গাজীপুরে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট কি

গাজীপুরে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট কি, সেই ব্যাপারে চলুন আজকে জেনে নেই। এর পাশাপাশি সারাদেশেই শুরু হয়েছে এই বিশেষ অভিযানটি। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে এর আগে গাজীপুরে ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সে সভার মাধ্যমে অপরাধীদের ধরার জন্য পরিচালিত হবে এই অপারেশন ডেভিল হান্ট।

গাজীপুরে এর আগে শুক্রবার গভীর রাতে ১৫ থেকে ১৬ জন আক্র-মণের শিকার হন যাদের সবাই প্রায় শিক্ষার্থী। বৈষ্ণব বিরতির ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন যে আহত শিক্ষার্থীদের ইতি মধ্য চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করাও হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট কি

আমরা জানি যখন কোন এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পায় তখন সেটাকে দ্রুত কমিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। ঠিক সেরকমই একটি পদক্ষেপ হচ্ছে অপারেশন ডেভিল হাট। ৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে এটি শুরু করা হয়েছে।

এই অভিযানটি মাধ্যমে মূলত বিভিন্ন অপরাধিদেরকে সনাক্ত এবং দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হবে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যেও এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এই বিশেষ অভিযানটিতে অংশগ্রহণ করবে বাংলাদেশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী ও ডিটেকটিভ ব্রাঞ্চ। এই কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি গোয়েন্দা তথ্য ইত্যাদি ব্যবহার করা হবে।

সাধারণভাবে একজন অপরাধী আইনের হাত থেকে পালিয়ে বাঁচার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অবস্থান করে থাকে। আর যেহেতু প্রতিটি এলাকার জন্য আইনি প্রক্রিয়া আলাদা আলাদা তাই সেই ব্যক্তিকে ধরা চিহ্ন সনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়ে। এজন্য পুরো দেশে একযোগে অভিযান কার্যক্রম চালালে আইনের হাত থেকে পালানো অপরাধের জন্য বেশ কঠিন। কারণ সে যেখানে অবস্থান করুন না কেন সব জায়গায় অভিযান চলছে।

বাংলাদেশ সরকারি পক্ষ থেকে এই অপারেশন ডেভিল হান্টকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এমনকি সাধারণ মানুষও এর প্রতি সমর্থন জানিয়েছেন বলে ভিন্ন মতামত প্রকাশিত হচ্ছে। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছেন এর মাধ্যমে নিরপরাধ ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অপারেশন ডেভিল হান্ট কি এবং এর মাধ্যমে কি কি কার্যক্রম করা হবে।

Leave a Comment