বর্তমানের অত্যাধুনিক ডিভাইস স্মার্টফোন। এর মাধ্যমে আমরা যোগাযোগের পাশাপাশি বিভিন্ন ধরনের স্মৃতিও ধরে রাখতে পারি। তবে ভুলবশত বা অসতর্কতার কারণে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যায়। তাইতো মোবাইলের ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায় জেনে রাখা ভালো। প্রিয় কোন স্মৃতি কিংবা গুরুত্বপূর্ণ কোন তথ্য।
একটি স্মার্টফোন বা মোবাইলের মাধ্যমে যেকোনো মুহূর্তের ছবি কিংবা ভিডিও ধারণ করে খুব সহজে সংরক্ষণ করা যায়। এর জন্য মানুষ অনেক টাকা খরচ করে দামী দামী ভালো ক্যামেরাযুক্ত ডিভাইস কিনে থাকে। আবার অপ্রয়োজনীয় ফাইল, ভিডিও কিংবা ছবিগুলো খুব সহজে ডিলেটও করা যায়। অপ্রয়োজনীয় এই ছবিগুলো ডিলিট করার সময় আমরা প্রয়োজনীয় ফটোগুলো অনেক সময় ভুলে ডিলিট করে থাকে। চলুন এই ধরনের পরিস্থিতিতে আপনি কি কি উপায়ে অবলম্বন করতে পারেন।
Google Photo অ্যাপের মাধ্যমে ছবি পুনরুদ্ধার করুন
আমরা বেশিরভাগ মানুষই অ্যান্ড্রয়েড (Android) বা google এর অপারেটিং সিস্টেমের মোবাইল ব্যবহার করি। এ সকল মোবাইলে গুগল ফটোজ নামে একটি ডিফল্ট সফটওয়্যার থাকে। যদি ভুলের কোন ছবি মুছে ফেলেন তাহলে Google Photos ট্র্যাশ অপশনে গিয়ে আপনি সেগুলো পুনরায় উদ্ধার করতে পারবেন। এই পদ্ধতি তখনই কাজ করবে যখন জিমেইলের (Gmail) মাধ্যমে ব্যাকআপ সিস্টেমটি চালু করা থাকবে।
আর যদি ফোন হারিয়ে যায় এবং হারানো ফোনে এই সুবিধা চালু করা থাকে তাহলে জিমেইলটি ল্যাপটপ কিংবা মোবাইলে লগইন করেও হারানো ছবিগুলো উদ্ধার করতে পারবেন। এর জন্য শুধুমাত্র ট্র্যাশ ফোল্ডারে গিয়ে প্রতিটি ছবি কিংবা সবগুলো ছবি মার্ক করে রিস্টোর করলেই হবে।
ডিলিট করা ছবি ফিরিয়ে আনার অন্যান্য পদ্ধতি
এমন অনেক রিকভারি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার রয়েছে যেগুলোর মাধ্যমে ডিলিট করা যেকোনো ধরনের ফাইল পুনরায় উদ্ধার করা যায়। তবে এই ধরনের সফটওয়্যার গুলো বেশিরভাগ ক্ষেত্রেই পেইড হয়ে থাকে। অর্থাৎ টাকা দিয়ে কিনতে হয়। এক্ষেত্রে গুগল প্লে স্টোর ছাড়া অন্য কোন মাধ্যমে অ্যাপ ডাউনলোডের জন্য অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। কারণ অনেক প্রতারকরা এই ধরনের অ্যাপসগুলির মাধ্যমে ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়ে থাকে।
এক্ষেত্রে অ্যাপটি ইনস্টল করার পর রিকভারি অপশনটিতে গিয়ে চেষ্টা করে দেখতে পারেন।
মোবাইলের রিসাইকেল বিন (Recycle Bin) বা ট্র্যাশ বিন চেক করা
বর্তমানে সকল অ্যান্ড্রয়েড ফোনেই ট্র্যাশ বিন কিংবা রিসাইকেল বিন নামে আলাদা একটি অংশ থাকে। সাধারণত গ্যালারি, স্টোরেজর ফাইল, মেসেজ, কন্টাক্ট ইত্যাদি যখন ডিলিট করা হয় তখন সেগুলো সরাসরি মুছে না গিয়ে কিছু সময়ের জন্য রিসাইকেল বিনে জমা হয়। নির্ধারিত সময় পর এটি চিরতরে মুছে যায়। আপনার ফোনেও এই ধরনের কোন রিসাইকেল বিন বা ট্র্যাশ বিন চালু করা আছে কিনা সেটা যাচাই করুন। এভাবে খুব সহজেই ডিলিট করা ছবি ফিরিয়ে আনা যায়।
সকল ক্লাউড স্টোরেজ (Cloud Storage) অ্যাপ গুলো যাচাই করুন
আপনি নিশ্চয়ই ক্লাউড স্টোরেজ সম্পর্কে জানেন। এর মাধ্যমে যে কোন ধরনের তথ্য অনলাইনে একটি নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা যায়। সাধারণভাবেই প্রতিটি এন্ড্রয়েড ফোনে গুগল ড্রাইভ ডিফল্টভাবে ইন্সটল করা থাকে। আপনি সেটাতে প্রবেশ করে দেখুন কখনো ছবিগুলোর ব্যাকআপ রেখেছিলেন কিনা। যদি ব্যাকআপ থেকে থাকে তাহলে সেখান থেকেও ডিলিট করে ছবিগুলো ফিরিয়ে আনতে পারেন।
কম্পিউটারের মাধ্যমে ডিলিট করা ছবি ফিরে আনার উপায়
অনেক প্রিমিয়াম এবং উন্নত মানের সফটওয়্যার আছে যেগুলো কম্পিউটারের মাধ্যমে মোবাইলের তথ্যগুলো রিকভার করতে পারে। বর্তমানে অনেক দক্ষ লোকজন কিংবা প্রতিষ্ঠানে এ ধরনের সেবা দিয়ে থাকে। আপনি তাদের সাহায্য নিতে পারেন অথবা ইন্টারনেট হতে সার্চ করে এই ধরনের রিকভারি অ্যাপ গুলো কম্পিউটারে ইন্সটল করে নিতে পারেন। তারপর আপনার মোবাইল ডিভাইসটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করে ওই সফটওয়্যার এর সাহায্যে ডিলিট করা ছবি ফিরিয়ে আনতে পারেন।
তবে ইন্টারনেটে অনেক অ্যাপ রয়েছে যেগুলো কিনা এই ধরনের সেবা কিংবা সার্ভিস দেয় বললেও বাস্তবে তেমন কোন কাজে আসে না। তাই কোন ধরনের অ্যাপ ইন্সটল করার ক্ষেত্রে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করুন। এই আর্টিকেলটি সম্পর্কে যদি আরো কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আমরা প্রতিটি বিষয় সম্পর্কে খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করে থাকে।