ফ্যানের পাখা ধীরে ঘুরলে কি বিদ্যুৎ খরচ কম হয়

মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে বড় বড় চাকুরীর পরীক্ষায় এই প্রশ্নটি করা হয়ে থাকে। যদি ফ্যানের পাখা ধীরে ঘুরে কিংবা স্পিড কমানো থাকে তাহলেও বিদ্যুৎ বিল একই কম আসে কিনা। চলুন আজকে এই রহস্যের সমাধান জানবো।

একটি ফ্যান কাজ করে একটি বৈদ্যুতিক মোটরের সাহায্যে। মোটরের আকার এবং পাওয়ার যত বেশি হবে বিদ্যুৎ খরচ তত বেশি হবে। আবার ডিসি ফ্যানের তুলনায় এসি ফ্যানের বিদ্যুৎ বিল অনেকটাই বেশি। এই ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার জন্য একটি রেগুলেটর থাকে। সেই রেগুলেটরের চাকা ঘুরিয়ে ফ্যানটিকে নিয়ন্ত্রণ করা যায়।

এখন আমাদের অনেকেরই মনের মত প্রশ্ন আছে এই রেগুলেটরের পাওয়ার যদি কমিয়ে দেয় অর্থাৎ ফ্যান যদি ধীরে ঘুরে তাহলে বিদ্যুৎ বিল কম আসবে কিনা। এর অবশ্য দুটি উত্তর রয়েছে।

ধীরে ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কম আসে কিনা

আগেকার দিনে এই টাকার সাথে যে রেগুলেটর গুলো ব্যবহার করা হতো সেগুলো সরাসরি মোটরকে নিয়ন্ত্রণ করত। যার কারণে আপনি যত স্পিডে আর যত ধীর গতিতে ফ্যান চালান না কেন বিদ্যুৎ খরচ একই ধরনের হয়। কোন কোন ক্ষেত্রে ধীরে চালালে তো কারেন্ট বিল একটু বেশি আসে। এর কারণ হচ্ছে রেগুলেটর নিজে চলার জন্য কিছু পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন।

কিন্তু বর্তমান যুগের আধুনিক রেগুলেটর রয়েছে, যেগুলোর মাধ্যমে সরাসরি বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। আপনি যদি এই অত্যাধুনিক রেগুলেটর ব্যবহার করেন তাহলে ফ্যান ধীরে চালালে বিদ্যুৎ বিলও কম আসবে। কারণ সেটি বিদ্যুৎ প্রবাহের মাত্রা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং কমিয়ে দেয়। আর বিদ্যুৎ প্রবাহ কম হলে বিলও কম আসবে।

বিদ্যুৎ সাশ্রয় করার উপায়

তবে আপনি যদি সত্যিই প্রতি মাসে বিদ্যুৎ বিল কমাতে চান তাহলে অন্যান্য বিষয় গুলোর দিকে নজর দিতে পারেন। সে সম্পর্কিত কিছু উপায় আপনাদের সামনে উপস্থাপন করা হলো।

১। যখন কোন ডিভাইস কিংবা ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার শেষ হয়ে যাবে তখন সেটির বিদ্যুৎ সংযোগ পুরোপুরিভাবে বন্ধ করে দিন।

২। বাসা থেকে বের হবার আগে ফ্যান এবং বাল্ব গুলো অফ করে দিন।

৩। পুরনো ইলেকট্রনিক যন্ত্রপাতি সাধারণত বেশি বিদ্যুৎ গ্রহণ করে তাই এগুলো সার্ভিসিং করুন অথবা পরিবর্তন করুন।

৪। বাসা বাড়িতে তাপমাত্রা কমানোর জন্য জানালা দরজা ইত্যাদি খোলা রাখুন এবং ভেতরে বাতাস প্রবাহিত হতে দিন। এতে করে ফ্যান চালানোর পরিমাণ কমে যাবে।

উপরোক্ত উপায় গুলি অবলম্বন করার পরও যদি কারেন্ট বিল বেশি আসে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মিটার টি যাচাই করে নিন। অনেক সময় মিটারের যান্ত্রিক ত্রুটির কারণেও এমনটা হয়ে থাকে। আশা করি ফ্যানের পাখা দীরে ঘুরলে বিদ্যুৎ বিল কম আসে কিনা সে ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন।

Leave a Comment