ইউটিউবের নতুন আপডেট প্লে সামথিং বাটন

পৃথিবী জুড়ে সবচাইতে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হচ্ছে YouTube। এবার এ প্লাটফর্মের নতুন আপডেট এ যুক্ত হচ্ছে প্লে সামথিং বাটন। অনেক সময়ই এরকম হয় যে ইন্টারনেট সংযোগ আছে এবং ইউটিউবে প্রবেশ করে কি দেখব সেটি খুঁজে পাচ্ছি না। এই ধরনের পরিস্থিতিতে ইউটিউব নতুন এই বাটনটিতে চাপ দিলে নিজে থেকেই আপনার জন্য ভিডিও চালু করবে। এই সুবিধাটি শুধুমাত্র এন্ড্রয়েডেউ বর্তমানে পাওয়া যাচ্ছে।

নতুন এই ফ্লোটিং বাটনটিতে লেখা থাকে প্লে সামথিং। সেই সাথে প্লে করার একটি আইকনও যুক্ত রয়েছে। কালো ব্যাকগ্রাউন্ডের ভেতর সাদা অক্ষরে লেখা প্লে সামথিং ফিচারটি পাওয়া যাবে ইউটিউবের হোম পেজের ডানপাশে। আপনি যদি ইউটিউবে প্রবেশ করে এই বাটনটিতে টাইপ করেন তাহলে youtube নিজে নিজে আপনাকে কোন ভিডিও কিংবা শর্ট ভিডিও দেখানো শুরু করবে। ব্যবহারকারীর সুবিধার জন্যই মূলত youtube শর্ট ফরম্যাটকে বেছে নিয়েছে।

তবে এই ফিচারটি শুধুমাত্র যে শর্টস ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকবে বিষয়টি তা নয়। অন্যান্য যেকোনো ধরনের ভিডিও এটি প্লে করতে পারে। এমনকি নতুন সংস্করণের পোর্ট্রেট ইন্টারফেসের বিভিন্ন ধরনের বাটন যেমন লাইক, ডিস লাইক, কমেন্টস, শেয়ারিং ইত্যাদি বাটন গুলো ডানপাশে আরো বড় আকারে দেখতে পারবেন।

ইউটিউবের নতুন আপডেট প্লে সামথিং বাটন (YouTube play something button)

তবে বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। যার কারণে সকল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এই প্লে সামথিং বাটনটি নাও দেখতে পারেন। এমনকি যাদের ডিভাইসে এই অপশনটি চালু রয়েছে সেটিও ভবিষ্যতে থাকবে কিনা তারও কোন নিশ্চয়তা নেই। আপনার মোবাইলেও যদি ইতিমধ্যে youtube এর এই নতুন আপডেটটি না চলে আসে তাহলে youtube অ্যাপটি কে আপডেট করুন। শুধুমাত্র ইউটিউব ১৯.৫০ কিংবা তার পরবর্তী যেকোনো আপডেট ভার্সনের এটি দেখা যাচ্ছে।

সারা পৃথিবী জুড়ে ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেটির মাধ্যমে শুধুমাত্র বিনোদনে নয় বরং অর্থ উপার্জন করা যায়। এর জন্য অবশ্যই ইউটিউবে একটি চ্যানেল থাকতে হবে সেই সাথে ইউটিউব এর কমিউনিটি গাইডলাইন অনুযায়ী বেশ কিছু শর্ত পালন করতে হবে। শর্ত গুলো যথাযথভাবে পালন করার পর ইউটিউব আপনাকে মনিটাইজেশন প্রদান করবে। যেটির মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন।

তবে youtube থেকে অর্থ উপার্জনের জন্য অবশ্যই ইউনিক এবং ভালো মানের ভিডিও তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি যদি অন্য কারো ভিডিও কপি করেন কিংবা অন্য কারো ভিডিও সরাসরি আপলোড করেন তাহলে এটি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লন্ডন করে। এ ব্যাপারে বিস্তারিত অন্য একদিন আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ইউটিউবে নতুন আপডেট অর্থাৎ প্লে সামথিং বাটন সম্পর্কে আপনারা এখন জেনে গিয়েছেন

Leave a Comment