ফেসবুক পেজ ফলোয়ার বাড়ানোর উপায়

মাথায় নতুন কোন বিজনেস আইডিয়া আসলে সবার আগেই আমরা একটি ফেসবুক পেইজ ওপেন করে থাকি। এটি খোলা খুব বেশি কঠিন নয় মাত্র ২ মিনিটের কাজ। পরবর্তীতে পেইজে লাইক বাড়ানোর জন্য অনেক কাঠখড় পড়াতে হয়।

আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে বিজনেসের ফেসবুক পেইজে লাইক বাড়াতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ফেসবুক পেজ সুন্দর করে সাজিয়ে নিন

যে কোন বিজনেস কিংবা উদ্যোগ শুরু করার আগে সেটির সুন্দর নাম ঠিক করতে হবে। খেয়াল রাখবেন নামের মধ্যে যেন আপনার বিজনেসের প্রতিফলন ঘটে। আবার এত কঠিন নামও রাখা যাবে না যেটি মানুষ ভুলে যায়।

সেট করার পর আপনার প্রোফাইলে সুন্দর একটি প্রোফাইল ফটো, কভার ফটো, ইমেইল এড্রেস, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি এই তথ্য গুলো যোগ করুন।

অর্থাৎ প্রোফাইলটা যত বেশি সুন্দর হবে মানুষ তত বেশি আকর্ষিত হবে। এতে করে আপনার পেইজে লাইক সংখ্যাও বৃদ্ধি পাবে।

পেজের মাধ্যমে লাইক এবং কমেন্ট করুন

বর্তমানে ফেসবুকের নতুন আপডেটে সকল পেজকে প্রোফাইলের মতো করে ব্যবহার করা যায়। অর্থাৎ পেজ থেকে আপনি অন্য যেকোনো পেজ, গ্রুপ বা প্রোফাইলের পোস্টে লাইক এবং কমেন্টস করতে পারবেন। এমনকি সেগুলো শেয়ারও করতে পারবেন।

এই ধরনের একটিভিটিতে আপনার পেইজের লাইক সংখ্যা বাড়তে থাকবে। ধরুন কোন একটি গ্রুপ কিংবা পেইজে একটি পোস্ট করা হয়েছে। আপনি যখন সেখানে গঠনমূলক একটি কমেন্টস করবেন যিনি পোস্ট করেছেন তিনি সহ অন্যান্য কমেন্টসকারীরাও সেটি দেখতে পারবেন। এতে করে বাড়বে আপনার এনগেজমেন্ট।

কল টু অ্যাকশন বাটন যুক্ত করুন

প্রতিটি পেজেরই একটি করে CT বাটন দেওয়া থাকে। এখানে আপনি চাইলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কল নাও ইত্যাদি বাটন গুলি যুক্ত করতে পারবেন। বেশিরভাগ বিজনেসম্যানরাই হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার বাটন যুক্ত করে থাকে। এতে করে খুব গ্রাহকরা খুব সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে।

ফেসবুক গ্রুপে যুক্ত হোন

আলোচনার বিষয় গুলির জন্য ফেসবুক গ্রুপ খুবই জনপ্রিয়। আপনার বিজনেস বা এই সংক্রান্ত বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে সেখানে সুন্দর সুন্দর পোস্ট করুন। অথবা আপনার বিজনেসের নামে আলাদা একটা গ্রুপ করতে পারেন। যেখানে সকল কাস্টমাররা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারে অথবা আপনি বিভিন্ন আপডেট সম্পর্কে যাদেরকে জানাতে পারেন।

ফেসবুক পেজে লাইক বাড়ানোর উপায় হিসেবে লাইভ করুন

সাধারণ রিলস বা ভিডিও আপলোডের তুলনায় লাইভ করলে কয়েক গুণ বেশি রিচ পাওয়া যায়। তাই মাথায় নতুন কোন আইডিয়া কিংবা প্রোডাক্ট এলে সেটি নিয়ে লাইক করুন। তারপর সেই লাইভটিকে পেইজের উপরে পিন করে রাখুন।

অফিসের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে আপনি লাইভ করতে পারেন যেগুলো দর্শকের পছন্দ করবে।

কোন ধরনের ভুল তথ্য নয়

যত্রতত্র বিভিন্ন পোস্ট দেখে যাচাই-বাছাই না করে কোন কিছু শেয়ার কিংবা পোস্ট করবেন না। আপনি যদি ভুলভাল কিছু পোস্ট করতে থাকেন তাহলে দয়া করে আপনার উপরে আস্থা হারিয়ে ফেলবেন।

ফেসবুক পেইজে লাইক বাড়ানোর অন্যান্য উপায়

• চেষ্টা করবেন প্রতিদিন কিছু না কিছু পোস্ট করার জন্য। নিয়মিত রিলস, বিভিন্ন ধরনের কনটেন্ট, লাইভ ইত্যাদি পোস্ট করে একটিভ থাকুন।

• আপনার কোন পোস্টে কেউ কমেন্টস করলে সেগুলোর ইন্সট্যান্ট রিপ্লাই দিন। মেসেজের ক্ষেত্রেও একই নিয়ম ফলো করা উচিত। এতে করে কাস্টমাররা মনে করবে আপনারা খুবই অ্যাক্টিভ এবং প্রতি যত্নশীল।

• প্রতিটি পোস্ট করার একটি নির্দিষ্ট সময় জ্ঞান থাকা উচিত। যেমন আপনি যদি খুব ভোরে বেলা পোস্ট করেন তাহলে খুব বেশি রিচ পাবেন না। কারণ বেশিরভাগই মানুষ বিকেল বেলা এবং রাতের বেলা মোবাইলের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলি বেশি ব্যবহার করে। তাই আপনার গ্রাহকরা কোন সময় বেশি একটিভ থাকে সেটা জানার চেষ্টা করুন।

উপরোক্ত নিয়ম গুলি অনুসরণ করে আপনার ফেসবুক পেইজে লাইক বাড়াতে পারেন খুব সহজেই। বর্তমানে ডিজিটাল প্লাটফর্মে নিজের বিজনেসকে এগিয়ে নেওয়ার জন্য মানুষ আরো নানারকম পদ্ধতি অনুসরণ করছে। এগুলো ছাড়াও আপনিও নতুন নতুন কোন আইডিয়া থাকলে সেগুলো চেষ্টা করে দেখতে পারেন।

Leave a Comment