অনেক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজ পাসপোর্টে ভুল হয়ে থাকে। এটি অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অনেকেই এর সংশোধন নিয়ে চিন্তিত থাকেন। আজকের এই লেখাটির মাধ্যমে আমি পাসপোর্ট সংশোধনের সহজ উপায় সম্পর্কে আলোচনা করব। তাই পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
তবে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে, পাসপোর্টে নতুন করে তথ্য যুক্ত করার কোন উপায় নেই। বরং কোন তথ্য ভুল হলে সেটি অনলাইনে আবেদন করে সংশোধন করতে পারবেন।
বাংলাদেশ ই পাসপোর্টেে অফিসিয়াল ওয়েবসাইট হতে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। ঘরে বসে আপনি নিজেই অথবা দক্ষ কোন ব্যক্তির সহযোগিতায় এই কাজটি সম্পন্ন করতে পারবেন।
তবে পাসপোর্টের ভুল সংশোধন করার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানা প্রয়োজন। চলুন সে ব্যাপারে জেনে নেই।
পাসপোর্টের ভুল সংশোধন করতে কি কি কাগজপত্র লাগবে
• ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের কপি
• যাদের বয়স ১৮ বছরের কম তাদের জন্ম নিবন্ধন সনদপত্র। এর সাথে পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
• জেএসসি, এসএসসি, দাখিল ইত্যাদি পরীক্ষার যে কোন একটির সনদপত্র।
• যারা অভিবাসী তাদের ক্ষেত্রে অফিস আইডি কার্ড অথবা স্টুডেন্ট আইডি কার্ড প্রয়োজন হবে পাসপোর্ট সংশোধন করার জন্য।
• আপনার পুরনো ই পাসপোর্টের মূল কপি।
• আপনি অনলাইনে তথ্য সংশোধনের জন্য যে আবেদন পত্রটি করেছেন সেটির কপি। অবশ্যই কালার প্রিন্ট হতে হবে।
• ব্যাংকের মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করলে সেটির রশিদ।
• সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে একটি অধ্যাদেশ সনদপত্র। যার মাধ্যমে প্রমাণিত হয় কর্তৃপক্ষের কোন আপত্তি নেই।
• বিবাহিতদের ক্ষেত্রে কাবিননামা প্রয়োজন হতে পারে।
• যদি স্থায়ী ঠিকানা পরিবর্তন কিংবা সংশোধন করতে চান তাহলে গ্যাস অথবা বিদ্যুৎ বিলের কপি অবশ্যই লাগবে।
• যাদের শিক্ষাগত যোগ্যতার সনদ নেই তাদের ক্ষেত্রে পাসপোর্টের নাম ও বয়স পরিবর্তনের ক্ষেত্রে আদালতের হলফনামা প্রয়োজন হবে।
পাসপোর্টের ভুল সংশোধনের জন্য অনলাইনে আবেদন
উপরোক্ত কাগজ গুলি প্রস্তুত থাকলে আপনি ই-পাসপোর্ট নবায়ন কিংবা সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
এখন যেহেতু প্রত্যেককে ইলেকট্রনিক পাসপোর্ট প্রদান করা হয় তাই ই পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই আপনার একটি একাউন্ট আছে। জিমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে সর্বপ্রথম আপনাকে অ্যাকাউন্টে লগইন করতে হবে।
তারপর সেখানকার নির্দেশনা অনুযায়ী সমস্ত তথ্য গুলি পূরণ করতে হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনের একটি কপি প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করুন।
পাসপোর্ট সংশোধন করার জন্য নির্ধারিত ফি
আপনি যদি আগের পাসপোর্ট নবায়ন করেন কিংবা ভুল তথ্য সংশোধন করে উভয় ক্ষেত্রে একই ধরনের অর্থ প্রদান করতে হবে। এছাড়াও বয়স কিংবা নাম পরিবর্তনের ক্ষেত্রে কোর্টের হলফনামা নেওয়ার জন্য বাড়তি অর্থ লাগতে পারে।
১। ৪৮ পাতার ৫ বছর মেয়াদী পাসপোর্টের ক্ষেত্রে
যদি সাধারণ কার্যদিবস অর্থাৎ ১৫ থেকে ২১ দিনের মধ্য ডেলিভারি নিতে চান তাহলে খরচ ৪ হাজার ২৫ টাকা।
৭ থেকে ১০ দিনের মধ্যেও ডেলিভারি নিতে চাই ৬ হাজার ৩২৫ টাকা প্রদান করতে হবে। আর ২ কার্য দিবসের মধ্যে ডেলিভারি নিতে চাইলে ৮ হাজার ৬২৫ টাকা ফি প্রদান করতে হবে।
২। ৪৮ পাতার ১০ বছর মেয়াদী পাসপোর্টের ক্ষেত্রে
সাধারণভাবে ডেলিভারি ফি ৫ হাজার ৭৫০ টাকা।
জরুরীভাবে অর্থাৎ ৭ থেকে ১০ কর্ম দিবসের মধ্যে নিতে চাইলে ৮ হাজার ৫০ টাকা। অতি জরুরী অর্থাৎ ২ কার্য দিবসের মধ্যে নিতে চাইলে ১০ হাজার ৩৫০ টাকা।
৩। ৬৪ পাতার ৫ বছর মেয়াদী পাসপোর্টের ক্ষেত্রে
সাধারণ কার্য দিবসের মধ্যে ডেলিভারি ফি ৬ হাজার ৩২৫ টাকা। ৭ থেকে ১০ কর্ম দিবসের মধ্যে পাসপোর্ট সংশোধন করতে চাইলে ৮৬২৫ টাকা। আর অতি জরুরীভাবে ২ কর্ম দিবসের মধ্যে পাসপোর্ট নিতে চাইলে ফি ১২ হাজার ৭৫ টাকা।
৪। ৬৪ পাতার ১০ বছর মেয়াদী পাসপোর্ট সংশোধন
সাধারণ ডেলিভারি ফি ৮৫০ টাকা। জরুরী অর্থাৎ ৭ থেকে ১০ কর্ম দিবসের মধ্যে ডেলিভারি ফি ১০,৩৫০ টাকা। ২ কার্য দিবসের মধ্যে ডেলিভারি ফি ১৩,৮০০ টাকা।
পাসপোর্ট সংশোধনের আবেদনপত্র জমা দেওয়ার নিয়ম
আপনি অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ধারিত অফিসে গিয়ে ডকুমেন্টস গুলো জমা দিতে হবে। আপনি মূল পাসপোর্টটি যেই অফিস থেকে সংগ্রহ করেছিলেন সেখানে জমা দিলেই হবে। এরপর সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা পাসপোর্ট সংশোধনের জন্য সকল প্রক্রিয়া যাচাই-বাছাই শেষে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিয়ে পাবেন। সেই স্লিপে পাসপোর্ট হাতে পাওয়ার সম্ভাব্য একটি তারিখ উল্লেখ করা থাকবে। অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করা উচিত।
এছাড়া পাসপোর্ট সংশোধনের যাবতীয় তথ্যাবলী আপনি ই-পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।
সংশোধিত পাসপোর্ট সংরক্ষণ করবেন কিভাবে
আপনি নবায়ন করুন কিংবা সংশোধন করুন আপনাকে সশরীরে উপস্থিত হয়ে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। সে সময় ডেলিভারি স্লিপের জাতীয় পরিচয় পত্রের কপি এবং আগের অ্যাপ্লিকেশনটিও সাথে নিয়ে যেতে হবে। আশা করি অনলাইনে পাসপোর্টের ভুল সংশোধনের উপায় গুলি সম্পর্কে আপনার ভালোভাবে বুঝতে পেরেছেন। এজাতীয় আরো তথ্য পেতে সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।