অল্প কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে খাদ্য অধিদপ্তরের বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। উক্ত সার্কুলার অনুযায়ী একজন স্প্রেম্যান এর কাজ কি সেটি হয়তোবা অনেকেরই অজানা। এই পোস্টের সর্বমোট লোকবল নিয়োগ করা হবে ২৪ জন এবং গ্রেড-১৯। বেতন স্কেল ৮৫০০ থেকে ২০৫৭০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে যে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। সেই সাথে শারীরিকভাবে সক্ষম হতে হবে। আজকে আমরা জানবো যদি কেউ এই পদের যোগদান করে এবং চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয় তাহলে তাকে কি কি দায়িত্ব পালন করতে হবে।
স্প্রেম্যান পদের কাজ কি
আপনারা নিশ্চয়ই গ্রামে জমিতে বিভিন্ন ধরনের কীটনাশক বা ওষুধ প্রয়োগ করতে দেখেছেন। এটি স্প্রে পদ্ধতিতে করা হয়ে থাকে। এ সকল কীটনাশক বা মেডিসিন গুলো প্রয়োগ করা হয় একটি স্প্রে মেশিনের মাধ্যমে। যেটা চালানোর জন্য বিভিন্ন নিয়ম কানুন এবং সতর্কতা মেনে চলতে হয়। কারণ এ সকল কীটনাশক যদি কারো দেহে প্রবেশ করে তাহলে সে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ সকল মেশিনের ভিতর আবার দুইটি ভাগ রয়েছে। একটি হচ্ছে বিদ্যুৎ চালিত মেশিন এবং অপরটি হচ্ছে ম্যানুয়াল মেশিন। বিদ্যুৎ চালিত যন্ত্র গুলো কারেন্টের সংযোগের মাধ্যমে সংস্ক্রিয়ভাবে চালনা করা যায়। আর ম্যানুয়াল মেশিন হাতের মাধ্যমে চালাতে হয়। এখন প্রশ্ন হচ্ছে খাদ্য অধিদপ্তরের স্প্রেম্যান পদের কাজ কি? আমরা জানি বিভিন্ন ধরনের মৌসুমী ফসল খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়। আর এই সকল সংরক্ষিত ফসল কিংবা ফ যাতে পোকামাকড় কিংবা অন্য কোন ফাঙ্গাস বা রোগে আক্রান্ত না হয় তার জন্য নিয়মিত বিভিন্ন ধরনের মেডিসিন স্প্রে করতে হয়।
এমন কে সরকারি বিভিন্ন আবাসিক কোয়ার্টারের আশেপাশে মশা নিধনের জন্য যে মেডিসিন স্প্রে করা হয় সেগুলো করে থাকে এই স্প্রেম্যান। এক্ষেত্রে অবশ্য ইলেকট্রিক স্প্রে মেশিন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে যদি কখনো এই ধরনের স্প্রে করা হয় তখন তাকে ডাকা হয়ে থাকে দায়িত্ব পালনের জন্য। অর্থাৎ স্প্রেম্যান এর কাজ হচ্ছে কীটনাশক এবং ওষুধ বিভিন্ন স্থানে স্প্রে করা।
এই কাজটি বাদেও গুদামের খাদ্যশস্য পরিচ্ছন্নত রাখার জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হয়। স্প্রে সম্পর্কিত যে যন্ত্রপাতি গুলো রয়েছে যার মধ্যে মেশিন, প্রিটেকটিভ গিয়ার এবং অন্যান্য সরঞ্জাম গুলো সংরক্ষণ এবং পরিচ্ছন্ন রাখতে হয়। তাছাড়া সরকারের স্বাস্থ্যবিধে মেনে চলে সবসময় ব্যক্তিগত সুরক্ষাও নিশ্চিত করতে হয়।
খাদ্য গুদামে কীটপতঙ্গের উপস্থিতি পর্যবেক্ষণ করে যথাযথ রিপোর্ট কর্তৃপক্ষের কাছে প্রদান করতে হয়। সাধারণত এই পদে নিয়োগের জন্য শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদেরই অগ্রাধিকার প্রদান করা হয়। আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন খাদ্য অধিদপ্তরের স্প্রেম্যান এর কাজ কি। সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত একজন আবেদনকারী যথাযথ শিক্ষাগত যোগ্যতা সাপেক্ষে এপ্লিকেশন করতে পারবেন।