বিএমডব্লিউ সম্পর্কে ১০টি অজানা তথ্য জেনে নিন

বিগত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে বিএমডব্লিউ সম্পর্কে ১০ টি অজানা তথ্য বা 10 Unknown facts about BMW এই টাইটেলে পোস্ট দেখা যায়। সারা দুনিয়া জুড়ে গাড়ির জগতে বিএমডব্লিউ নিয়ে মাতামাতি আজকে নতুন কোন কিছু নয়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্টের সাথে এই টাইটেল এবং কন্টেন্ট যুক্ত করা নিয়ে অনেকেরই জানার আগ্রহ রয়েছে। কারণ পোষ্টের মূল বিষয়ের সাথে এরকম টাইটেলের কোন সম্পর্ক নেই।

এব্যাপারে কোন সন্দেহ নাই যে পৃথিবীর অন্যতম সেরা একটি গাড়ি নির্মাতা হচ্ছে BM। কিন্তু এই কোম্পানির অজানা কিছু তথ্য রয়েছে আপনি কি সেগুলো জানেন? চলুন জেনে নেওয়া যাক।

১। শুরুর দিকে উড়োজাহাজের ইঞ্জিন বউৎপাদন

BM এর পূর্ণরূপ হচ্ছে বাভারিয়ান মোটর ওয়ার্কস। ১৯১৬ সালে প্রতিষ্ঠানটি সর্বপ্রথম যাত্রা শুরু করেছিল বিমানের ইঞ্জিন তৈরি দিয়ে। সেই কারণে প্রথমে এটার নাম ছিল বা বাভারিয়ান ফ্লুগ জেইগ। জার্মান ভাষায় এটা দ্বারা বিমান বোঝানো হয়।

২। কোম্পানির লোগোর রহস্য কি

যেহেতু প্রথমে এটি উড়োজাহাজের ইঞ্জিন তৈরি করতো। তাই অনেকে মনে করছেন এই লোগোর সাথে উড়োজাহাজের সম্পর্ক রয়েছে। কিন্তু বাস্তবে ব্যাপারটি সেরকম নয়। বরং বাভারিয়ান ফ্ল্যাগ থেকে নেওয়া দুইটি রং দিয়ে প্রতিষ্ঠানটির লোগো ডিজাইন করা হয়েছে।

৩। কোম্পানির হেডকোয়ার্টারের নকশা

বিষয় বিখ্যাত এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির হেড কোয়ার্টার অবস্থিত জার্মানির বিখ্যাত শহর মিউনিখে। আপনি যদি এই প্রতিষ্ঠানটিতে দূর থেকে তাকিয়ে থাকেন তাহলে দেখতে পারবেন একটি ইঞ্জিনের মত দেখা যাচ্ছে। পুরো বিল্ডিংটি এমনভাবেই ডিজাইন করা হয়েছে। অনেকটা গাড়ির ইঞ্জিনের মত করে।

১৯৭২ সালে জার্মানীর মিউনিখে এর নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৭৩ সাল থেকে প্রতিষ্ঠানটির অফিসিয়াল কার্যক্রম শুরু হয়।

৪। বিএমডব্লিউ মোটরসাইকেল

বিএমডব্লিউ সম্পর্কে ১০ টি চমকপ্রদ তথ্যের মধ্যে অন্যতম হচ্ছে এটি। অনেকেই হয়তোবা ধারণা রাখেন এই কোম্পানিটি শুধুমাত্র চার চাকার গাড়ি তৈরি করে। কিন্তু আপনি কি জানেন হাজার ১৯৩৭ সালে পৃথিবীর সবচাইতে দ্রুতগতির মোটরসাইকেল উৎপাদন করেছিল এই কোম্পানিটি। সেই সময়ে মোটরসাইকেলদের গতি ছিল ২৭৮ কিলোমিটার প্রতি ঘন্টা।

৫। বিদ্যুৎ চালিত গাড়ি তৈরি

ধারণা করা হচ্ছে ভবিষ্যৎ বিশ্বের তেলের পরিবর্তে ইলেকট্রিক কার সবচাইতে বেশি ব্যবহার করা হবে। ইতিমধ্য টেসলা রাস্তায় নামিয়েছে অত্যন্ত আধুনিক কিছু ইলেকট্রিক ভেহিকল।

কিন্তু জনপ্রিয় এই কোম্পানিটি ১৯৭২ সালেই তৈরি করেছিল বিদ্যুৎ চালিত গাড়ি। তার মানে বুঝতেই পারছেন কোম্পানিটি চিন্তাভাবনা কত সুদূরপ্রসারী ছিল।

৬। বিএমডব্লিউ সম্পর্কে ১০ টি অজানা তথ্য

পৃথিবীর বিখ্যাত এই কোম্পানিটি বিমানের ইঞ্জিন তৈরির কাজ অনেক আগেই বন্ধ করে দিয়েছিল। কিন্তু একটি এরোপ্লেনের ভেতরের বিভিন্ন যন্ত্রের উৎপাদন তারা এখনো করে থাকে। সিঙ্গাপুরের এয়ারলাইন্সসহ বেশ কিছু জনপ্রিয় কোম্পানি তাদের স্টুডিও ডিজাইন করার জন্য এই কোম্পানির সহায়তা নেয়। এমনকি তারা আধুনিক ট্রেনের অভ্যন্তরের সাজ সজ্জার কাজও করে থাকে।

৭। পুরনো যন্ত্রপাতি তৈরি

আমরা যখন একটি জিনিস ক্রয় করি তখন এর পরবর্তী সার্ভিস সম্পর্কে চিন্তা করে থাকি। সেই জিনিসের কোন পার্টস নষ্ট হয়ে গেলে অ্যাভেলেবল পাওয়া যাবে কিনা কিংবা সার্ভিস করা যাবে কিনা এটিও ভাববার বিষয়। কারণ আপনি লক্ষ কোটি টাকা ক্রয় করে একটি গাড়ি কিনবেন আর ভবিষ্যতে একটি পার্টসের অভাবে বিপদে পড়বেন সেটি তো হতে পারে না।

বিশ্ব বিখ্যাত এই কোম্পানির গাড়ি আপনি নিশ্চিন্ত মনে ক্রয় করতে পারেন। কারণ তারা পুরনো যে কোন মডেলের গাড়ির যেকোনো যন্ত্রাংশ তৈরি করে। আপনার গাড়ির জন্য যোগাযোগ করলে তারা ন্যায্য মূল্যে সেই প্রার্থী তৈরি করে আপনাকে পাঠিয়ে দিবে।

৮। সবচাইতে বিলাসবহুল গাড়ি

কোম্পানিটির সবচাইতে দামি গাড়িটির মডেল হচ্ছে বিএমডব্লিউএম ৭৬০ আই এক্স ড্রাইভ। এটির বর্তমান বাজার মূল্য অনুযায়ী বাংলাদেশি টাকায় ১ কোটি ৭৫ লক্ষ। এই গাড়িটি এতটাই গতিসম্পন্ন যে প্রায় সাড়ে তিন সেকেন্ডেই ০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটতে পারে।

৯। রোলস রয়েলসের মালিকানা

বিএমডব্লিউ সম্পর্কে ১০টি অজানা তথ্য গুলোর মধ্যে এটিও সেরা হতে যাচ্ছে বলে আমি মনে করছি। আপনি নিশ্চয়ই রোলস রয়েলস গাড়ির কথা শুনেছেন?

কিন্তু আপনি কি এটা জানেন ২০০৩ সাল থেকে রোলস রয়েলস গাড়ি তৈরি করে আসছে বিএমডব্লিউ কোম্পানি। সারা বিশ্বজুড়ে সবচাইতে অভিজাত গাড়ি হিসেবে পরিচিত এই কোম্পানিটিকে ১৯৯৮ সালে কিনে নেয় BMW। তারমানে পৃথিবীর গাড়ির বাজারে অধিকাংশই এই কোম্পানির দখলে।

১০। 10 Unknown facts about BMW

আরেকটি জনপ্রিয় গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান Mercedes ১৯১৯ সালে প্রায় bmw-কে কিনে নেওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। কারণ ওই সময় কোম্পানিটির খুবই খারাপ অবস্থা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত বিক্রি না করে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় পৃথিবীর বিখ্যাত এই কোম্পানি।

পৃথিবীতে অনেক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে সবচাইতে জনপ্রিয় বিএমডব্লিউর সম্পর্কে ১০ টি অজানা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। এধরনের আরও মজার মজার খবর জানতে আমাদের ওয়েবসাইটের ভিজিট করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Comment