সমুদ্রের ও পুকুরের পানির মধ্যে কোথায় সাঁতার কাটা সহজ

পুকুরের পানির তুলনায় সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ। বিজ্ঞান বইতে আমরা এই বিষয়টি এর আগে পড়ে এসেছি। কিন্তু আপনি কি জানেন এর কারন কি হতে পারে? চলুন আজকে বিস্তারিত জেনে নেই।

সাঁতার কাটা কিংবা জানা আমাদের প্রত্যেকের জন্য একান্ত জরুরী। আমরা মাঝে মাঝে খবরের কাগজে দেখে থাকি পুকুর কিংবা নদীর পানিতে পড়ে অনেকেই মা-রা যান, শুধুমাত্র সাঁতার কাটতে না জানার কারণে। যার কারণে ছোট বয়স থেকেই আমাদের এটি অভ্যাস করা উচিত। এছাড়াও নিয়মিত পুকুর কিংবা সুইমিং পুলে সাঁতার কাটলে স্বাস্থ্য অনেক ভালো থাকে। এ নানাবিধ শারীরিক উপকারিতাও রয়েছে।

আবার যাদের চোখের সমস্যা রয়েছে তাদেরকে অনেক ডাক্তাররা নিয়মিত সাঁতার কাটার পরামর্শ দিয়ে থাকেন। অর্থাৎ এই একটি কাজের মাধ্যমেই আপনি শরীরের বিভিন্ন অংশের ব্যায়াম করতে পারবেন। তবে সাঁতার কাটার আগে অবশ্যই দূষিত এবং বিশুদ্ধ পানি যাচাই করে নিতে হবে। শহরের বেশিরভাগ কুকুর কিংব্ নদীর পানি দূষিত থাকে। তাই পরিষ্কার স্বচ্ছ পুকুর কিংবা সুইমিং পুলে সাঁতার কাটতে পারেন।

পুকুরের পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটার সহজ কেন

আপনি নিশ্চয়ই ঘনত্ব সম্পর্কে করেছেন। ধরুন মধু এবং পানির মধ্যেও কোনটির ঘনত্ব বেশি? আপনি চোখ বন্ধ করেই উত্তর দিতে পারবেন যে মধুর ঘনত্ব অবশ্যই বেশি।

সমুদ্রের পানির ঘনত্ব নদীর কিংবা পুকুরের পানির ঘনত্বের চাইতে অনেক বেশি। এর কারণ হচ্ছে সাগরের পানিতে অনেক বেশি পরিমাণে লবণ এবং অন্যান্য উপাদান মিশ্রিত অবস্থায় থাকে। ঘনত্ব বেশি হওয়ার কারণে এই পানির প্লবতার পরিমাণও অনেক বেশি হয়।

প্লবতা হচ্ছে পানির এমন একটি বৈশিষ্ট্য যেটি কোন বস্তুকে উপরের দিকে ঠেলে দেয়। অর্থাৎ চারিদিক থেকে পানি আপনাকে চাপ দিয়ে উপরের দিকে ঠেলে দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে প্লবতা। পানির এই প্লবতার পরিমাণ যত বেশি হবে সেখানে সাঁতার কাটা অনেক বেশি সহজ হবে।

কারণ চার দিক থেকে পানি আপনাকে উপরের দিকে ভেসে থাকতে সাহায্য করবে। আবার পানির ঘনত্ব যত কম হবে প্লবতার পরিমাণও তত কম হবে। সেখানে উপরের দিকে ভেসে থাকাও ঠিক ততটাই কঠিন হবে।

যেহেতু সমুদ্রের পানির ঘনত্বের পরিমাণ বেশি তাই প্লবতার পরিমাণও বেশি। আর প্লবতা বেশি হওয়ায় নদী কিংবা পুকুরের তুলনায় সমুদ্রের পানিতে সাঁতার কাটার সহজ।

Leave a Comment