প্রেমিকা মিথ্যে কথা বললে বুঝবেন কিভাবে

যেকোনো সম্পর্কই টিকিয়ে রাখার জন্য উভয়কেই সৎ এবং স্বচ্ছ থাকা খুবই জরুরী। কিন্তু সম্পর্কের মাঝখানে যদি কেউ নিয়মিত মিথ্যা কথা বলা যায় তাহলে সেটি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে ঝগড়া এড়ানোর জন্য দুই একটা মিথ্যা কথা বলা যেতেই পারে কিন্তু বারবার মিথ্যা বললে কোন সম্পর্কই দীর্ঘদিন টিকে থাকে না। আপনি কিভাবে বুঝবেন প্রেমিকা মিথ্যে কথা বলছে? যদিও নিশ্চিতভাবে বোঝার উপায় নেই তবুও কিছু লক্ষণ গুলো দেখে এটি ধরে নিতে পারবেন।

অন্যদিকে চোখ রেখে কথা বলা

সাধারণ মানুষেরা চোখে চোখ রেখে কখনো মিথ্যা কথা বলতে পারে না। কারণ এতে করে নিজের মধ্যেও আত্মবিশ্বাস কমে যায়। আপনার প্রেমিক কিংবা প্রেমিকা যদি কথা বলার সময় চোখে এদিক সেদিক ঘুরায় কিংবা নিচু করে কথা বলে তাহলে ধরে নিন তিনি মিথ্যা কথা বলতে ছেন। তাকে অন্য যে কোন প্রশ্ন করে এব্যাপারে স্পষ্ট ভাবে জানার চেষ্টা করুন।

কথা বলার সময় বারবার আটকে যাওয়া

কেউ যখন ইচ্ছাকৃতভাবে মিথ্যে কথা কিংবা ভুলভাল তথ্য দেয় তখন তার শরীরে এক ধরনের হরমোনের পরিবর্তন ঘটে। যার কারণে কথা বলার সময় সেটা বারবার আটকে যায়। আপনার প্রেমিকার সাথে কথা বলার সময় যদি এটি লক্ষ্য করতে পারেন তাহলে ধারণা করতে পারেন তিনি মিথ্যে আশ্রয় নিচ্ছেন।

প্রেমিকা মিথ্যে কথা বললে বুঝবেন কিভাবে

বেশিরভাগ মানুষের চালাকি করে মিথ্যে বলার সময় শুধু হ্যাঁ বা না অথবা এধরনের ছোট কথার মাথ্যমে উত্তর প্রদান করে। কারণ তারা বুঝতে পারেন দীর্ঘ সময় ধরে মিথ্যে কথা বললে ধরা পড়ে যাবেন। তাই কোন প্রশ্নের উত্তরে যদি হ্যাঁ কিংবা না বলে আপনার প্রেমিকা বাকি কথা গুলো এড়িয়ে যায় তাহলে অনুমান করে নিন সে আপনাকে ভুল ইনফরমেশন দিচ্ছে।

স্বাভাবিক কন্ঠের তারতম্য হওয়া

গুরুতর মিথ্যা বলার সময় আমাদের কন্ঠ স্বাভাবিকভাবে একটু পরিবর্তন হয়ে যায়। আপনার প্রেমিক কিংবা প্রেমিকার কথা বলার সময় যদি এরকম কিছু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কিছু একটা তিনি আপনার থেকে লুকিয়ে যাচ্ছেন।

এত কিছুর পরেও যদি বারবার মনে হয় প্রেমিকা মিথ্যে কথা বলছে কিংবা আপনার কাছ থেকে কিছু গোপন করছে তাহলে তাকে সরাসরি এব্যাপারে জিজ্ঞাসা করুন। হয়তো তিনি শঙ্কায় কিংবা ভয়ে আপনাকে বলতে পারছেন না অথবা তিনি এর সম্পর্কে আর থাকতে চাচ্ছেন না। তাকে কথা বলার সুযোগ দিন এবং সম্পর্কের স্বচ্ছতা বজায় রাখুন।

Leave a Comment