লেখাপড়া শেষ করে ইন্টার্নশিপ করবেন কিভাবে

এমন একটা সময় ছিল যখন ইন্টার্নশিপ মানে শুধুমাত্র মেডিকেল স্টুডেন্টদের হাসপাতালে কাজ করাকে বোঝাত। অর্থাৎ নির্ধারিত কোর্স শেষ করার পর বিভিন্ন হাসপাতাল অথবা ক্লিনিকে তারা শিক্ষানবিশ জব করতো। কিন্তু বর্তমানে ইঞ্জিনিয়ার, বিজনেস, ল, নার্স সহ প্রায় সকল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরই ইন্টার্নশিপ করতে হয়। এর মাধ্যমে একদিকে যেমন কারিগরি দক্ষতা বৃদ্ধি পায় ঠিক অন্যদিকে কর্পোরেট এবং প্রফেশনাল দিকেও ভালো অভিজ্ঞতা হয়।

কিভাবে একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করবেন

সাধারণত লেখাপড়া কিংবা কোর্সের শেষের দিকে ইন্টার্নশিপের জন্য শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করে থাকে। কিন্তু অনেকেই বুঝতে পারেন না কিভাবে একটি কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য আবেদন করবেন কিন্তু অথবা সুযোগ খুঁজে পাবে।

এটি খুবই সহজ একটি পদ্ধতি। নিম্নে কয়েকটি উপায় আলোচনা করা হলো।

ইন্টারনেটের মাধ্যমে

বিডি জবস সহ প্রায় সকল চাকরি ওয়েবসাইটে ইন্টার্নশিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। এমনকি ইন্টার্নশিপ চলাকালীন সময়ে কি কি সুবিধা এবং ভাতা প্রদান করা হবে সেগুলো সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। আপনি এই ধরনের চাকরি ওয়েবসাইট গুলোতে খুঁজে দেখতে পারেন।

বিভিন্ন ধরনের জব ফেয়ার

বছরের বেশ কয়েকবার গাজীপুর ঢাকা সহ বিভিন্ন এলাকায় জব ফেয়ার অনুষ্ঠিত হয়। সেখানে মূলত বিভিন্ন শ্রেণীর তরুণ তরুণীরা যায় চাকরি খোঁজার উদ্দেশ্যে। এ সকল জব ফেয়ারের একটি সুবিধা হচ্ছে খুব সহজে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা যায় এবং ইন্টারভিউ দেওয়া যায়। আপনি ঢাকা এবং গাজীপুরের বিভিন্ন জব পেয়ারে যোগদান করে ইন্টার্নশিপের অফার খুঁজে নিতে পারেন।

নেটওয়ার্কিং এর মাধ্যমে

আপনার পরিচিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কিংবা ইউনিভার্সিটি বড় ভাইদের কাছে খবর নিতে পারেন। তারা যে সকল প্রতিষ্ঠানে চাকরি করে সেখানে ইন্টার্নশিপের জন্য আবেদন করলে সেটার অনুমোদন পেয়ে যেতে পারেন।

কিভাবে ইন্টার্নশিপের জন্য নিজেকে গড়ে তুলবেন

শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের নামমাত্র যোগদান করলেই হবে না। এক্ষেত্রে অনেক গুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যেই বিষয়ে কাজ করতে চান কিংবা যে সকল ফিল্ডে নিজের দক্ষতা গড়তে চান সেই রিলেটেড পজিশন গুলোতেই যোগদান করা উচিত।

ধরুন আপনি ফ্যাশন ডিজাইনিং অথবা অ্যাপারেল বিষয়ে ডিগ্রি লাভ করেছেন। আপনি গার্মেন্টস ট্রেডে নিজের ক্যারিয়ার গড়তে চান। এখন আপনি যদি একটি ব্যাংকিং কিংবা আর্থিক প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করেন তাহলে সেটি আপনার ক্যারিয়ারে তেমন কোন সাহায্য করবে না। তাই আপনার পছন্দের কাজ এবং সাবজেক্ট রিলেটেড প্রতিষ্ঠান এবং ডিপার্টমেন্টে ইন্টার্নশিপ করুন।

বাংলাদেশের স্বনামধন্য বেশিরভাগ প্রতিষ্ঠানে ইন্টারনেটের জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা প্রদান করা হয়। তাই যোগদান করার আগে এই সম্পর্কেও ভালোভাবে খোঁজখবর নেই।

সফলভাবে ইন্টার্নশিপ শেষ করার উপায়

আমরা অনেকেই মনে করে থাকি ইন্টার্নশিপ যেহেতু শুধুমাত্র একটা ট্রেনিং এর মত তাই এটা তেমন কোন গুরুত্ব নেই। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভূল। আপনি যদি মনোযোগ সহকারে কোন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করেন তাহলে সেটি আপনার ক্যারিয়ারের সিরিজ স্বরূপ হতে পারেন।। এখান থেকেই আপনি যাবতীয় খুঁটিনাটি কাজ শেখে অন্য কোন প্রতিষ্ঠানের সহজেই ভালো বেতনে যোগদান করতে পারবেন

এজন্য প্রয়োজন নিজের তাগিদে এবং আগ্রহ কাজ শেখা। আর আপনার যদি পারফরম্যান্স ভালো থাকে ইন্টারনেট ব্রাউজিং এ দক্ষতা থাকে এবং কাজ করার আগ্রহ থাকে তাহলে আপনি যে প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার জন্য যোগদান করেছেন সেখানেও ভালো একটি সুযোগ পেতে পারেন।

Leave a Comment