রকেট ক্যাশ আউট চার্জ কত টাকা

ডাচ বাংলা ব্যাংকের রকেট ক্যাশ আউট চার্জ কত টাকা তার সঠিক তালিকাটি জেনে নিন। বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ব্যাংকিং অ্যাপ সার্ভিস গুলোর মত এটি অন্যতম। আমরা প্রতিনিয়ত এটির মাধ্যমে লেনদেন করলেও সকল চার্জ সম্পর্কে হয়তোবা বিস্তারিত অবগত নই।

বিভিন্ন তথ্য অনুযায়ী বাংলাদেশের দ্বিতীয় অর্থিক প্রতিষ্ঠান হচ্ছে রকেট। আপনি এর মাধ্যমে যখন টাকা উত্তোলন করবে তখন কত টাকা চার্জ কাটবে সেটি নির্ভর করবে কোন মাধ্যমে ক্যাশ আউট করছেন তার ওপরে। আমি প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদাভাবে তালিকা ক্যাশ আউটের খরচ প্রকাশ করছে।

রকেট এজেন্টের ক্যাশ আউট চার্জ

বিভিন্ন দোকান থেকে আমরা বিকাশ, রকেট, নগদ ইত্যাদি একাউন্ট থেকে অর্থ উত্তোলন করে থাকে। আপনি যদি রকেটের এজেন্ট থেকে ক্যাশ আউট করতে যান তাহলে চার্জ কাটবে ১.৬৭%।

অর্থাৎ ১ হাজার টাকা উত্তোলন করলে ফি প্রদান করতে হবে ১৬.৭০ টাকা।

সেলারি একাউন্ট থেকে অর্থ উত্তোলন

বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করলে সেগুলোর বেতন ও রকেটের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। যেগুলোকে মূলত রকেট সেলারি বলা হয়ে থাকে। এ সকল বেতনের টাকা এজেন্ট পয়েন্ট থেকে উত্তোলন করলে প্রতি হাজারে খরচ হয় ৯ টাকা। অর্থাৎ লেনদেনের ০.৯%।

আর যদি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে স্যালারি থেকে উত্তোলন করেন তাহলে কোন চার্জ কাটবেনা। অর্থাৎ কোন ধরনের খরচ ছাড়াই এই বেতনের টাকা দিয়ে আপনি উঠাতে পারবেন।

এটিএম বুথ থেকে রকেট ক্যাশ আউট চার্জ

আপনি চাইলে ডাচ বাংলা এটিএম বুথ থেকেও এর মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারবেন।। এতে করে প্রতি হাজারে খরচ হবে ৯ টাকা। অর্থাৎ আপনি যদি এটিএম বুথের মাধ্যমে ১০ হাজার টাকা উত্তোলন করে তাহলে রোগের থেকে চার্জ হিসেবে কেটে নেবেন ৯০ টাকা।

তবে এটিএম হতে আপনি শুধুমাত্র ৫০০ এর গুণিতক যেমন ১০০০, ১৫০০, ৫০০০ ইত্যাদি এমাউন্ট গুলো তুলতে পারবেন। ২০০, ৩০০, ৭০০ এই ধরনের এমাউন্ট গুলি উঠাতে পারবেন না।

বর্তমানে বাংলাদেশের প্রায় ৬০০ এর অধিক প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের বেতন প্রদান করে থেকে রকেট মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে। এটার তালিকা রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যেমন প্রাণ, আরএফএল, ডিবিএল ইত্যাদি। এ সকল প্রতিষ্ঠানের কর্মচারীদের ব্যাপক বেতন বাবদ প্রতি মাসে লেনদেন করা হয় প্রায় ৮০০ কোটি টাকার। এমনকি কর্মীরাও সময়মতো এবং তাৎক্ষণিকভাবে টাকা পেয়ে যায়।

আবার রকেট পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অপর একটি পার্সোনাল একাউন্টে টাকা পাঠাতে কোন চার্জ খরচ হয় না। আশা করি আপনারা রকেট ক্যাশ আউট চার্জ সম্পর্কে জানতে পেরেছেন।

Leave a Comment