বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলেম শায়খ আহমাদুল্লাহ সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন। নদীয়ার ইসলাম সম্পর্কে বিবৃতি প্রদান করেছেন। সারা বিশ্বজুড়ে ইসলাম ধর্ম একটাই। কোন অঞ্চল কিংবা স্থান বেধে এর কোন পরিবর্তন নেই। যার কারণে নদীয়ার ইসলাম বলে আলাদা কোন ধর্মও নেই।
গত ৮ অক্টোবর মঙ্গলবার দিন সকাল ১১ টার দিকে শায়খ আহমাদুল্লাহ নিজের ফেসবুক পেইজের মাধ্যমে এই কথা গুলি তুলে ধরেন। তার বক্তব্যের মূল ভাব আপনাদের জন্য তুলে ধরা হলো।
অঞ্চল এবং স্থান বেধে ইসলাম ধর্ম কখনো পরিবর্তন হয় না কিংবা আলাদাভাবে কোন নিয়ম নেই। সারা পৃথিবী জুড়ে ইসলাম ধর্মের নিয়ম একই রকম। অনেকেই নদীয়ার ইসলাম সম্পর্কে জানতে চেয়েছেন তবে এই নামে আলাদা কোন ইসলাম ধর্ম নেই। আর কোনটি মুসলিমদের ধর্মের অন্তর্ভুক্ত আর কোনটি নয় সেটি নির্ধারণ করে পবিত্র কোরআন এবং সুন্নাহ। সারা বিশ্বজুড়ে সকল মুসলিমদের কাছে এটি স্বীকৃত এবং সর্বোত্তম।
অনেকেই ইসলামের দোহাই দিয়ে নদীয়ার ইসলাম অথবা গণতন্ত্রের কথা বলেন। কিন্তু গণতন্ত্রের জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রে। তবুও বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতি আর আমেরিকার গণতন্ত্রের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। যে সকল ব্যক্তিরা ইসলাম ধর্মকে বিভিন্ন অঞ্চলে ভাগ করার চেষ্টা করেন তারা কি বাংলাদেশের গণতন্ত্রকে দূরে ঠেলে দিয়ে আমেরিকার গণতন্ত্রকে ধারণ করতে পারবে।
নদীয়ার ইসলাম সম্পর্কে শায়খ আহমাদুল্লাহ যা বলেছেন
তিনি আরো উল্লেখ করেন বাংলাদেশের নদীয়ার তথাকথিত ধর্ম ধারণ করে মানুষের সংখ্যা ১ পারসেন্টও হবে না। অথচ ৯৯% মানুষই কুরআন-হাদিস বর্ণিত ইসলাম ধর্মের উপর বিশ্বাস রাখেন। তারা এই সকল মানুষের উপর অন্য কোন নিয়ম কেন চাপিয়ে দিতে চান।
তবে কেউ যদি ব্যক্তিগতভাবে নদীয়ার ইসলামের মতো অন্য কোন কিছুতে বিশ্বাস করেন কিংবা সেই ধর্মকে ধারণ করে তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার ব্যক্তিগত ধ্যান-ধারণা যদি সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং বাংলাদেশের ধর্ম বলে চালিয়ে দেয়া হয় তবে সেটা তো অবশ্যই বিনোদনের আইটেম হতে পারে।
শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব। বর্তমানে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ইসলামের দাওয়াত কাজ করে থাকেন। নারায়ণগঞ্জের ভূমি পল্লী জামে মসজিদের খতিব হিসেবে শায়খ আহমাদুল্লাহ দায়িত্ব-রত আছেন।
১৯৮১ সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করা এই ইসলামিক আলেম বাংলাদেশের বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটেও তার ডিজিটাল প্লাটফর্ম গুলোতে আলোচনা করে থাকেন। যার পরিপ্রেক্ষিতে নদীয়ার ইসলাম নিয়ে তার বক্তব্যটি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে।