শাকিব খানের বরবাদ সিনেমার অপেক্ষায় দর্শকরা

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার টিজার। রায়হান রাফিক পরিচালিত তুফান সিনেমা বাংলাদেশের সিনেমা প্রেমীদের মনে বেশ ভালো একটা জায়গা করে নিয়েছিলাম। কারণ সেটিতেই জনপ্রিয় এই সুপারস্টারকে ভিন্ন একটি লুকে এবং চরিত্রে দেখা যায়। যে ধরনের মুভি দেশে এর আগে খুব একটা তৈরি হয়নি।

তারে ধারাবাহিকতায় এবারও নতুন সিনেমাটির টিজার দেখে দর্শকদের মনের আকাঙ্ক্ষা আরো বেড়ে যায়। এর মধ্যেও একটি সংলাপ নিয়েও বেশ উচ্ছ্বসিত শাকিব ভক্তরা। ঢালিউড কিং শাকিবের এই সিনেমার টিজারটি কবে আসবে সে নিয়ে বেশ আলোচনা চলছিল। অবশেষে সামনে ঈদকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ইউটিউবে প্রকাশিত হয়েছে বরবাদ সিনেমার ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি টিজার। যেটা দেখে মোটামুটি অ্যাকশনের ধাঁচে মুভির আভাস পাওয়া গিয়েছে।

এখানে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো উক্ত টিজারে ঢালিউডের কিং কে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লোকে দেখা গিয়েছে। ইউটিউবে টিজারটি দেখে যদি মনে হয়েছে তা হলো ভালোবাসা প্রতিশোধ এর একটি গল্প হতে যাচ্ছে এটি। অ্যাকশন দৃশ্যগুলো যে দারুন হবে সেটি টিজার দেখেই বোঝা গিয়েছে।

শাকিব খানের বরবাদ সিনেমা আসছে খুব শীঘ্রই

সিনেমা প্রেমীদের জন্য শাকিব খানের বরবাদ সিনেমায় আরো একটি চমক রয়েছে। আর সেটি হল টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। টিজারে হঠাৎ করেই তার উপস্থিতি তে দর্শকদের চোখ যেন কপালে উঠে গিয়েছিল। অনেকেই তার মুখের এক্সপ্রেশন এবং অভিনয় দক্ষতা দেখে মন্তব্য করছেন যে এবার জমজমাট একটি ব্যাপার হবে। এ প্রসঙ্গে শাকিব ও জানিয়েছেন তার অন্যান্য সকল সিনেমাকে ছাড়িয়ে যাবে এটি। যিশুসেন গুপ্ত বাংলা সিনেমার পাশাপাশি বলিউড ও তামিল সিনেমাতেও অভিনয় করেছেন।

নায়িকা হিসেবে বরবাদ সিনেমায় অভিনয় করেছেন ঈধিকা পাল। যিনি এর আগে ঢালিউড কিং এর সাথে একটি মুভিতে কাজ করেছেন। কলকাতা জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান একটি আইটেম গানেও পারফর্ম করেছেন। বাংলাদেশের পাশাপাশি বেশ কয়েকটি দৃশ্য ভারতেও ধারণ করা হয়েছে।

জনপ্রিয় এই সুপারস্টারের ভেরিফাইড পেজ থেকে এটি প্রকাশ করার পর মাত্র ১৮ ঘণ্টায় প্রায় ২০ লক্ষ বার দেখা হয়েছে। হাজার হাজার দর্শক তাদের মতামত প্রকাশ করেছেন।

মুভিটির যে বিষয়টি দর্শকদের নজর করেছে সেটি হচ্ছে শাকিবের লুক। যদিও এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন একটি সময় আমার সিনেমা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে যাবে এবং রিলিজ হবে হলিউড বলিউডের সাথে। বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর সাতটি মহাদেশেই তার মুভিগুলো মুক্তি পায়। নায়িকা ঈধিকা পাল ছাড়াও শাকিব খানের সাথে আরো অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর সহ আরো অনেকে। প্রায় ১৮ কোটি টাকা বাজেটের এই মুভিটি প্রযোজনা করছেন শাহীন আক্তার সুমি।

বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের সিনেমা জগতে বেশ পরিবর্তন এসেছেন। ভালোবাসা প্রেম ইত্যাদি গল্প থেকে বেরিয়ে রাজনীতি, অ্যাকশন, থ্রিলার টাইপের মুভি গুলো তৈরি হচ্ছে। এমনকি সিরিজের দিক থেকেও এগিয়ে যাচ্ছে অনেক। যারি ধারাবাহিকতায় ধরনের পর এবার বরবাদ সিনেমা উপহার পেতে যাচ্ছে দর্শকরা।

Leave a Comment