কি কি ফিচার থাকছে ভিভো v40 lite মোবাইলে

চলতি বছরের শেষ সময় চলে এসেছে। ঠিক এমন সময় এই বাজারে এলো vivo v40 lite স্মার্টফোনটি। আকর্ষণীয় ফিচারের এই ফোনটির সাথে থাকছে আকর্ষণীয় কিছু উপহার। চলুন খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক।

বাজারে ভিভোর নতুন স্মার্টফোনটিতে রয়েছে ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার এবং ক্যামেরায় থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই লাইট পোর্ট্রেট সিস্টেম। তারমানে ফাস্ট চার্জিং সিস্টেমে ফুল চার্জ হতে খুব বেশি সময় লাগবে না। চলতি মাস অথবা নভেম্বরের এটি কিনলে গ্রাহকরা সাথে পাবেন ১৯৯৯ টাকা মূল্যের একটি ওয়ারলেস ইয়ারফোন। সেই সাথে বাড়তি সুবিধা হিসেবে রয়েছে চার বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট। vivo v40 lite ফোনটি অফারে কিনলে আপনাকে আগামী ৪ বছর ব্যাটারী এবং চার্জ নিয়ে তেমন কোন চিন্তা করতে হবে না।

ভিভো ভি৪০ লাইট এর কনফিগারেশন

ফোনটির পেছনের দিকে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড শেপের ক্যামেরা মডিউল ডিজাইন। ফ্রেম হিসেবে ব্যবহার করা হচ্ছে হাই গ্রস মেটালিক। সেই সাথে রয়েছে এক্সক্লুসিভ কালার চেঞ্জিং প্রযুক্তি যেটির মাধ্যমে বিভিন্ন দিক হতে রঙের কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হবে।

vivo v40 lite ফুল চার্জ সময় লাগবে মাত্র ৩০ মিনিট থেকে ৪০ মিনিট। যারা কিনা রাতের বেলা ফোন চার্জ দিতে ঘুমানোর অভ্যাস রয়েছে তাদের জন্য রয়েছে নাইট চার্জিং প্রটেকশন। অর্থাৎ ফোন চার্জে দিয়ে আপনি ঘুমিয়ে পড়লেও ব্যাটারি কিংবা ফোনের তেমন কোন ক্ষতি হবে না।

যে কোন মোবাইলের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এর ডিসপ্লে। এটাতে ব্যবহার করা হয়েছে বাজারের সবচাইতে অত্যাধুনিক প্রযুক্তি অর্থাৎ অ্যামোলেড ডিসপ্লে। যেটির সাইজ ৬.৬৭ ইঞ্চি এবং রিফ্রেশ রেট ১২০ হার্জ। বরাবরের মতোই মাল্টির টাচ ক্যাপাসিটিভ তো থাকছেই, সে সাথে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। সাধারণত অ্যামোলেড প্রযুক্তির সকল ফোনেই ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে প্রদান করা হয়।

যায় কিনা লাইট ওয়েট মোবাইল পছন্দ করেন তাদের জন্য এটি বেশ আরামদায়ক হবে। মাত্র ১৮৮ গ্রাম ওজনের এই ফোনটির পুরুত্ব হচ্ছে মাত্র ৭.৭৯ মিলিমিটার। দেখতে খুবই ফ্যাশনেবল এবং এক হাতে ব্যবহার করার জন্য খুবই উপযোগী।

Vivo v40 lite এর প্রসেসর

মোবাইলের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রসেসর। এটার উপরে নির্ভর করে স্মার্টফোনটির পারফরম্যান্স কেমন হবে। vivo ভিভো ভি৪০ লাইট এ স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেই সাথে পানি এবং ধুলাবালি থেকে ফোনটিকে ভালো রাখার জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ টেকনোলজি।

এবার আসি ক্যামেরায়। বর্তমান বাজারের প্রায় সব মোবাইল ব্র্যান্ডই তাদের ক্যামেরায় এআই টেকনোলজি ব্যবহার করছে। vivo এর ব্যতিক্রম নয়। তারা এই মডেলটিতে এআই ক্যামেরন ফিচার দিয়েছে। যার মাধ্যমে আপনি খুব সহজেই ছবি থেকে অপ্রয়োজনীয় কিংবা অনাকাঙ্খিত অংশগুলি মুছে ফেলতে পারবেন। এমনকি ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে স্বয়ংক্রিয়ভাবে ছবি এডিট করার কাজও করা যাবে এটি দিয়ে।

আবার কোন কারণে যদি ছবি অস্পষ্ট হয় তাহলে অটোমেটিক এনহেন্সমেন্টের সুবিধা রয়েছে। পোর্ট্রেট ছবি তোলার জন্য রয়েছে স্পেশাল এআই ওরা লাইট।

এছাড়াও ব্যবহার করা হচ্ছে ৩২ মেগাপিক্সেলের সেমিফিল ক্যামেরা এবং পেছনে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে ২ মেগাপিক্সেলের ক্যামেরা।

বর্তমানে ভিভো ভি৪০ লাইট এর ৮জিবি ১২৮ জিবির ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে মাত্র ২৮ হাজার ৯৯৯ টাকায় এবং ৮ জিবির সাথে ২৫৬ জিবির ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে ৩১ হাজার ৯৯৯ টাকায়। আপনি বাংলাদেশের যে কোন অথোরাইজ শোরুম থেকেই এটি কিনতে পারবেন।

Leave a Comment