মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারীদের অক্টোবর মাসের বেতন চেক ছাড়

সম্প্রতি মাদ্রাসা শিক্ষকদের অক্টোবর মাসের এমপিও চেক ছাড় প্রদান করা হয়েছে। ইতিমধ্যে এটি সেই সকল ব্যাংকের কাছে পাঠানো হয়েছে যারা এই বেতন বন্টন করে থাকে। এমপিও ভুক্ত মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীরা নভেম্বর মাসে ১ তারিখ হতে এই অর্থ উত্তোলন করতে পারবেন।

গত ২৯ অক্টোবর ২০২৪ তারিখে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অর্থাৎ মাদ্রাসার শিক্ষকদের বেতন চেক ছাড় অক্টোবর ২০২৪ প্রদান করা হয়েছে। মূলত ৪ টি চেকের মাধ্যমে রুপালি, জনতা, অগ্রনী এবং সোনালী ব্যাংকের নিকট হস্তান্তর করা হয়েছে বেতন ভাতার সরকারি অংশ।

সেই পরিপ্রেক্ষিতে শিক্ষক এবং কর্মচারীগণ আগামী ১ নভেম্বর হতেই নির্ধারিত ব্যাংক হতে সরকারি অংশের বেতন এবং ভাতা উত্তোলন করতে পারবেন। এর জন্য প্রত্যেকের নির্ধারিত ব্যাংকে একটি করে অ্যাকাউন্ট থাকে। ব্যাংক গুলোর নাম আমি উপরে ইতিমধ্য উল্লেখ করেছি।

বাংলাদেশে বেসরকারি মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন লক্ষ লক্ষ শিক্ষক এবং কর্মচারী। এসকল প্রতিষ্ঠানের বেতনের একটি অংশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়ে থাকে। প্রতিমাসের শেষের দিকে চেকের মাধ্যমে অর্থ গুলি নির্ধারিত ব্যাংকের কাছে পৌঁছে দেওয়া হয়। তারপর প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীরা ব্যাংকের মাধ্যমে সেই অর্থ সংগ্রহ করতে পারেন।

মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারীদের অক্টোবর মাসের বেতন চেক ছাড়

এছাড়াও বেসরকারি অর্থাৎ এমপিও ভুক্ত অন্যান্য স্কুল এবং কলেজ গুলোতেও একই পদ্ধতি অনুসরণ করা হয়। আমরা জানি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মত কিছুটা পার্থক্য রয়েছে। যেমনটা রয়েছে বেতনের ক্ষেত্রে।

প্রতিবছরই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি এর মাধ্যমে এসকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ প্রদান করা হয়। তারপর এমপিও ভুক্ত হওয়ার মাধ্যমে সরকারি অংশের বেতন প্রদান করা হয়। প্রতি মাসের এই নির্ধারিত বেতন ছাড়াও চাকরির শেষ জীবনে এককালীন অর্থ সুবিধাও রয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হয়। আবার সম্প্রতি ঘোষণা এসেছে এনটিআরসি এর মাধ্যমে যে সকল শিক্ষক এবং কর্মচারী নিয়োগ পেয়েছেন তাদের বদলি সুযোগ প্রদান করা হবে।

তাছাড়া এমপিও হল একটি মান্থলি পে অর্ডার, বাংলায় যেটিকে বলা হয় মাসিক বেতন আদেশ। আর মাদ্রাসা শিক্ষকদের অক্টোবরের মাসের এমপিও চেক ছাড়ার মাধ্যমে তাদেরকে সেই মাসের বেতন প্রদানের করা হবে।

Leave a Comment