ফ্রিজ, এসি টেকনিশিয়ান, ভিআরএফ এসি টেকনিশয়ান পদে আদ-দ্বীন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিগত ২৬ এপ্রিল প্রকাশিত এই জব সার্কুলারের মাধ্যমে ঢাকা সহ বাংলাদেশের তিনটি জেলায় লোকবল রিপোর্ট করা হবে। যথাযথ যোগ্যতার সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা ২৬ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত অনলাইনে এপ্লিকেশন সাবমিট করতে পারবেন।
আদ-দ্বীন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
মূলত ফ্রিজ, এসি টেকনিশিয়ান এবং ভিআরএফ এসি টেকনিশিয়ান পদে পূর্ণকালীন লোকবল নেওয়া হবে। সেই সাথে প্রতি মাসে বেতনের পাশাপাশি প্রদান করা হবে অন্যান্য সুযোগ সুবিধা। তবে জব সার্কুলার অনুযায়ী শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
• আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স অবশ্যই সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
• পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হতে পারে ঢাকা, যশোর অথবা খুলনায়।
উক্ত পদে যারা নিয়োগপ্রাপ্ত হবে তাদেরকে অফিসে বসেই কাজ করতে হবে।
ad din job circular 2025 আবেদনের যোগ্যতা
যে সকল প্রার্থীগণ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন সাবজেক্টে ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই অনলাইনে আবেদন করতে পারবেন। একইভাবে ফ্রিজ, এসি, টেকনিশিয়ান ফিল্ডে কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে যারা বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের এসি, ওভেন, ফ্রিজের রক্ষণাবেক্ষণ মেরামতের কাজে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
অ্যাপ্লিকেশনের নিয়মাবলী
যে সকল প্রার্থীগণ ad din job circular 2025 অনুযায়ী উত্তর পদে আবেদন করতে আগ্রহী তাদেরকে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে মেইলের সাবজেক্ট এবং মেইলে যে পদের জন্য আবেদন করতে চান সে পদের নাম ও কর্মস্থল উল্লেখ করে মেইল করতে হবে। মেইলের মাধ্যমে পাঠাতে হবে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের একটি কপি।
মেইল পাঠানোর ঠিকানা: hrd@ad-din.org
অথবা কোন প্রার্থী চাইলে একটি খামের উপর পদের নাম এবং কর্মস্থল লিখে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ করতে পারে।
পরিচালক
মানবসম্পদ ও কোম্পানি অ্যাফেয়ার্স
আদ-দ্বীন ফাউন্ডেশন
২ বড় মগবাজার, ঢাকা ১২১৭
অন্যান্য তথ্যবলী
আশা করি আপনারা আদ দ্বীন জব সার্কুলারের সম্পর্কিত বিষয়গুলি বুঝতে পেরেছেন। আদ দ্বীন অর্গানাইজেন প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮০ সালে যশোর জেলায়। এটি একটি নন প্রফিট ফাউন্ডেশন যার মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত গোষ্টীকে সামাজিক এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। যারা চূড়ান্তভাবে নিয়োগ করতে হবে তাদেরকে প্রতি মাসে বেতনের পাশাপাশি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে