অন্যান্য মৌসুমের তুলনায় শীতকালে রোগ বালাইয়ের পরিমাণও বেশ বৃদ্ধি পায়। বিশেষ করে যাদের ঠান্ডা জনিত এবং শ্বাসকষ্টের মত সমস্যা রয়েছে। হাঁপানি, অ্যাজমা কিংবা শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের ইনহেলার এবং নেবুলাইজার এর মধ্যে কোনটি সবচাইতে বেশি উপযোগী সেটা নিয়ে আজকে আলোচনা করব।
অন্যান্য অধিদপ্তর তুলনায় ঠান্ডা মৌসুমে জ্বর, কাশি, এলার্জি ইত্যাদির সমস্যা অনেক বেশি বেড়ে যায়। এজন্য বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। তবে যারা ইতিমধ্য এ ধরনের রোগে আক্রান্ত হয়েছেন তারা ইনহেলার নাকি নেবুলাইজার কোনটি ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাবেন সেটা নিয়ে নিচে তথ্য গুলো উপস্থাপন করা হলো।
ইনহেলার কি
এটি খুব সহজে বহন করা যায় এবং ছোট একটি যন্ত্র। এটির মধ্যে আগে থেকেই ওষুধ দেওয়া থাকে। একটি বিশেষ বোতামের মতো জায়গায় চাপ দিয়ে কৌশলে শ্বাসের সাথে ওষুধ গ্রহণ করা হয়।
সাধারণত যারা অনেক বেশি অ্যাজমা কিংবা শ্বাসকষ্টে আক্রান্ত তাদের এই সমস্যার জন্য অনেক তীব্র আকার ধারণ করতে না পারে তার জন্য ইনহেলারের সাহায্য নেয়া হয়।
নেবুলাইজার কি
এটি আকারে বেশ বড় ইলেকট্রনিক্স একটি মেশিন। এটির মধ্য মূলত বিশেষ ধরনের তরল ওষুধের মিশ্রণ প্রবেশ করানো হয় এবং পরবর্তীতে একটি মাস্কের সাহায্যে দেহের অভ্যন্তরে গ্রহণ করা হয়।
সাধারণত বয়স্ক ব্যক্তি ছোট শিশু এবং দ্রুত অসুস্থ রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় নেবুলাইজার। আর যদি শ্বাসকষ্টের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় তাহলেও এই যন্ত্রটি ব্যবহার করা হয়।
ইনহেলার এবং নেবুলাইজারের মধ্যে কোনটি ব্যবহার করা উচিত
১। আমি আগেই একবারে উল্লেখ করেছি ইনহেলার আকারে অনেক ছোট এবং যে কোন স্থানে পকেটে করে বহন করা যায়। এবং একবার চাপে ওষুধের পরিমাণেও তারতম্য হওয়ার আশঙ্কা নেই। অপরদিকে নেবুলাইজার একটি ইলেকট্রনিক্স যন্ত্র যেটি আকারে বেশ বড় আপনি কোথাও সাথে করে নিয়ে যেতে পারবেন না।
২। ইনহেলার ব্যবহার করা অনেক সহজ। যেকোনো বয়সী ব্যক্তি যে কোনভাবে নিজে নিজেই এটি মাধ্যমে ওষুধ গ্রহণ করতে পারবেন। আবার অত্যন্ত অসুস্থ ব্যক্তি এবং গুরুতরক পরিস্থিতিতে অবশ্যই নেবুলাইজার ব্যবহার করতে হয়।
৩। ইনহেলার এমনভাবে তৈরি করা হয় যেন এতে বাড়তি কোনো ব্যাটারি কিংবা যন্ত্রাংশের প্রয়োজন হয় না। একটি নেবুলাইজার চালানোর জন্য বিদ্যুৎ বা ব্যাটারি প্রয়োজন হয়।
৪। ইনহেলারের দাম অনেক কম এবং আপনি যেকোনো দোকানে এটি পেয়ে যাবেন। তুলনামূলকভাবে নেবুলাইজারের দাম বেশি তবে এটি অনেক বেশি টেকসই
৫। সাধারণ নিয়মেই আপনি ইনহেলার ব্যবহার করে পুনরায় এটি পকেটে কিংবা বাসার যে কোন স্থানে রেখে দিতে পারবেন। কিন্তু নেবুলাইজার ব্যবহার করার পর এর মাস্কটি অবশ্যই যথা নিয়মে পরিষ্কার করতে হবে। তা না হলে এতে বিভিন্ন ধরনের জীবাণু এবং ময়লা জমে পরবর্তীতে নানা ধরনের রোগ সৃষ্টি করতে পারে।
তবে ইনহেলার এবং নেবুলাইজারের মধ্যে আপনি কোনটা ব্যবহার করবেন সেটি নির্ধারণ করবে চিকিৎসক। সাধারণত তারা রোগের বয়স অসুস্থতার ধরন ইত্যাদি যাচাই-বাছাই করে যে কোন একটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন।