বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি প্রতিষ্ঠান সিটি ব্যাংক কর্মীদের সর্বনিম্ন ১০ হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছে। মূলত দেশের চলমান মুদ্রাস্ফীতির মাঝে প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মীদের সুস্থতা নিশ্চিত ও বর্তমান বাজারের সাথে সঙ্গতি রেখে ভালোভাবে জীবন যাপনের জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে তারা জানিয়েছেন।
উক্ত ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের জন্য বার্ষিক ইনক্রিমেন্টের ১৬২ কোটি টাকার অনুমোদন করেছে। ২০২৫ সাল নাগাদ যেটির পরিমাণ হবে প্রায় ৩০০ কোটি টাকায়। সিটি ব্যাংকের হিসাব অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণের ফলে আগামী বছরের মধ্যে ব্যাংকের বেতন বাবদ খরচ হবে এক হাজার ২১০ কোটি টাকা।
বর্তমান বাজারের মুদ্রাস্ফীতি এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের উপর সামঞ্জস্য রেখে তারা বেতন কাঠামো পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করেছে।। উক্ত প্রতিষ্ঠানটিতে কর্মরত যে সকল কর্মীর বেতন বর্তমান বাজারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম তারা বেশ উচ্চ হারে ইনক্রিমেন্ট পাবেন। আর যাদের বেতন বর্তমান বাজারের তুলনার কাছাকাছি রয়েছে তাদের ইনক্রিমেন্ট অনেকটাই কম হবে।
সিটি ব্যাংকের বেতন বৃদ্ধি ও পুনর্গঠনে কি কি থাকছে
বর্তমানে যাদের বেতন যাই থাকুক না কেন সকল কর্মীদের জন্য সর্বনিম্ন বেতন বৃদ্ধি হচ্ছে ১০০০০ টাকা। আর যারা আউটসোর্স স্টাফ অর্থাৎ আউটসোর্স হিসেবে কর্মরত রয়েছেন তাদেরকেও বর্তমান বেতনের শতাংশ ইনক্রিমেন্ট অথবা ৫ হাজার টাকার বেশি হবে সেটাই পাবেন। সে হিসেবে তাদের ইনক্রিমেন্ট হবেন নূন্যতম ৫ হাজার টাকা।
এই বেতন কাঠামো কার্যকর হবে ১ নভেম্বর ২০২৪ তারিখ হতে। বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীরা নভেম্বর মাসের বকেয়া সহ ডিসেম্বর মাসে নতুন নির্ধারিত হারে বেতন পাবেন।
সিটি ব্যাংকের বেতন বৃদ্ধির ব্যাপারে উক্ত প্রতিষ্ঠানটি চেয়ারম্যান আজিজ আল কায়সার সাংবাদিকদের কে জানান, আমাদের কর্মীরাই আমাদের প্রতিষ্ঠানটি মেরুদন্ড। তাদের জীবন যাপন এবং বাজার মনের সাথে সঙ্গতি রেখে আমরা এই স্যালারি পুনর্গঠনায় সিদ্ধান্ত নিয়েছে। আমরা এমন একটি কর্মক্ষত্র এবং পরিবেশ তৈরি করতে চাই যেখানে সবাই উন্নতি করবে এবং পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারবে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির এমডি এবং সিইও মাশরুর আরেফিন বলেন, আমরা বিশ্বাস করি যে একটি অনুপ্রাণিত ওয়ার্কফোর্স এবং টিম আমাদের গ্রাহক সেবাকে আরো বেশি উন্নত করতে পারে। এর সুফল আমাদের শেয়ারহোল্ডার রাও ভোগ করতে পারবেন।
বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান গুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে সিটি ব্যাংক। সারা বাংলাদেশ জুড়েও এর বেশ শাখা এবং এটিএম সেবা রয়েছে। সেই সাথে রয়েছে উন্নত মোবাইল ব্যাংকিং সার্ভিস। বরাবরই কাস্টমারদের উন্নত সেবা প্রদানের জন্য বের সুনাম অর্জন করে আসছে। এবার তারই ধারাবাহিকতায় সিটি ব্যাংকের বেতন বৃদ্ধি এর কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে।