জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব আলোচনা করো

পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তনের কারণ বিশ্লেষণ করা হচ্ছে এবং সেই অনুযায়ীরা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত সকল পর্যায়েই এই বিষয়টি নিয়ে পাঠদান করা হয়। কারণ হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য সবচাইতে প্রকৃতির অবদান বেশি। বিভিন্ন কারণে প্রাকৃতিক পরিবেশ যখন বিনষ্ট হয় এবং নানা ধরনের দুর্যোগ শুরু হয় তখন মানব জীবনে নেমে আসে বিশাল বিপর্যয়।

বর্তমান সারা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণের জন্য মানুষের বিভিন্ন কর্মকাণ্ডই দায়ী। সভ্যতার উন্নতির ফলে আমরা কলকারখানা স্থাপন সহ এমন সকল কর্মকাণ্ড পৃথিবীর বুকে করে বেড়াচ্ছি যার কারণে গাছপালা নষ্ট হচ্ছে, নদী-নালা খাল বিল নষ্ট হচ্ছে, প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। শুধুমাত্র কলকারখানা আবিষ্কার করার পরে সারা বিশ্বজুড়ে তাপমাত্রা দেখতে পেয়েছে ১.২ ডিগ্রী সেলসিয়াস।

জলবায়ু কাকে বলে

এর ইংরেজি নাম হচ্ছে ক্লাইমেট। আপনারা নিশ্চয়ই আবহাওয়া সম্পর্কে জানেন। কোন একটি এলাকার কয়েক ঘণ্টার প্রাকৃতিক পরিবেশের অবস্থাকে বলা হয় আবহাওয়া। আর কোন একটি অঞ্চলের বিগত ৩০ থেকে ৪০ বছরের আবহাওয়ার যে ঘর অর্থাৎ বায়ুর চাপ বৃষ্টিপাত বলা হয় জলবায়ু। অর্থাৎ এটি একটি সামগ্রিক হিসাব।

জলবায়ু পরিবর্তন আসলে কি

আমাদের পৃথিবীটা নিজ কক্ষপথের উপর ঘুরছে এবং সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরছে। এ ঘূর্ণনের ফলে পৃথিবীতে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হয়। বায়ু প্রবাহ, শীতকাল, গ্রীষ্মকাল ইত্যাদি। আবার সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে সেটির কারণেও নানা ধরনের মৌসুম আমরা দেখতে পাই। যেমন সূর্য খাড়া ভাবে কিরণ দিলে গ্রীষ্মকাল হবে এবং শীতকালে যখন তির্যকভাবে কিরণ দেয় তখন ঠান্ডা বৃদ্ধি পায়।

এছাড়াও আরো অনেক নেয়ামত রয়েছে যেমন বৃষ্টিপাত, আগ্নেয়গিরি, মাটির গঠন ইত্যাদি। আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কথা আমরা জানি। তো পৃথিবীর অভ্যন্তরে উপরে ভাগে এবং চারপাশের সকল নিয়ামক মিলিয়েই পৃথিবীর জলবায়ু গঠিত হয়। আর এই স্বাভাবিক অবস্থা কিংবা জলবায়ু যখন ধীরে ধীরে পরিবর্তিত হয় তখন সেটাকে আমরা জলবায়ু পরিবর্তন বলে থাকি।

বিগত কয়েক দশকে এই পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কার্বন-ডাই-অক্সাইডের বৃদ্ধি এবং তাপমাত্রা বৃদ্ধি। পৃথিবীর বায়ুমন্ডলে যত বেশি কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তত বেশি গরম দেখতে পাচ্ছে এবং হিমালয়ের বরফ গলে যাচ্ছে।

জলবায়ু পরিবর্তনের কারণ কি

সামগ্রিক এই পরিবর্তনের পেছনে অনেক কিছুই দায়ী। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:

• প্রাকৃতিক কারণ
• মানব সৃষ্ট কারণ
• পৃথিবীর গতি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে
• খনিজ এবং জীবাশ্ম সম্পদের ব্যবহারে
• বনভূমি এবং গাছপালা নিধন
• বেশি বেশি কল কারখানা স্থাপন
• কার্বন ডাই অক্সাইড উৎপন্ন
• আগ্নেয়গিরির আগ্নেয়গিরির অগ্নুৎপাত
• বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি।

বিশ্বজুড়ে মানুষ আরো বেশি শক্তি উৎপাদনের জন্য ডিজেল, পেট্রোল, জীবাশ্ম ইত্যাদি পোড়ায়। এ থেকে উৎপন্ন হয় কার্বন ডাই-অক্সাইড যা কিনা আমাদের প্রকৃতির ক্ষতির জন্য অনেকাংশই দায়ী। নাইট্রোজেন সহ আরো নানা কারো ক্ষতিকারক গ্যাস এর জন্য বৃদ্ধি পায়।

এর ফলে বাড়ছে তাপমাত্রা। আর বাড়তি তাপমাত্রার কারণে মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করেছে যার কারণে বন্যা এবং সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে নিম্ন ভূমি ডুবে যাচ্ছে। যার প্রভাব আমরা ইতিমধ্য লক্ষ্য করেছি।

ছোটবেলায় বইতে আমরা পড়েছি গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। সবুজ উদ্ভিদ গুলোই প্রকৃতিতে দুই ধরনের গ্যাসের মধ্যে ভারসাম্য রক্ষা করে। বাড়তি জনসংখ্যা চাপ সামলাতে গিয়ে আমরা বন উজাড় করে ফেলছি। যার কারণে প্রকৃতি থেকে এই কার্বন ডাই-অক্সাইড শুষে নেওয়ার গাছপালাও কমে যাচ্ছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব

এটাই প্রভাব বিশ্লেষণ করে বলার তেমন কিছুই নেই। বাংলাদেশের বিভিন্ন ঋতুর পরিবর্তন, বৃষ্টির ধারাবাহিকতা পরিবর্তন, গরমের দিনে তীব্রতা প্রবাহ, ঘনঘন বন্যা ইত্যাদি এই জলবায়ু পরিবর্তনের প্রভাবেই হয়েছে।

এমনকি মাটির নিচের ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, নদীর পানি প্রবাহ সকল কিছুই আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। গ্লোবাল ক্লাইমেট ইনডেক্সের তথ্য মতে জলবায়ু পরিবর্তনের ফলে যে সকল দেশ সবচাইতে বেশি ক্ষতি সম্মুখীন হবে তার মধ্যেও বাংলাদেশ হচ্ছে অন্যতম।

আবার চলতি বছরে বৃষ্টিপাতের কারণে পার্বত্য অঞ্চলে মাটি ধ্বসের কথা শোনা গিয়েছে। এ সকলই জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে।

বিগত বছর তীব্রতা ব্রাহে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান সুদে ঘোষণা করা হয়েছিল। এমনকি প্রা-ণহা-নিও হয়েছে অনেক। আর এই গরম তৈরি হয়েছে আবহাওয়া ও জলবায়ুর বিশাল পরিবর্তনের কারণে। আমরা যদি প্রকৃতির যত্ন না নিয়ে এবং বেশি বেশি গাছপালা না লাগায় তাহলে ভবিষ্যতে এ ধরনের সমস্যা আরও বৃদ্ধি পাবে।

Leave a Comment