ক্যাডেট কলেজের ভর্তি ফি পরিশোধ করুন বিকাশের মাধ্যমে

বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে ক্যাডেট কলেজের এডমিশন সার্কুলার। বর্তমানে বাংলাদেশে ক্যাডেট কলেজ রয়েছে ১২টি যার মধ্যে ছেলেদের ৯টি এবং মেয়েদের ৩টি। বিগত বছর গুলোর মতো এবারও এডমিশন ফি প্রদান করা যাচ্ছে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অ্যাপ বিকাশের মাধ্যমে।

সর্বপ্রথম অনলাইনে ক্যাডেট কলেজের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন সাবমিট করতে হবে। আবেদন করা যাবে আগামী ১৫ই ডিসেম্বর বিকাল ৫ টা পর্যন্ত। এমনকি বিকাশের নির্ধারিত শর্তসাপেক্ষে এই ফি পরিশোধে পাওয়া যাবে ৫০ টাকার ক্যাশব্যাক কূপন।

বিকাশের মাধ্যমে ক্যাডেট কলেজের ভর্তি ফি জমা দেবেন কিভাবে

আবেদন করার জন্য সর্বপ্রথম ক্যাডেট কলেজে অফিশিয়াল ওয়েব সাইটে গিয়ে এপ্লাই বাটনে চাপ দিতে হবে। সেখান থেকে মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ইমেইল এড্রেস ও জন্ম তারিখ দিয়ে সাইন আপ করতে হবে।

তারপর শিক্ষার্থীদের নির্ধারিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট অপশনে যেতে হবে। পেমেন্ট অপশন থেকে সিলেক্ট করতে হবে বিকাশ। ক্যাডেট কলেজের ভর্তি ফি ২৫০০ টাকা। ওয়েবসাইটের মাধ্যমে বিকাশের পেমেন্ট গেটওয়ে প্রবেশ করে বিকাশ নম্বর, ভেরিফিকেশন কোড এবং পিন নম্বর দিয়ে এই ফি জমা দেওয়া যাবে।

বিকাশের মাধ্যমে ক্যাডেট কলেজে ভর্তি ফি জমা প্রদান করার পরে মোবাইলে একটি এসএমএস নোটিফিকেশন যাবে।

এবারের ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি ২০২৫ তারিখে। পরীক্ষার সময় হচ্ছে সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত। সর্বমোট ৩০০ নম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে গনিত ও ইংরেজি বিষয়ে বরাদ্দ ১০০ করে, বাংলায় ৬০ এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।

আগ্রহে শিক্ষার্থীদেরকে অবশ্যই ১ জানুয়ারি ২০২৫ তারিখে বয়স হতে হবে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস। এছাড়াও এডমিশন বিজ্ঞপ্তিতে বেশ কিছু শর্ত গুলোর কথা উল্লেখ করা হয়েছে। অনলাইনে ফরম পূরণের সময় পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার সনদের সত্যায়িত কপি প্রয়োজন হবে। তবে যারা ইংরেজি মাধ্যমে লেখাপড়া করেছে তাদের জন্য এটি আবশ্যিক নয়।

শিক্ষাগত যোগ্যতা আসনের পাশাপাশি জন্ম নিবন্ধন অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত কপিও লাগবে। অভিভাবক অর্থাৎ পিতা-মাতার মাসিক আয়ের স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদান কৃত প্রত্যয়ন পত্র। এমনকি অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি ও প্রয়োজন হবে ক্যাডেট কলেজে এডমিশনের জন্য।

বর্তমানে বেশিরভাগই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ভর্তি ফি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমেই প্রদান করা যায়। এতে করে আবেদন প্রক্রিয়া যেমন সহজ হয়েছে তেমনি সময়ও সাশ্রয় হচ্ছে। বিগত বেশ কিছু সেশন ধরে ক্যাডেট কলেজে ভর্তি ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে।

Leave a Comment