বিগত কয়েকদিন ধরে প্রযুক্তির দুনিয়ার অন্যতম একটি আলোচিত বিষয় হচ্ছে ডিপসিক কআই। গণমাধ্যমের পাশাপাশি ফেসবুক ইন্টারনেটেও ব্যাপকভাবে কথা হচ্ছে এটি নিয়ে। এমনকি প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছে নতুন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলটি এটি মধ্য জেমিনি বা চ্যাটজিপটির মত অন্যান্য প্ল্যাটফর্ম গুলোকে পেছনে ফেলেছে। যার ফলে টেকনোলজির ওয়ার্ল্ডে নতুন করে জায়গা করতে যাচ্ছে চীন।
ডিপসিক মূলত উন্নত একটি এআই মডেল যা কিনা চীনের হ্যাংজো ভিত্তিক একটি গবেষণাগারে তৈরি করা হয়েছে। এমনকি উক্ত মডেলটি বিভিন্ন অ্যাপ স্টোরে পাবলিশ করার সাথে সাথেই চ্যাটজিপিটির চাইতে অনেক বেশি বার মোবাইলে ইন্সটলও করা হয়েছে। অন্যান্য এআই সার্ভিসের শেয়ার বাজারে একেবারে ধ্বস নামিয়ে দিয়েছে এটি।
বিশ্লেষকরা এর পেছনে আবার কিছু রাজনৈতিক কারণও ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন এর আগে যুক্তরাষ্ট্র চীনের উন্নত মানের সেমিকন্ডাক্টরের রপ্তানির উপর বেশ কিছু নিয়ম করেছিল যার কারণে সেটির রপ্তানি বেশ কঠিন হয়ে গিয়েছে। আর তাই উক্ত দেশকে চাপে রাখার জন্য চীন এই উন্নত এআই মডেল ডিপসিক বাজারে নিয়ে এসেছে। এর প্রভাব ইতিমধ্যে শেয়ার বাজারে দেখা গিয়েছে। এমনকি বেটির পাশাপাশি এনবিডিয়া, মেটা, মাইক্রোসফট সহ বিভিন্ন প্রতিষ্ঠানেরও শেয়ার বাজার অনেক কমে গিয়েছে।
ডিপসিক এআই কিভাবে কাজ করে
ইতিমধ্যেও অ্যাপল ও বিভিন্ন স্টোর হতে এই অ্যাপটি বিনামূল্যে মোবাইলে ইন্সটল করা যাচ্ছে। তাই ফ্রি অ্যাপগুলোর মধ্য এটি ইতিমধ্য শীর্ষস্থান দখল করে নিয়েছে।
আমরা জানি যে কোন এআই সার্ভিসের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর সিভি তৈরি যেকোনো ধরনের কনটেন্ট তৈরি করা যায়। অর্থাৎ যে প্রশ্নগুলো আপনি বিভিন্ন মানুষকে বলে বেড়াতেন কিংবা ইন্টারনেটে সার্চ করতেন সেগুলো এই ডিপসিক এআই বা অন্যান্য মডেলকে দিলে তারা মুহূর্তের ভিতরে উত্তর বের করে দিবে। এমনকি যে কোন উত্তর আপনার মনের মত করে গুছিয়ে লিখতে পারবে।
বর্তমানে এই ধরনের সার্ভিস গুলোর বিভিন্ন ডেভলপার টেকনোলজি থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যবহার করছে। একটি উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। ধরুন আপনার একটি ইমেইল লিখা প্রয়োজন। লিখতে আপনার বেশ সময় লাগবে এবং ইংরেজিতেও খুব বেশি দক্ষতা নেই আপনার। সেক্ষেত্রে চ্যাট জিপিটি কিংবা ডিপসিক এআইকে যদি আপনি সুন্দরভাবে মিলের বিষয়বস্তু বুঝে যেতে পারেন তারা মুহুর্তেই আপনাকে একটি প্রফেশনাল ইমেই লিখে দিতে পারবে
আবার যারা প্রোগ্রামিং ওয়েব ডেভেলপার তারাও এর সহায়তায় অনেক কাজ অত্যন্ত দ্রুত গতিতে করতে পারে। যেমন কোন একটি নির্দিষ্ট ক্যাটাগরির কোড যদি এইআইকে জিজ্ঞেস করা হয় তারাও সেটি মুহূর্তের ভেতরে আপনাকে দিয়ে দিবে।
আবার লেখাপড়া গবেষণা কিংবা যেকোনো ধরনের ইনফরমেশন আপনার প্রয়োজন। কিন্তু ইন্টারনেটের সার্চ করার মত সময় কিংবা পরিস্থিতি আপনার নেই। সে ক্ষেত্রে হাতে থাকা ডিপসিক এইআইকে আপনি সেই প্রশ্ন জিজ্ঞেস করার সাথে সাথেই ইন্টারনেটের বিভিন্ন জায়গা হতে উত্তর খুঁজে এনে আপনার সামনে প্রদর্শন করবে।