নভেম্বর মাসেও ঘূর্ণিঝড় হওয়ার আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

অল্প কিছুদিন আগেই বয়ে গেল ঘূর্ণিঝড় দানা। সেটির রেশ কাটতে না কাটতেই আবারো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কথা জানালো আবহাওয়া অধিদপ্তর। এমনকি চলতি মাস অর্থাৎ নভেম্বরেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এটি। পুরো মাস জুড়ে সারা দেশে থাকতে পারে স্বাভাবিক বৃষ্টিপাত।

তবে বৃষ্টিপাতের পাশাপাশি থাকবে শীতের পরিবেশ। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ভোরবেলা ঘন সাদা কুয়াশা দেখা দেয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অধীনে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে এই সংবাদটি জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরে পরিচাল সাংবাদিকদের কে জানান, চলতি মাসে সারা দেশ জুড়ে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরেই ৩টি লঘুচাপ তৈরি হতে পারে। যার মধ্য একটি এরূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। তবে পুরো রাতের তাপমাত্রা এখন কিছুটা কম থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে জানা যায় গত অক্টোবর মাসে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চাইতে প্রায় ৩০ শতাংশ বেশি ছিল। গত মাসেও বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টি হয়েছিল। যার মধ্যেও একটি রূপ নেয় ঘূর্ণিঝড় দানায়।

ইতিমধ্যে বাংলাদেশের সকল জেলাতেই নেমে এসেছে শীতের আমেজ। কমেছে তাপমাত্রা এবং জনজীবনেও নেমে এসেছে স্বস্তি। কারণ বিগত মার্চ মাসের পর থেকে দেশের উপর দিয়ে বয়ে গেছে তীব্র তাপপ্রবাহ।

নভেম্বর মাসেও ঘূর্ণিঝড় হওয়ার আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

তাপমাত্রা এত বেশি তীব্র ছিল যে স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিছুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। সেই সাথে দেশের উপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড়।

যেহেতু যে কোন প্রাকৃতিক দুর্যোগের আগেই আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সবসময়ই আগাম সতর্কবার্তা প্রদান করা হয় তাই আগে থেকেই সচেতনতা অবলম্বন করুন। নিজের সতর্ক থাকার পাশাপাশি আপনার প্রতিবেশীদের কেউ এ ব্যাপারে জানিয়ে দিন। যাতে করে তারাও যথা সময় নিরাপদে থাকার পদক্ষেপ নিতে পারেন।

অনেকেই আশা করছেন এই মৌসুমে আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু চলতি মাসেও দেশের বিভিন্ন জায়গায় হতে পারে টানা বৃষ্টি। আর ঘূর্ণিঝড় হলেও সেটি ১৫ তারিখের আগে হওয়ার আশঙ্কা খুবই কম বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা। আর সারা দেশ জুড়ে ১২ তারিখের পর ভালোভাবেই শীত নামবে বল তারা জানিয়েছেন।

বাংলাদেশের শীতের মৌসুমে চারিদিকে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ বিরাজ করে। বিকেলে এবং রাতের বেলা থাকে ঘন এবং সাদা কুয়াশা। দেশের বিভিন্ন জায়গায় শীতের উপলক্ষে আয়োজিত হয় বিভিন্ন ধরনের উৎসব। ঘরে ঘরে তৈরি হয় শীতের নানারকম পিঠা। এমনকি বাইরেও সেগুলো কিনতে পাওয়া যায়।

অন্যান্য বছর গুলোর তুলনায় এবারের বৃষ্টিপাত বেশি ছিল। চলতি মাসে রাতে দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সেই সাথে ঘূর্ণিঝড়ের প্রভাবে দিন ও রাতে উভয়ের তাপমাত্রার পরিবর্তন হতে পারে।

Leave a Comment