মোবাইল আপডেট দিলে কি হয় এবং নিয়ম কি

যেকোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের একটি নিজস্ব অপারেটিং সিস্টেম থাকে। যেমনটা আমরা কম্পিউটারে দেখে থাকি। সাধারণ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ কিংবা ডেস্কটপ উইন্ডোজ অপারেটিং সফটওয়্যার সবচাইতে বেশি চালানো হয়। এর পাশাপাশি উবুনটু, লিনাক্স বেশ জনপ্রিয়। মোবাইল আপডেট দিলে কি হয় এবং এটি দেওয়ার নিয়ম কি সেটি জানা অনেক গুরুত্বপূর্ণ।

এর কারণ হচ্ছে কম্পিউটারগুলোত যেমন windows এর সফটওয়্যারগুলোর আপডেট ভার্সন ইন্সটল করতে হয় ঠিক তেমনিভাবে মোবাইল গুলোতেও আপডেট সংস্করণ গুলো চালাতে হয়। এর বেশ কিছু অসুবিধা রয়েছে চলুন জেনে নেই।

মোবাইল আপডেট দিলে কি হয় বা এর সুবিধা কি

মোবাইলের নতুনত্ব বজায় থাকে

নতুন অপারেটিং সিস্টেমের সাথে অনেক আধুনিক আধুনিক ফিচার যুক্ত হয়। সেই সাথে ফোন দ্রুত কাজ করে, নিরাপদ থাকে এবং নতুন নতুন সফটওয়্যার এতে করে ইন্সটল করা যায়।

• আপনি যদি ফোনটির অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট করেন তাহলে এদের গতি অনেকটাই বৃদ্ধি পায়। যে সকল ডিভাইসের হিটিং ইস্যু, ক্যামেরা ইস্যু কিংবা অন্য কোন সমস্যা থেকে থাকে সেগুলো সমাধান দেওয়া হয় এই মোবাইল ফোনের আপডেটের মাধ্যমে।

• প্রযুক্তির বাজারে প্রতিদিনই কিছু না কিছু নতুন সুবিধা আসছে। এ সকল সুবিধা গুলো পাওয়ার জন্য কিংবা আধুনিক সফটওয়্যার গুলো ইন্সটল করার জন্য অবশ্যই ফোন আপডেট দিতে হয়।

এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। একটি সিস্টেম যত বেশি পুরনো হতে থাকে সেটি তত বেশি ও নিরাপদ হতে থাকে। তাই যেকোনো ধরনের ডিভাইসের ক্ষেত্রেই নতুন নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হয়।

মোবাইল আপডেট করার নিয়ম কি

যে কোন ডিভাইসে নতুন সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। তা না হলে একদিকে যেমন সঠিকভাবে আপডেটের সম্পন্ন হবে না অপরদিকে ফোনটি ও ক্ষতিগ্রস্ত হতে পারে।

সবার আগে আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণে চার্জ আছে কিনা সেটা নিশ্চিত করুন। কারণ যখন মোবাইল আপডেট চলমান থাকবে তখন যদি সেটি অফ হয়ে যায় তাহলে মাদারবোর্ড ও ফোনটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সবচাইতে ভালো হয় ফুল চার্জ করে অথবা বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করে এটির আপডেট শুরু করা।

প্রথমে আপনার মোবাইলের সেটিংস অপশনে যান। সেটিংস থেকে এবাউট ফোন অথবা সফটওয়্যার ইনফরমেশন অপশনটিতে প্রবেশ করুন। প্রায় সকল ধরনের ফোনের ক্ষেত্রে এই অপশন গুলো একই রকম। About Phone কিংবা সফটওয়্যার ইনফরমেশন অপশনে প্রবেশ করলেই আপডেটের সেটিংসটি আপনি পেয়ে যাবেন। সাধারণত এটি ১ থেকে ২ জিবির ফাইল হয়ে থাকে। তাই নেটের স্পিড ভালো আছে কিনা সেটা যাচাই করে নিন। তা না হলে লম্বা সময় অপেক্ষা করতে হতে পারে। সবচাইতে ভালো হয় ভালো স্পিডের ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করা।

আরেকটি উল্লেখ্য বিষয় মোবাইল ফোন আপডেট দেওয়ার সময় সকল গুরুত্বপূর্ণ তথ্য এবং ডাটা গুলোর একটি ব্যাকআপ রেখে দেন। অনেক ক্ষেত্রে এই তথ্যগুলি মুছে যেতে পারে। আবার যেই অ্যাকাউন্ট গুলো লগইন করা থাকে সেখান থেকেও কিছু একাউন্ট রিমুভ হয়ে যেতে পারে। যখন ফোন আপডেট সম্পন্ন হবে তখন সেটি অটোমেটিক ভাবে রিস্টার্ট নিবে। তাই ঘাবড়ে না থেকে ধৈর্য ধরে অপেক্ষা করুন। মোবাইল আপডেট দেওয়ার জন্য কখনোই সরাসরি ডেস্কটপ কিংবা ল্যাপটপ দিয়ে অনিবন্ধিত পদ্ধতি ব্যবহার করবেন না।

Leave a Comment