তরুণ আলোচিত লেখক এবং কনটেন্ট ক্রিয়েটর কাফির পরিচয় কি আপনারা জানেন? ভিডিও কন্টেন্টের পাশাপাশি ইদানিং সময়ে বইমেলার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যার পর থেকে ইন্টারনেটে বেশ চর্চা হচ্ছে তাকে নিয়ে। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সবাই তাকে কাফি ভাই নামেই চিনে থাকে।
আমরা জানি ২০২৪ সালে ঘটে যাওয়া ঘটনা গুলোর মধ্যে অন্যতম একটি ছিল জুলাইয়ের ছাত্র আন্দোলন। আর সেই আন্দোলনে নুরুজ্জামান কাফি বেশ আলোচিত হয়েছিলেন। মূলত ব্যতিক্রমধর্মী কন্টেন্ট উপস্থাপনতার কারণেই সবার নতুন। ইউটিউব ফেসবুকে বিভিন্ন ভিডিও পোস্ট করতেন তার প্রাক্তন কে খোটা দেওয়া কে কেন্দ্র করে। সেই সাথে কুকুরকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন। যার মধ্যে রয়েছে রাস্তার বিভিন্ন কুকুরদেরকে ধরে বিস্কুট রুটি ইত্যাদি এনে খাওয়ানো। আবার কুকুরদেরকে শ্রোতা বানিয়ে নিজের বক্তব্য তাদেরকে শুনাতেন।
তার মতে রাস্তার এই কুকুরগুলোকে আদর যত্ন করে না খাওয়ালে তার পূর্ণতা আসে না। কনটেন্ট ক্রিয়েটর কাফের পরিচয় হিসেবে এটি অনেকে জেনে থাকেন। এমনকি বরিশালের আঞ্চলিক ভাষা ব্যবহার করায় তার ভিডিওগুলি আরো অনেক বেশি হাস্যরসাত্মক লাগতো। এমনকি ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদও করেছেন।
কনটেন্ট ক্রিয়েটর কাফির পরিচয় কি
২০০১ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন নুরুজ্জামান কাফি। তার জন্মস্থান বাংলাদেশের পটুয়াখালী জেলার কুয়াকাটা উপজেলায় আজিমপুর নামক একটি গ্রামে। বর্তমানে তিনি ঢাকা সরকারি বাংলা কলেজে পড়ালেখা করছেন। লেখালেখির অভ্যাস রয়েছে তার। সর্বপ্রথম ২০১৮ সালে তিনি একটি বই বের করেছিলেন যার নাম হচ্ছে “আছি ছিলাম থাকবো”। তার আরো একটি বইয়ের নাম হচ্ছে ঢাকা “বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি”। অদৃশ্য অসুখ তুমি নামেও একটি বই প্রকাশ করেন তিনি।
বর্তমানে বইমেলায় প্রকাশিত তার বইয়ের কে কেন্দ্র করে ফেসবুকে কয়েকটি ছবি এবং ভিডিও ব্যাপকভাবে সমালোচনা হয়। অর্থাৎ মেলায় ভক্ত বা ক্রেতাদের সাথে কথা বলতে গিয়ে বা তাদের সাথে আচরণ গুলি নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। যেখানে তাকে নারী ভক্তদের হাত ধরতে দেখা যায় এবং ফুল দেওয়াকে কেন্দ্র করে নেটে জেনেরা আলোচনার বিষয়বস্তু হন। অনেকেই কাপ কনটেন্ট ক্রিয়েটর কাফির পরিচয় দিতে গিয়ে বলেছেন তার জন্য বইমেলায় অন্যান্য লেখকদের সৌন্দর্য কমে যাচ্ছে।
সর্বশেষ এই ভাইরাল লেখকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন খবরে দেখা গিয়েছে তার ঘরবাড়ি বিভিন্ন জিনিসপত্র সম্পূর্ণরূপে পড়ে গিয়েছে। এ নিয়ে তার বাড়িতে আইন-শৃঙ্খলা প্রতিনিধি সহ বিভিন্ন দলের কর্মীরাও পরিদর্শন করেন।
কনটেন্ট ক্রিয়েটর কাফির বাবা উক্ত এলাকার একটি দাখিল মাদ্রাসা সুপার হিসেবে কাজ করছেন। তারা দুই ভাই। তাদের বাড়িতে আগুন দেয়ার বিষয়টি নিয়ে তার বাবা সাংবাদিকদের কে জানান রাতের অন্ধকারে দুর্বৃত্তরা আমাদের বাড়িতে আগুন দিয়েছে। আমরা জীবন বাঁচানোর জন্য দরজা ভেঙে বের হতে পেরেছি। । তারা এই নাশকতার সুস্থ তদন্ত পূর্বক বিচার দাবি করেছেন।