির ভেতরে অংশ গুলোতেও ভালোভাবে তেল কিংবা লোশন ভালো মাখিয়ে নিন। সবচাইতে ভালো হয় রাতের বেলা এগুলো দিয়ে রাখলে। তাহলে সকালবেলা জতরের ভিতরে অংশগুলো যথেষ্ট নরম হয়ে থাকবে। সেগুলো কাপড় দিয়ে সামান্য পরিমাণে মুছে পায়ে দিন কোনভাবেই আপনার পায়ের ফোসকা করবে না।

আর যদি কোন কারণে ফোসকা লেগে যায় তাহলে সবার আগে অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করুন। যেখানেই ঘুরতে যান না কেন সময় পেলেই কিছুক্ষণ জুতা খুলে রাখুন। এতে করে পায়ে বাতাস লাগবে এবং কত বৃদ্ধি পাবে না।

নতুন জুতায় পায়ে ফোসকা হলে সেখানে মধু কিংবা এলোভেরা জেল লাগিয়ে রাখুন। এই দুটি উপাদান যেকোনো ধরনের ঘা কিংবা পরিষ্কার শুকাতে খুব দ্রুত কাজ করে।

আবার নতুন জুতা পড়ার আগে যে জায়গা গুলোতে শক্ত অংশ রয়েছে সেগুলোতে ফোম টেপ লাগিয়ে নিতে পারেন।

Leave a Comment