বিশ্বের বড় বড় সেলিব্রেটি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের ফেসবুক পেজ বা প্রোফাইলে একটি নীল রঙের টিক চিহ্ন দেখতে পাওয়া যায়। আবার মাঝে মাঝে সাদা ব্যাজও লক্ষ্য করা যায়। এটির মাধ্যমে বোঝা যায় সে একাউন্টে ফেসবুক স্বীকৃত অথবা ভেরিফাইড।
মূলত বিখ্যাত ব্যক্তি, ক্রীড়াবিদ, মিডিয়া, রাজনীতিবিদ, বিভিন্ন ধরনের ব্র্যান্ড, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ইত্যাদি ব্যক্তিদের ক্ষেত্রে এই ব্যাজ গুলো দেওয়া হয়। বেশ কিছুদিন আগেও ফেসবুক ভেরিফাইড শুধুমাত্র তাদেরকে প্রদান করা হতো যারা অনেক বেশি জনপ্রিয় এবং ভালো ফ্যান বো রয়েছে। অথবা যারা অনেক বড় প্রতিষ্ঠান এবং ব্র্যান্ড ভ্যালু রয়েছে।
কিন্তু বর্তমান সময়ে ফেসবুক প্রোফাইল কিংবা বেশ ভেরিফাই করার জন্য এত কিছু প্রয়োজন পড়ে না। আপনি চাইলে খুব সহজেই ফেসবুক প্রোফাইলটি ভেরিফাইড করতে পারেন।
ফেসবুক সর্বপ্রথম এই পদ্ধতিটি এনেছিল যাতে করে ভুয়া এবং প্রতারণা করে বড় বড় ব্যক্তি কেন্দ্রে প্রতিষ্ঠানের ক্ষতি না করা যায়। এমনকি বা পৃথিবীর অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটার যেটি বর্তমান এক্স নামে পরিচিত সেখানে ভেরিফাইড সিস্টেম রয়েছে। তবে এর জন্য আপনাকে কিছু ধাপ অতিক্রম করতে হবে। সে সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো।
আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইল ভেরিফাইড করবেন কিভাবে
ফেসবুক প্রোফাইল ভেরিফাই করার জন্য সবচেয়ে সবার আগে ফেসবুকে প্রবেশ করে হেল্প সেন্টার থেকে কন্টাক্ট অপশনে যেতে হবে। আপনি চাইলে facebook.com/help/contact/295038365360854 এখানে প্রবেশ করে সরাসরি ফেসবুক ভেরিফাইড এর পেইজে চলে যেতে পারেন।
তারপর সেখান থেকে নির্বাচন করতে হবে আপনি পেজ নাকি প্রোফাইল কোনটি ভেরিফাইড করতে চান। যদি আপনি প্রোফাইল ভেরিফাই করতে চান তাহলে সেটির ইউআরএল বা address নির্ধারিত বক্সে প্রবেশ করাতে হবে
প্রোফাইলের অ্যাড্রেস বক্সে প্রবেশ করানোর পর পরিচয় নিশ্চিত করার জন্য জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট বা ইউটিলিটি বিলের কপি আপলোড করতে হবে।
তারপর সেখানে অ্যাডিশনাল বক্সে আরো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য বলা হবে। অতিরিক্ত তথ্য গুলি সাবমিট করা শেষ হয়ে গেলে সাবমিট করুন।
একইভাবে ফেসবুক প্রোফাইলের পাশাপাশি facebook পেজও ভেরিফাইড করা যাবে। পরবর্তীতে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার প্রোফাইলটি ভেরিফাইড হয়েছে কিনা।
প্রোফাইলে ভেরিফাইড করার মাধ্যমে আমরা নিজেদের আইডি থেকে অন্য সকল অ্যাকাউন্ট থেকে আলাদা করতে পারি। এর মাধ্যমে আমাদের নাম ছবি কিংবা অন্যান্য তথ্য ব্যবহার করে প্রতারকরা সহজে কাউকে ঠকানোর কাজ করতে পারে না। আপনিও সহজেই অপরিত পদ্ধতির মাধ্যমে ফেসবুক প্রোফাইল ভেরিফাইড করতে পারেন।