সাম্প্রতিক সময় সরকার ঘোষণা দিয়েছেন যে দেশে মাদ্রাসা, কারিগরি ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন শিক্ষক/কর্মচারী আছেন এবং শিক্ষার্থী আছেন তাদেরকে সরকারি অনুদান প্রদান করা হবে। অনুদান পাওয়ার জন্য আগ্রহীরা আগামী ১ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে এপ্লিকেশন করতে হবে। এটিও জানানো হয়েছে যে এই অ্যাপ্লিকেশন সাবমিটের সময় কোন হার্ডকপি জমা নেয়া হবে না।
শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের সরকারি অনুদানের এই বিষয়টি সম্পর্কে জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। মূলত যারা কিনা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আছেন, কোন দুর্ঘটনার প্রয়োজন কিংবা চিকিৎসার জন্য বিশেষ অনুদানের প্রয়োজন তাদেরকেই এটা দেয়া হবে। এমনকি অধ্যয়নেরত শিক্ষার্থীদের মধ্য প্রতিবন্ধী, অসহায়, অসচ্ছল, মেধাবী অনগ্রসর ইত্যাদি পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরাও এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
সরকারি অনুদানের জন্য আবেদনের নিয়মাবলী
বাংলাদেশের এমপিওভুক্ত, কারিগরি, বেসরকারি মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসা, স্বীকৃতিপ্রাপ্ত, অনুদানপ্রাপ্ত ইত্যাদি প্রতিষ্ঠানের কর্মরত এবং অধ্যয়নত শিক্ষার্থীরা এর জন্য আবেদন করতে পারবেন। তবে বাছাইয়ের ক্ষেত্রে সাধারণত অনগ্রসর কিংবা অসচ্ছল এলাকায় অবস্থিত কিন্তু লেখাপড়ার মান ভালো এমন প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
• এ ধরনের এডুকেশনাল ইনস্টিটিউটে যারা কাজ করছেন তারা তাদের যদি কেউ অনেক জটিল রোগে আক্রান্ত হয়ে থাকেন যার জন্য বেশ চিকিৎসা ব্যয় প্রয়োজন তারাও আবেদন করতে পারবেন।
• একইভাবে কর্মরত ও অধ্যয়নরত স্টুডেন্টদের মধ্যে কেউ যদি দুর্ঘটনায় পতিত হয়ে থাকে এবং শিক্ষার ব্যয় বহন করতে ব্যর্থ হয় তাহলেও সরকারি অনুদানের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি আগে একবার উল্লেখ করেছি এক্ষেত্রে দরিদ্র মেধাবী অসচ্ছল রাই অগ্রাধিকার পাবেন বেশি।
কিভাবে সরকারি অনুদানের জন্য আবেদন করবেন
আগামী ১ই মার্চে থেকে পুনরায় এপ্রিল পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে। যারা কিনা কারিগরি এবং মাদ্রাসা বিভাগ থেকে অনলাইনে আবেদন করবেন তারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন www.tmed.gov.bd.
আর অন্যান্য শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীরা www.mygov.bd ওয়েবসাইট থেকে যথাযথ নিয়মে ফরম পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। এমনকি সরকারি অনুদান সংক্রান্ত সকল নীতি আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
যদি কোন প্রতিষ্ঠানের জন্য অর্থ-বরাদ্দ হয় তাহলে সেই ইনস্টিটিউটের ব্যাংক হিসাব নম্বরে সেটি প্রদান করা হবে। আর টিচার এবং স্টুডেন্টের ক্ষেত্রে ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং একাউন্ট এর মাধ্যমেও এই অনুদানের টাকা পাঠানো হবে। এর জন্য আবেদনের সময় অবশ্যই নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং একাউন্ট অর্থাৎ নগদ এর নাম্বার, ভোটার আইডি কার্ডের কপি, জন্ম সনদ, স্টুডেন্টদের ক্ষেত্রে অভিভাবকদের ভোটার আইডি কার্ড ইত্যাদি সাবমিট করতে হবে। এভাবেই শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের সরকারি অনুদানের জন্য আবেদন করা যাবে।