নানাভাবে আমাদের কানে পানি ঢুকতে পারে। হোক সেটা গোসল করার সময় কিংবা বাইরে বৃষ্টিতে ভিজার কারণে। কিন্তু সেই পানি বের করতে গিয়ে অনেকেই ডেকে আনছে বিপদ। এ ধরনের পরিস্থিতিতে কি করবেন সেই সম্পর্কে চলুন জেনে নেই নাক, কান, গলার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে।
কানে পানি ঢুকলে কি করবেন
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলে থাকেন নদী কিংবা পুকুরে ডুব দিয়ে গোসল করার সময় বেশিরভাগ ক্ষেত্রে কানে পানি প্রবেশ কানে প্রবেশ করে করে। এমনকি ঝর্ণার নিচে বৃষ্টিতে কিংবা সাঁতার কাটার সময় নানা কারণেই আমাদের কানে পানি ঢুকে পড়তে পারে।
কানে পানি ঢুকলে কি ক্ষতি হয়, এ প্রসঙ্গে ডাক্তাররা বলে থাকেন সাধারণভাবে তেমন কোন ক্ষতিকর দিক নেই। আমাদের কানের ভিতরে একটি ক্যানাল থাকে যেটাকে বলা হয় বহিঃকর্ণ। এটি অনেকটাই আঁকাবাঁকা। বহিঃকর্ণ এবং মধ্যকণের ভিতরে এক ধরনের মসৃণ ইয়ারড্র্ম থাকে। এটার কারণে সহজে পানি ভেতরে প্রবেশ করতে পারে না। অর্থাৎ স্বাভাবিকভাবে কানে পানি প্রবেশ করলে সেটি আবার এমনিতেই বেরিয়ে আসে।
কিন্তু গ্রামাঞ্চল সহ অনেক মানুষকে দেখা যায় এই ধরনের পরিস্থিতিতে লাফিয়ে লাফিয়ে পানি বের করার চেষ্টা করে। গ্রামের প্রচলিত ধারণা আছে যে এককাত হয়ে মাথা ঝাঁকালে সমস্ত পানি বের হয়ে আসে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। আবার এমনও ধারণা প্রচলিত আছে যে কানের কাছে আগুনের তাপ দিলেও পানি বের হয়ে যায়।
কিন্তু সত্যিটা হচ্ছে সত্য স্বাভাবিক মানুষের কানের পানি এমনিতেই বের হয়ে আসে।
কানে পানি প্রবেশ করলে কাদের জন্য সেটি বেশি বিপদ
তবে যদি কারো কানের পর্দা ছিড়ে যায়, ভেতরে ইনফেকশন থাকে কিংবা কোন আঘাত পেয়ে থাকে তাহলে পানি অনেক বেশি বিপদ ডেকে আনতে পারে। সেখানে সংক্রমণ হতে পারে এবং খুঁজে বের হতে পারে। তবে সুস্থ মানুষের জন্য চিন্তার কোন কারণ নেই।
তাই যাদের ইতিমধ্যে হক কেন সমস্যা রয়েছে তারা পুকুর, বৃষ্টি, ঝর্ণায় গোসলের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। পানি যদি বিশুদ্ধ হয় তাতেও সমস্যা এবং কুকুরের পানির মতো দূষিত পানি হলে সংক্রমণ হওয়ার ঝুঁকি আরো বেড়ে যায়। এই ধরনের রোগীদের কানে পানি প্রবেশ করলে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সে ক্ষেত্রে ডাক্তাররা প্রয়োজনের পরীক্ষা-নিরীক্ষা করে ড্রপ দিয়ে থাকেন।
মানব দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ গুলির মধ্যে কান অন্যতম। চোখ ছাড়া যেমন আমরা একদমই চলতে পারিনা কানে শোনা ছাড়াও আমাদের জীবনে চলা কঠিন হয়ে পড়ে। তাই বিপদের সম্ভাবনা থাকুক বা না থাকুক কানে প্রবেশ পানি প্রবেশ করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। এর জন্য দরকার শুধুমাত্র কিছু সচেতনতা।