জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা করে সহায়তা প্রদান করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে। ১৭ই অক্টোবর বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি মাহফুজ আলম এই তথ্য গুলি জানান।
প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি মাহফুজ আলম আরো জানান, যদি প্রয়োজন হয় পরবর্তীকালে যাচাই-বাছাই করে আরো অর্থ সহায়তা প্রদান করা হবে। শুধুমাত্র জুলাই আগস্ট মাসের গঅভ্যূথানে যারা শহীদ হয়েছে তাদেরই পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে এমনটি নয়। যারা কিনা আহত হয়েছেন তাদেরও পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে। এই উপলক্ষে আগামী সপ্তাহে একটি দৃশ্যমান কার্যক্রমও গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়ার প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের কে জানান, যারা কিনা আহত হয়েছেন তাদের জন্য প্রয়োজন হলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে দেশের বাইরে নেওয়া হবে। এরপরে প্রেক্ষিতে ৭ জনের একটি লিস্ট ইতিমধ্য তৈরি করা হয়েছে। যদি আরো বেশি প্রয়োজন হয় সেটিও তারা করবেন বলে জানিয়েছেন।
প্রতিটি শহীদ পরিবারকে প্রদান করা হবে ৩০ লাখ টাকা
তিনি সাংবাদিকদের কে আরো বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে অবস্থান পরিষ্কার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোন রকম গাফিলতি গ্রহণ করা হবে না। এমনকি দেশের সকল সরকারি হাসপাতালের পাশাপাশি প্রাইভেট হসপিটাল গুলোতেও নির্দেশনা দেয়া হয়েছে যে কোনরকম টাকা ছাড়াই চিকিৎসা সেবা প্রদান করার জন্য। কিন্তু যারা এদের মধ্যে অর্থ খরচ করেছেন তাদেরকে ফেরত দেওয়ার কথা জানানো হয়েছে।
এমনকি এসকল পরিবার এবং আহতদের সহায়তার লক্ষে গঠন করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। চলতি বছরের ১০ সেপ্টেম্বর সমাজসেবা অধিদপ্তরে পক্ষ থেকে একটি অনুমোদন প্রদান করা হয়। অর্থ সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্যও যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হবে। এ ফাউন্ডেশন এর সভাপতি ড. মুহাম্মদ ইউনুস এবং সাধারণ সম্পাদক হচ্ছেন মীর মাহফুজুর রহমান স্নিগ্ধ। জিনি শহীদ মীর মুগ্ধের জমজ ভাই।
উল্লেখ্য জুলাই আগস্টের গণমাধ্যম দেশজুড়ে চলমান পরিস্থিতিতে শহীদ হন অনেক ছাত্র জনতা। এদের মধ্যে ছাত্রদের সংখ্যাই সবচাইতে বেশি। প্রাইভেট, সরকারি, জাতীয়, পাবলিক ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণহারে অংশগ্রহণ করেছিলো। সম্প্রতি শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা আর্থিক সহায়তার প্রদান করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।