জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিন বছর মেয়াদী অনার্স কোর্স

ন্যাশনাল ইউনিভার্সিটি অধীনে চার বছর মেয়াদে যে সম্মান বা অনার্স কোর্স চারু আছে সেটির মেয়াদ কমিয়ে তিন বছরে অনার্স করা হচ্ছে বলে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এমনকি এটি একটি অভিনব এবং যুগান্তকারী সিদ্ধান্ত হবে বলেও তারা উল্লেখ করেছেন। বিগত ৯ ফেব্রুয়ারি রবিবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হওয়া একটি সবার মাধ্যমে এই তথ্যগুলো জানিয়েছেন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা।

সবাই তিনি জানান জাতীয় বিশ্ববিদ্যালয় তিন বছর মেয়াদী অনার্স কোর্স চালু করা হবে। তারপর পরবর্তী ১ বছর ডিপ্লোমা এবং কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হবে। তারপর সম্পূর্ণ কোর্স শেষে তাদেরকে দুটি সার্টিফিকেট প্রদান করা হবে। উত্তর সার্টিফিকেটগুলো সবার কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে বলে তিনি উল্লেখ করেন। এমনকি অনেক শিক্ষার্থীদের নতুন কর্মসংস্থান পেতে সুবিধা হবে বলেও জানিয়েছেন।

আমাদের সামাজিক প্রেক্ষাপটে ডিপ্লোমা ডিগ্রী কিংবা কারিগরি পড়াশোনাকে নিয়ে বেশ নাক সিটকানোর মত একটি মনোভাব রয়েছে। সেই ব্যাপারটি উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, যারা মনে করেন ডিপ্লোমা করলে সমাজের মুখ দেখাতে পারবে না কিংবা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না তাদের এই ধারণা ভুল। যেকোনো দেশের উন্নতি জন্য কারিগরি শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

আবার এই কারিগরি শিক্ষাকে উন্নত করতে প্রয়োজন বেশ পরিবর্তন। কারণ এই সকল সেক্টরে যে পরিমাণ শিক্ষক দরকার তার মাত্র ১৮ শতাংশই রয়েছে। এছাড়াও অপ্রতুল ল্যাবরেটরি ট্রেনার টিচারের সমস্যা তো রয়েছে। যার কারণে ব্যবহারিক পড়াশোনা অনেক কম হয় এবং থিওরিটিকাল পড়াশোনা দিয়ে ভবিষ্যতে ভাইভা কিংবা চাকরি পাওয়া যাবে সমস্যার সম্মুখীন হতে হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় তিন বছর মেয়াদী অনার্স কোর্স

বাংলাদেশের যে কোন প্রাইভেট পাবলিক কিংবা সরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স বা সম্মানের কোর্স হয়ে থাকে চার বছরের। অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ বেশ কয়েকটি বিশেষ বিশেষ সাবজেক্টে ক্রেডিট বেশি থেকে এবং মেয়াদও বেশি থাকে। আর সকল সাবজেক্ট গুলোতেই গ্রাজুয়েশন কমপ্লিট করতে সময় লাগে চার বছর। ন্যাশনাল ইউনিভার্সিটি অধীনে আগে এই অনার্স শেষ করতে সেশনজট মিলিয়ে ৫-৬ বছর লেগে যেত। তবে বিগত বেশ কয়েক বছর ধরে এই সেশনজট একদমই কমে এসেছে। যার কারণে স্টুডেন্টরা যত সময় তাদের পড়াশোনা শেষ করতে পারে এবং ক্যারিয়ার করতে পারে।

যারা সাধারণ বিষয়ে লেখাপড়া করে তাদের কারিগরি কোন বিষয়ে পড়ানো হয় না। এই কারিগরি বিষয় একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ করতে খুবই সহায়ক। এ সকল দিক বিবেচনা করে আগামীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তিন বছরের হতে পারে।

Leave a Comment