সারা পৃথিবী জুড়েই মোবাইল, ল্যাপটপ, ইয়ারবাডস, ঘড়ি, ট্যাব ইত্যাদি গেজেটের ক্ষেত্রে অ্যাপল কোম্পানি অনেক বেশি জনপ্রিয়। আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে এই কোম্পানির বিভিন্ন পণ্যের নামের আগে আই অক্ষরটি কেন বসানো হয়। উদাহরণস্বরূপ বলা যায় আইফোন, আইম্যাক, আইপ্যাড সহ প্রতিটি ডিভাইসের নামের শুরুতেই আই অক্ষরটি রয়েছে।
সারা পৃথিবী জুড়েই কোটি কোটি মানুষ বিভিন্ন প্রয়োজনে এই সকল যন্ত্র গুলি ব্যবহার করে থাকেন। অ্যাপল কোম্পানির অ্যাপল নামের বানানটি এ দেওয়া শুরু হলেও পণ্যগুলোর নামের বানানাের আগে আই (i) থাকে। কেউ কেউ এ সম্পর্কে ধারণা প্রকাশ করছেন যে আই শব্দটি দ্বারা ইন্টারনেটকে বোঝানো হয়ে থাকে। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস আসলে কেন এই অক্ষরটি প্রতিটি পণ্যের নামের আগে যুক্ত করেছিলেন সে সম্পর্কে চলুন কিছু তথ্য জেনে নেওয়া যায়।
এই কারণটি সম্পর্কে স্টিভ জবস সর্বপ্রথম ব্যাখ্যা করেন ১৯৯৮ সালে যখন আই-ম্যাক বাজারে আনা হয়। তিনি এই আই অক্ষরটি দ্বারা মূলত পাঁচটি বিষয়ে বুঝিয়েছিলেন। যার মধ্যে রয়েছে ইন্টারনেট, ব্যক্তিত্ব, শিক্ষা, তথ্য ও অনুপ্রেরণা। অর্থাৎ তিনি এই সকল বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করেছিলেন অ্যাপলের মত কোম্পানি।
অ্যাপলের পণ্যের নামের আগে আই অক্ষর থাকে কেন
আই অর্থ ইন্টারনেট
প্রথমেই আপনার মনে যেই শব্দটি আসছে সেটি হচ্ছে ইন্টারনেট। আইম্যাক সর্বপ্রথম যখন ১৯৯৮ সালে বাজারে আসে তখন ইন্টারনেট খুব দ্রুত গতিতেই প্রকাশিত হচ্ছিল। তাই উক্ত প্রদর্শনের পক্ষ থেকে মানুষের প্রযুক্তিগত দিক চিন্তা করে এই আই অক্ষরটি যুক্ত করা হয়েছিল। অ্যাপল কোম্পানির অজানা তথ্যগুলির মধ্যে এটি অন্যতম।
আলাদা ব্যক্তি
আই অর্থ ইনডিভিজুয়াল। অর্থাৎ প্রতিষ্ঠানটি যেহেতু প্রত্যেকটি মানুষকেই একটি ব্যক্তিগত অভিজ্ঞতা প্রদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদান দেয় তাই ইন্ডিভিজুয়াল অর্থটিও ব্যবহার করা হয়ে থাকে। তাদের যেকোনো ডিভাইসকে ব্যক্তির পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে ব্যবহার করা যায়।
শিক্ষা বা শেখানো
ইনসট্রাক্ট শব্দটিও আই দ্বারা শুরু হয়। অ্যাপল কোম্পানির সব প্রতিষ্ঠাতা স্টিভ জবস মনে করেন শুধুমাত্র প্রযুক্তি কাজের জন্য ব্যবহার না করে শেখার মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে। তাইতো তাদের প্রতিটি যন্ত্রকে লার্নিং টুলস হিসেবে ব্যবহার করেছে এবং আই দ্বারা ইন্সট্রাক্ট শব্দটিও পদোন্নত করে।
ইনফরমেশন
আই দ্বারা আরো একটু শব্দ শুরু হয় আর সেটি হচ্ছে ইনফরমেশন। এখন এর পণ্যগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারি এবং নানা ধরনের যোগাযোগ করতে পারি। যা কিনা আমাদের প্রতিনিয়ত এই বিভিন্ন ধরনের তথ্য প্রদান করছে। অর্থাৎ এটি আপনার দৈনন্দিন জীবনের একজন এসিস্ট্যান্ট।
ইন্সপাইরেশন
অনুপ্রেরণা বা ইন্সপাইরেশন আরেকটি কারণ হচ্ছে অ্যাপলের পণ্যের আগে আই বসানোর। তাদের নতুন নতুন ডিভাইস সকল সময় নতুন নতুন উদ্ভাবনে সত্যি কে উদ্বুদ্ধ করে এসেছে।
ইউনিকনেস, টেকসই, অসাধারণ ফিচার, পারফরম্যান্স ইত্যাদির কারণে আইফোন সহ নানা ধরনের পণ গুলি প্রযুক্তিপ্রবাহ মানুষদের কাছে খুবই জনপ্রিয়। আশা করি অ্যাপলের অজানা তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে।