সম্প্রতি সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে মালয়েশিয়ায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়। উক্ত ঘোষণা অনুযায়ী আসছে বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে সর্বনিম্ বেতন ১৭০০ রিঙ্গিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমানে মালয়েশিয়ায় একজন শ্রমিককে ন্যূনতম বেতন হচ্ছে ১৫০০ রিঙ্গিত। নতুন কাঠামো অনুযায়ী বাংলাদেশি টাকায় বেতন হবে সর্বনিম্ন ৪৭ হাজার ২০৬ টাকা।
এ ব্যাপারে গত ১৮ অক্টোবর জাতীয় সংসদে ঘোষণা প্রদান করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি আরো জানান ছোট নিয়োগকর্তাদের জন্য নিয়মের কিছুটা শিথিলতা রয়েছে। সারা বিশ্ব জুড়ে চলছে পরিবর্তনের হাওয়া। আর এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতেই মজুরি বৃদ্ধি করার বিষয়টি তিনি উপস্থাপন করেন। তবে এই কার্যক্রম সম্পন্ন করতে আরো ৬ মাস সময় প্রয়োজন বলেও তিনি জানান। সে হিসেবে নতুন বেতন কার্যকর করার জন্য বিভিন্ন নিয়োগকর্তাদেরকে সময় প্রদান করা হবে আগামী বছরের ১ আগস্ট পর্যন্ত। তারপর থেকে অবশ্যই মালয়েশিয়ায় বেতন ন্যূনতম ১৭০০ রিঙ্গিত করতে হবে।
মালয়েশিয়ায় শ্রমিকদের বেতন নিয়ে সুখবর দিল সরকার
তিনি আরো উল্লেখ করেন চলতি বছরের জুন মাসে একটি নতুন মজুরি নীতির প্রোগ্রাম চালু করা হয়েছিল। যেটি এবছর সম্পূর্ণভাবে বাস্তবায়িত করার সম্ভব না হলেও আগামীতে পুরোপুরি বাস্তবায়ন করা হবে। এই প্রোগ্রামের বাজেট প্রায় ২০০ মিলিয়ন রিঙ্গিত যার মাধ্যমে উপকৃত হবেন প্রায় ৫০ হাজার শ্রমিক। এছাড়া উক্ত দেশটি দারিদ্র বিমোচনে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
বাংলাদেশ হতে প্রতিবছর অসংখ্য শ্রমিক মালয়েশিয়ায় পারি জমায় অর্থ উপার্জনের জন্য। বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে আর্থিক সচ্ছলতা আনয়ন করেন এবং দেশে পাঠান প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা। সরকারি কিংবা বেসরকারি উভয়ভাবেই দেশটিতে লোকবল নিয়োগ প্রদান করা হয়। বিভিন্ন ধরনের দক্ষতা যেমন ড্রাইভিং, ইলেকট্রনিক্সের কাজ, বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব, বাবুর্চির কাজ, পরিষ্কাকর ইত্যাদি কাজে প্রচুর পরিমাণে লোক যায় মালয়েশিয়ায়। বেতন কাঠামোও বেশ ভালো। উপরে উল্লেখিত বেতন টি হচ্ছে সর্বনিম্ন বেতন।
তবে যাদের বিভিন্ন কাজের অভিজ্ঞতা আছে কিংবা মালয়েশিয়ায় চাকুরীতে যোগদান করার পর আস্তে আস্তে দক্ষতা বাড়ে সেই সাথে সাথে বাড়তে থাকে বেতন হন। মোটামুটি বেশ কিছু বছর চাকরি করলে লক্ষ টাকা পর্যন্ত প্রতি মাসে উপার্জন করা যায়।
প্রতিটি দেশেরই মজুরের সর্বনিম্ন সীমা রয়েছে। আর মালয়েশিয়ায় বেতনের সর্বনিম্নসীমা আগামী বছর থেকে নির্ধারণ করা হচ্ছে বাংলাদেশের টাকায় ৪৭ হাজার ২০৬ টাকা।