যারা কিনা প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলারের অপেক্ষায় আছেন তাদের জন্য সুখবর। শীঘ্রই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে বেশ বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। বিভিন্ন মাধ্যমে জানা গিয়েছে যে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে এই চূড়ান্ত বিজ্ঞপ্তি পাবলিস্ট হতে পার। নতুন এই সার্কুলারে কোন পোষ্য কোটা বা নারী কোটা থাকবে না। ৯৭% নিয়োগ দেওয়া হবে মেধার ভিত্তিতে।
প্রাইমারি সার্কুলার কবে হবে
নারীদের পাশাপাশি পুরুষদেরও পছন্দের তালিকায় শীর্ষ রয়েছে প্রাথমিকের সহকারী শিক্ষক পদটি। যারা কিনা সমাজের একজন আদর্শ শিক্ষক হতে চান এবং কোমলমতি শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় বড় করতে চান তাদের জন্য এটি বড় একটি সুযোগ। তাছাড়া নিজ এলাকায় পোস্টিং হয় বলে অনেকেই এই চাকরিটির প্রত্যাশা করে থাকেন।
বেশ কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল এবং যারা টিকেছে তাদের যোগদান হয়ে গেছে। নতুনদের পাশাপাশি বিগত পরীক্ষাগুলোতে যারা উত্তীর্ণ হতে পারেননি তারাও অকদের আগ্রহে বসে আছেন প্রাইমারি সার্কুলার কবে হবে সেটা জানার জন্য।
যদিও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ করা হয় না, তবে বিভিন্ন বিদ্যালয়ে মোট ৮ হাজার ৪৩ টি শূন্য পদ রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ হতে হতে এই শূন্য পদের সংখ্যা ১০ থেকে ১২ হাজার পর্যন্ত হতে পারে। এবছরেরই সর্বপ্রথম সংগীত এবং শারীরিক শিক্ষা বিষয়ের জন্য আরো ৫১৬৬ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে।
ইতিমধ্য যারা দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি করছেন তাদেরও প্রমোশন হিসেবে প্রধান শিক্ষকের যোগদানের প্রক্রিয়া চলমান রয়েছে। তারা যদি প্রমোশন পেয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করে তাহলে আরো বেশ কিছু শুন্য পদ তৈরি হবে।
ভাই অনেকে ধারণা হচ্ছে যে এবারের প্রাইমারি সার্কুলারে বেশি সংখ্যক প্রার্থী নেওয়া হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা অনুযায়ী ৬০ শতাংশ নারী কটার পাশাপাশি ২০ শতাংশ পোষ্য কোটাও রয়েছে। তবে আসন্ন সার্কুলারে এই কোটা বাদ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে যারা কিনা বিজ্ঞান বিষয় থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রী অর্জন করেছেন তাদের জন্য কোটা থাকবে। সব মিলিয়ে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র মেধার বৃত্তিতে।
তাই আশা করা যাচ্ছে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।
প্রাথমিক শিক্ষক সম্বন্ধে অন্যান্য তথ্য
আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন প্রাইমারি সার্কুলার কবে হবে। সাধারণত এই নিয়োগ পরীক্ষায় ৮০ নম্বরের একটি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। আপনারা এই পরীক্ষায় নম্বর পেয়ে উত্তীর্ণ হয় তাদেরকে পরবর্তী সময় ভাইবা পরীক্ষার জন্য ডাকা হয়। ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ ও প্রার্থীদের ফলাফল প্রকাশ সাপেক্ষে পুলিশ ভেরিফিকেশন এবং অন্যান্য ধাপ শেষে প্রাথমিক বিদ্যালয় যোগদান করতে পারে প্রার্থীরা। সাম্প্রতিক সময়ে শিক্ষকরা আবেদন করছেন তাদের গ্রেড উন্নতির জন্য।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রাইমারি সার্কুলার কবে হবে।