সম্প্রতি প্রকাশিত হয়েছে জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪। ঢাকার সাভারে অবস্থিত জাতীয় এই ইনস্টিটিউটে শর্ট কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৯ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনে আগ্রহী প্রার্থীরা আবেদন পত্র সাবমিট করতে পারবেন। প্রশিক্ষণের পাশাপাশি থাকা-খাওয়া যাতায়াত খরচ ইত্যাদি সরকারিভাবে বহন করা হবে।
যুব উন্নয়ন প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
ঢাকার অদূরে সাভার এলাকায় অবস্থিত জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট যেটা কিনা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সেখানে মোট ৪ টি কোর্সে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্স গুলো নিম্নরুপ।
১। রেডিমেড গার্মেন্টসের জন্য কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট।
২। ৩ মাস মেয়াদী হাউসকিপিং এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট।
৩। ২ মাস মেয়াদী গ্রাফিক্স ডিজাইন এবং মাল্টিমিডিয়া কোর্স
৪। ২ মাস মেয়াদ ডিজিটাল মার্কেটিং কোর্স।
আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে
আগ্রহে প্রার্থীকে অবশ্যই এইচএসসি কিংবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
যে সকল কাগজপত্র প্রয়োজন হবে
• অনলাইনে আবেদন করার সময় পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
• জাতীয় পরিচয় পত্রের কপি।
• শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি।
• কম্পিউটারের বেসিক কোর্সের সনদপত্রের স্ক্যান কপি।
তবে যারা ইতিপূর্বে যুব উন্নয়ন প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন ধরনের করছে অংশগ্রহণ করেছেন তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই।
নির্বাচিত প্রার্থীদেরকে সম্পূর্ণভাবে আবাসিক ব্যবস্থা ফ্রিতে প্রদান করা হবে। এছাড়াও খাবারের খরচ এবং যাতায়াত খরচও প্রদান করা হবে।
আবেদনের শেষ সময়সীমা: ৯ নভেম্বর ২০২৪
যুব উন্নয়ন প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ এর সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী
সারা বাংলাদেশে এই প্রশিক্ষণ কেন্দ্র গুলোর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হয়। যোগ্যতা এবং শর্তপূরক সাপেক্ষে যে কেউ এই ধরনের কোর্সে অংশগ্রহণ করতে পারবে। সফলভাবে প্রশিক্ষণ শেষে বাচ্চাদেরকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে। যে সার্টিফিকেট বিভিন্ন চাকরি ক্ষেত্রে, বিদেশ গমনের ক্ষেত্রে এবং ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা যায়।
এমনকি গ্রাফিক্স ডিজাইন, কোয়ালিটি কন্ট্রোল ইত্যাদি কোর্স করে নিজে নিজেও ফ্রিল্যান্সিং করার সুযোগ রয়েছে। আপনি যদি এই ধরনের কোর্স করে নিজেকে আরো বেশি দক্ষ করে গড়ে তুলতে চান তাহলে যুব উন্নয়ন প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী যত দ্রুত সম্ভব অনলাইনে আবেদন করে ফেলুন।