সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৪টি ভিন্ন ভিন্ন পদে মোট ৪৮ জনগণ নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ ডিসেম্বর ২০২৪ তারিখ হতে অনলাইনে আবেদন সাবমিট করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৭ ডিসেম্বর ২০২৪।
সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
এটি একটি সরকারি চাকরি। যে সকল পদে অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্রদান করা হবে তার বিবরণ নিম্নে উল্লেখ করা হলো।
১। অফিস সহকারী
এই পদে লোকে বল নিয়োগ করা হবে মোট ৩৫ জন। আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যাদের কম্পিউটার এবং টাইপিং এর দক্ষতা রয়েছে তাদেরকে দেওয়া হবে অগ্রাধিকার।
সরকারি গ্রেড ১৬ অনুযায়ী বেতন নেতা হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত।
২। মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী
মোট ৬টি পদে নিয়োগ দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেইসাথে কম্পিউটারে প্রশিক্ষণ থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিং এ প্রতি মিনিটে গতি থাকতে হবে ২০টি করে শব্দ। যাদের সাঁটলিপিতে জ্ঞান রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।
সরকারি বেতন স্কেল এবং গ্রেড-১৬ অনুযায়ী মাসিক বেতন হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত।
৩। ড্রাইভার
সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৪ সালের ২ টি পদে ড্রাইভার নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা নূন্যতম অষ্টম শ্রেণী পাস এবং বৈধ লাইসেন্সের সাথে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড ১৬ অনুযায়ী বেতন হবে ৯৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত।
৪। পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার
মোট ৫টি পদে লোকবল নিয়োগ প্রদান করা হবে এবং নূন্যতম অষ্টম পাস হতে হবে। গ্রেড ২০ অনুযায়ী বেতন হবে ৮২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা পর্যন্ত।
আবেদনের নিয়মাবলী
• প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন ধরনের এফিডেফিট গ্রহণযোগ্য হবে না।
• যারা ইতিমধ্যে কোন আধা সরকারী, স্বায়ত্তশাসিত কিংবা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে। তবে যারা ইতিমধ্যে একই বিভাগে কর্মরত রয়েছেন তাদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিল যোগ্য।
• অনলাইনে আবেদন করা যাবে ২ ডিসেম্বর হতে ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।
সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন করার প্রক্রিয়া
• আবেদনের পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে এবং ফি প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে।
• অফিস সহকারে, মুদ্রাক্ষরিত তথ্য অফিস সহকারী ও ড্রাইভার পদের জন্য ২৩ টাকা সার্ভিস চার্জ সহ ২২৩ টাকা পরিশোধ করতে হবে। পরিছন্নতা কর্মী পদের জন্য সর্বমোট ১১২ টাকা পরিশোধ করতে হবে টেলিটক সিমের মাধ্যমে।
• সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন সাবমিট করার পরিবর্তে ৭২ ঘণ্টার মধ্যে এই টাকা জমা প্রদান করতে হবে।
• টাকা পরিশোধ হয়ে গেলে প্রার্থীকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। যেটির মাধ্যমে ইন্টারনেট হতে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সেই কাগজটি প্রয়োজন হবে।
ভাইভা কিংবা মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সনদ, ভোটার আইডি, নাগরিক সনদপত্র, জন্ম নিবন্ধন ও অন্যান্য কাগজপত্র গুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে।
আশা করি আপনারা সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে আবেদন সংক্রান্ত সকল তথ্য গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন।