সাম্প্রতিক সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে একটি টকশোর ছবির ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। উত্তর টকশোতে উপস্থিত ছিলেন নিঝুম মজুমদার, তানভীরে আহমে, সাইয়েদ আবদুল্লাহ এবং কাজী ওমর ফয়সাল। ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং হারপিক মজুমদার নামেও একটি শব্দ ভাইরাল হয়েছে।
এ নিয়ে নেটিজেনরা অনেকেই নানারকম মন্তব্য প্রকাশ করেছেন। সেই সাথে যুক্ত করে দিচ্ছেন নানা ধরনের কনটেক্স। এ সকল পোস্ট থেকে জানা যায় টকশোর একটি পর্যায়ে ব্যারিস্টার নিঝুম মজুমদারের প্রশ্ন করা নিয়ে সাইয়েদ আব্দুল্লাহ হারপিক তুলে সবার সামনে প্রদর্শন করেন। যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা।
অনেক নেটিজেনরাই বলছেন টকশোতে তর্কের খাতিরে তর্ক করতে হবে। নিঝুম মজুমদারের প্রতি এটা ব্যক্তিগত আক্রমণ। এবং অনেকেই আবার বলছেন যথাযথ জবাব দেওয়া হয়েছে এবং হারপিক মজুমদার নামটিও বেশ চর্চা করছেন।
ফেসবুকসহ নানা প্ল্যাটফর্মে বিষয়টি ভাইরাল হবার পর সাইয়েদদ আব্দুল্লাহ তার ব্যক্তিগত একাউন্ট থেকে একটি পোস্ট করেন। সবাইকে জানান ব্যারিস্টার নিঝুম মজুমদারকে হারপিক দেখানোর কারণ কি। সেই সময় ২০২০ সালের একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি প্রেম ঘটিত পুরোনো একটি অডিওর ব্যাপারে উল্লেখ করেন। তবে সেটি সততা সম্পর্কে জানা যায়নি। তবে যাই হোক ঘটনার পর থেকেই তাকে অনেকেই হারপিক মজুমদার নামে অবহিত করছেন।
নিঝুম মজুমদারের সাথে হারপিকের সম্পর্ক
সাইয়েদ আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টের মাধ্যমে আরো উল্লেখ করেন এর আগে একবার হারপিক খেয়ে তার মাথাটা যে আউলায়ে গিয়েছিল সেখান থেকে আর তিনি সুস্থ হতে পারেননি।
জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অন্যান্যদের সাথে নিঝুম মজুমদারকেউ আসামি করা হয়।
তিনি পেশায় একজন ব্যারিস্টার। তিনি বিগত অনেক বছর ধরে এই পেশায় যুক্ত রয়েছেন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ অয়েলস সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও তিনি তার পেশাজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে আইন পেশার সাথে জড়িত রয়েছেন। নিঝুম মজুমদারের বাবা গোলাম সারওয়ার মজুমদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অভিজ্ঞ আইনজীবী।
আইন পেশার পাশাপাশি তিনি লিখতে এবং পড়তে ভালোবাসেন। ইতিহাস, রাজনীতি নিয়ে তার প্রকাশিত অনেক লিখা এবং বেশ কয়েকটি বই রয়েছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে হারপিক মজুমদার শব্দটির ভাইরাল হওয়ায় তিনি আবার আলোচনা এসেছেন।
বিশেষ ডিসকাউন্ট নিয়ে দারাজের ১১.১১ অফার। বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।