মাঝে মাঝে সকালবেলা মোটরসাইকেল স্টার্ট নেয় না কেন

সকালবেলা বিশেষ করে শীতের দিনে আমরা দেখে থাকি মোটরসাইকেল স্টার্ট নেয় না। এক্ষেত্রে অবশ্য আমরা নিজেরাও কিছু ভুল করে থাকি। যার কারণে অল্প দিনেই নষ্ট হয়ে যেতে পারে আপনার বাইকের ইঞ্জিন। চলুন জেনে নেই কি কারণে এমন হয়ে থাকে এবং সমাধান কি।

বাইক স্টার্ট দিয়ে সাথে সাথেই রাস্তায় বের হওয়া

বেশিরভাগ মানুষের এই ভুলটি করে থাকেন। সকাল বেলা মোটরসাইকেল স্টার্ট দেন এবং সাথে সাথে নিয়ে বেরিয়ে পড়েন। কিন্তু আপনি কি জানেন সারারাত বাইকের ইঞ্জিন বন্ধ থাকার কারণে তেল ভেতরে একটা জায়গাতে জমা হয়। যার কারণে পুরো ইঞ্জিনের পিচ্ছিল ভাব কমে যায়। এই অবস্থায় গাড়ি স্টার্ট দিয়ে সাথে সাথে রাস্তায় নিয়ে বের হয়ে পড়লে নষ্ট যেতে পারে আপনার ইঞ্জিন।

তাই ঘুম থেকে উঠে বাইক স্টার্ট দিয়ে কিছুক্ষণ ওইভাবে রেখে দিন। এতে করে সকল অংশের তেল ছড়িয়ে পড়ে এবং এর জন্য ভালো থাকে।

আবার মোটরসাইকেল বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন যে, অনেকক্ষণ বন্ধ রাখা বাইক চালানোর আগে কিছুক্ষণ গরম করে নেওয়া ভালো। যদি ৬ থেকে ৭ ঘন্টা একটি গাড়ি পার্ক করা থাকে তাহলে এটি স্টার্ট দেওয়ার পর কমপক্ষে ১০ সেকেন্ড অপেক্ষা করা উচিত। সবচাইতে ভালো হয় কমপক্ষে ১৫ থেকে ২০ সেকেন্ড অপেক্ষা করলে।

তা না হলে গাড়ির মাইলেজ কমে যেতে পারে এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে। গরমকালে আমাদের দেশে বেশ ভালই গরম থাকে। যার কারণে ইঞ্জিন বন্ধ রাখলে ঠান্ডায় তেল খুব একটা জমে যায় না। এতে করে বাইকটা আগে তো সমস্যা হয় না। কিন্তু শীতের সময়ে এই সমস্যাটি বেশি দেখা যায়।

অতিরিক্ত গতিতে গাড়ি চালানো

ধরুন আপনার বাইকটি অনেকক্ষণ ধরে বন্ধ অবস্থায় পার করা আছে। আপনি সেটাকে স্টার্ট দিয়ে সাথে সাথেই অনেক দ্রুত ছুটে থাকলেন। এটি করা কখনোই উচিত নয়। শুরুর দিকে গতি ২৫ থেকে ৩০ কিলোমিটার পার ঘণ্টা রাখা উচিত। এভাবে ইঞ্জিনে আস্তে আস্তে পিচ্ছিল হয় এবং উচ্চ গতিতে তাড়ানোর জন্য তৈরি হয়। ১৫ থেকে ২০ সেকেন্ড চালানোর পরে আপনি উচ্চ গতিতে ড্রাইভ করতে পারেন।

যদিও নতুন গাড়ির ক্ষেত্রে এই সমস্যাটি একটু কম হয় তারপরেও চালানোর সময় সচেতনতা অবলম্বন করা উচিৎ। এই ধরনের পদক্ষেপ গুলি অনুসরণ করলে আপনি দীর্ঘদিন একটি গাড়ি কোন ধরনের সমস্যা ছাড়াই চালাতে পারবেন। আশা করি শীতের সকালে মোটরসাইকেল স্টার্ট না নেওয়ার কারণ আপনারা জানতে পেরেছেন। এধরনের আরো তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

Leave a Comment