সম্প্রতি ঢাকার লালমাটিয়া এলাকায় একটি চায়ের দোকানে দুইজন তরুণীর প্রকাশ্যে ধূমপান সম্পর্কিত বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। উক্ত ঘটনায় একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে দুই তরুণীর তর্ক বিতর্কের ঘটনা ঘটে। বয়স্ক ব্যক্তিটি তাদের কে জনসম্মুখে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বলেন। পরবর্তীতে তাদেরই একজন ব্যক্তি ওই ব্যক্তির দিকে চা ছুড়ে মারেন। তারপর আশেপাশের বেশ কিছু লোকজন ঘটনাকে কেন্দ্র করে তাদের উপর চড়াও হন।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হতে থাকে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস বিজ্ঞপ্তিতে বলেন প্রকাশ্যে ধূমপান অর্থাৎ সিগারেট খাওয়া নিষেধ। এটি নারী এবং পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। তাই তিনি সবাইকে অনুরোধ করেছেন কেউ যেন প্রকাশে বিড়ি সিগারেট না খায়। আর এখন যেহেতু রোজার মাস তাই সবাইকে সংযম হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
এর আগে পবিত্র মাহে রমজানের শুরু ও উপলক্ষে ধর্ম উপদেষ্টাও বাইরে খাবার খাওয়ার না খাওয়ার ব্যাপারে অনুরোধ জানিয়েছেন। এতে করে যারা রোজাদার ব্যক্তি তাদেরকে একটি সম্মান প্রদর্শন করা হয়। তবে রাস্তাঘাটে সিগারেট খাওয়ার বিষয়টি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন প্রকাশের ধূমপান নিয়ে আইনে কি ধরনের ব্যাখ্যা দেওয়া আছে।
প্রকাশ্যে ধূমপান আইনে কি বলা হয়েছে
বিএনপির সরকারের আমলে ২০০৫ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন করা হয়। সেই আইন অনুযায়ী বিভিন্ন ধরনের গণপরিবহন, পাবলিক প্লেসে বিড়ি সিগারেট খাওয়া নিষেধ। যদি কেউ এই আইনটি অমান্য করে তাহলে তাকে ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করতে হতে পারে। যদি সেই ব্যক্তি পরবর্তীতে একই কাজ আবার করে অর্থাৎ আইনের লঙ্ঘন করে তাহলে তার জরিমানার পরিমাণও দ্বিগুণ করা হয়ে থাকে।
উক্ত আইনের ২ এর চ ধারায় এই সকল পাবলিক প্লেস ও স্থান বলতে বোঝানো হয়েছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ইত্যাদি অফিস, লাইব্রেরী, হাসপাতাল, ক্লিনিক, বাস, রেলওয়ে টার্মিনাল, স্টেশন, পাবলিক টয়লেট, পার্ক, শিশু পার্ক, সিনেমা হল, থিয়েটার হল, শপিং মল, নৌবন্দর ইত্যাদি। অর্থাৎ যে সকল স্থানগুলোতে সাধারণ মানুষ চলাফেরা করে এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে সে সকল জায়গা গুলোকে পাবলিক প্লেস হিসেবে অভিহিত করা হয়েছে। এই ধরনের পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান করা আইনত নিষেধ এবং এর অপরাধ হিসেবে ৩০০ টাকা জরিমানা ব্যাখ্যা রয়েছে।
ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেমন একজন রাস্তায় বিড়ি কিংবা সিগারেট খাচ্ছেন কিন্তু তার আশেপাশের লোকজনেরও তিনি শারিরীক ক্ষতি করছেন। কারণ তার দ্বারা তৈরি ধোয়া গুলো পাশের নারী, শিশু, বৃদ্ধ যে কোন ধরনের ব্যক্তির মুখ এবং নাক দিয়ে প্রবেশ করতে পারে। এতে করে তিনি সিগারেট না খেয়েও বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। তাই একজন সচেতন নাগরিক হিসেবে প্রকাশ্যে ধূমপান কিংবা পাবলিক প্লেসে সিগারেট খাওয়া থেকে নিজেকে অবশ্যই বিরত রাখা প্রয়োজন।