বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি প্রতিষ্ঠান ইবনে সিনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত করেছে। উক্ত জব সার্কুলারটি অনলাইনে পাবলিশ করা হয় ১৭ই এপ্রিল। Medical Promotion Officer পদে প্রতি মাসে ২৩ হাজার ৩০ টাকা বেতন ছাড়াও রয়েছে আকর্ষণীয় না নানা ধরনের সুযোগ সুবিধা।
ibn sina job circular 2025 আবেদনের নিয়ম কি
যদি আপনি নিজেকে যথাযথ ভাবে যোগ্য প্রার্থী মনে করেন তাহলে প্রয়োজনীয় কাগজপত্র এবং ছবি নিয়ে সরাসরি নির্ধারিত ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। ইন্টারভিউর সময় অবশ্যই একটি পূর্ণাঙ্গ সিভি, সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে। কাগজগুলি অবশ্যই সত্যায়িত থাকতে হবে।
ঢাকার প্রার্থীদের জন্য
যারা ঢাকার হেড অফিসের যোগাযোগ করবেন তাদেরকে আগামী ২৬ এবং ২৭ এপ্রিল তানিন সেন্টার, ৩নং আসাদগেট, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭ এ যোগাযোগ করতে বলা হয়েছে।
নোয়াখালীর প্রার্থীদের জন্য
২৯ শে এপ্রিল ২০২৫ তারিখে মাইজদী নিউ বাস স্ট্যান্ড, পিটিসি মসজিদের পাশে, নোয়াখালী যোগাযোগ করতে হবে। উল্লেখ্য ঠিকানায় ইবনে সিনার সেলস ডিপার্টমেন্টের অফিস রয়েছে।
যশোরের প্রার্থীদের জন্য
যারা যশোর এলাকায় অবস্থান করছেন তারা ২৯ শে এপ্রিল মাহফিজা মঞ্জিল ৭৬১, পূর্ব বারান্দি পাড়া, ঢাকা রোড, যশোর ঠিকানায় উপস্থিত হবেন।
রংপুরের প্রার্থীদের জন্য
২৯শে এপ্রিল ২০২৫ তারিখে রংপুরের ১৮ নিসবেতগঞ্জ (পর্যটন পূর্বপাড়া), পিটিসি রোড, কেরানি পাড়া, সাতগাড়া, রংপুরের ঠিকানায় উপস্থিত হতে হবে।
উল্লেখিত ঠিকানা এবং তারিখে অবশ্যই সকাল ৮ টা ৩০ মিনিট হতে দুপুর ১২ঃ০০ টার মধ্যে যোগাযোগ করতে হবে।
ইবনে সিনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অন্যান্য বিবরণ
মেডিকেল প্রমোশন অফিসার পদে ইবনে সিনা জব সার্কুলার ২০২৫ এর খুঁটিনাটি তথ্য গুলি উপস্থাপন করার চেষ্টা করছে। চূড়ান্তভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা এই পথে যোগদান করবেন তাদেরকে অবশ্যই বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এছাড়াও স্বাস্থ্য ও সংশ্লিষ্ট তাদের সাথে জড়িত কর্মকর্তা কর্মচারীদের সাথে প্রফেশনাল সম্পর্ক বজায় রেখে পন্য সম্পর্কে অবহিত করতে হবে।
এছাড়াও একজন মেডিকেল প্রমোশন অফিসারের যে অন্যান্য দায়িত্ব থাকে তা পালন করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক যে সকল দায়িত্ব দেয়া হয় সেগুলো যথাযথ মেনে চলতে হবে।
চাকরির সুযোগ সুবিধা
বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান ibn sina job circular 2025 অনুযায়ী প্রার্থীদেরকে প্রতি মাসে বেতন প্রদান করা হবে ২৩০৩০ টাকা। বেতন ছাড়াও মোবাইল বিল, মেডিকেল অ্যালাউন্স, পারফরমেন্স বোনাস, লভ্যাংশের ভাগ, প্রভিডেন্ট ফান্ডের টাকা, বছরে দুইটি উৎসব বোনাস, টিএডিএ প্রদান করা হবে। সব মিলিয়ে মূল বেতনের বাইরেও বেশ ভালো টাকা উপার্জনের সুযোগ রয়েছে। মেডিকেল প্রমোশন অফিসার বর্তমানে একটি অন্যতম স্মার্ট পেশা। ভবিষ্যতে দক্ষতার সাপেক্ষে প্রমোশন পেয়ে অনেক উঁচু পদে যোগদান করা যায়।
ইবনে সিনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সম্পর্কে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার।