শিশুদের ডায়াপার ব্যবহারে সাবধানতা

বর্তমানে গ্রাম এবং শহর উভয় এলাকাতে শিশুদের ডায়াপার ব্যবহার করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সঠিক নিয়ম মেনে না চললে এটি ব্যবহারে হতে পারে মারাত্মক ক্ষতি। যা পরিবর্তে শিশুর শরীরের গঠন এবং বৃদ্ধিকে ধীরগতি করে দেয়। চলুন এ ব্যাপারে খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেই।

মূলত কর্মজীবী নারী এবং পুরুষেরাই শিশুদের ক্ষেত্রে সবচাইতে বেশি ডায়াপার ব্যবহার করে। এতে করে বারবার পরিষ্কার করার ঝামেলা থাকে না। আর শিশুদের ডায়পার পরিয়ে দিলে প্রস্রাব কিংবা পায়খানার বিছানায় লেগে নষ্ট হওয়া সম্ভাবনা থাকে না। তাইতো বাবা মা শিশুকে ডায়াপার পরিয়ে রাতের বেলা নিশ্চিন্তে ঘুমাতে পারেন।

কিন্তু মাঝে মাঝেই এই ডায়াপার লিকেজ হয়ে শিশুর শরীর সারারাত ভিজে থাকতে পারে। যার ফলে পরবর্তীতে দেখা যেতে পারে এনার্জি সহ নানা ধরনের সমস্যা।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলে থাকেন শিশুদের যদি ডায়াপার পড়াতে হয় তাহলে সেটি শুধুমাত্র রাতের বেলা পরানোই উচিত। তাও একটি ডায়াপার শিশুদের জন্য সর্বোচ্চ ৬ ঘন্টা ব্যবহার করার জন্য তিনি বলেছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা আরও বলে থাকেন ডায়াপার পড়ানো শেষের সুরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন শরীরে বিভিন্ন ধরনের রেশ এলার্জি এমনকি পায়খানা, পস্রাবের জায়গাতেও নানা ধরনের দাগ দেখা যেতে পারে।

শিশুদের ডায়াপার ব্যবহারে কি কি সর্তকতা অবলম্বন করবেন

আবার অনেকেই মলমূত্র পরিষ্কার করার জন্য ভেজা টিস্যু ব্যবহার করেন। এতে করেও দেখা দিতে পারে না না ধরনের চর্মরোগ। কারণ এই ধরনের ডায়াপার গুলোতে থাকে বিভিন্ন রকমের কেমিক্যাল। আবার মেয়াদোত্তীর্ণ কিংবা নিম্নমানের টিস্যু পেপার ব্যবহারে সঠিকভাবে জীবাণু ওগুলো পরিষ্কার হয় না।

তাই সবচাইতে ভালো হচ্ছে কুসুম কুসুম গরম পানি দিয়ে এ সকল পরিষ্কার করা। আর শিশুর ত্বক যদি নোংরা হয় তাহলে নরম সুতি কাপড় হালকা গরম পানিতে ভিজে সেটে দেয় শরীর মুছে দিতে হবে। ভেজা টিস্যু এক্ষেত্রে ব্যবহার না করাই ভালো।

আবার শিশুকে নিয়ে কোথাও ঘুরতে গেলে কিংবা বাইরে গেলে তখন তো আর সব সময় গরম পানি পাওয়া যায় না। সে ক্ষেত্রে অল্প সময়ের জন্য টিস্যু কিংবা ডায়াপার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন সেগুলো উন্নত মানের হয়।

শিশু বয়সে বাচ্চাদের যত্ন খুবই গুরুত্বপূর্ণ। এ সময় কোন কিছুতে যদি অবহেলা হয় তা শেষের পরবর্তী জীবনের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনে না। এখন চলছে শীতের মৌসুম। এ সময় গুলোতে মাঝে মাঝেই রোদ না উঠার কারণে কাপড়-চোপড় শুকানো সম্ভব হয় না। তাইতো অনেকেই কাপড়চোপড় ভেজানোর শঙ্কা থেকে মুক্তি পেতে ব্যবহার করেন ডায়াপার এবং ভেজা টিস্যু। তবে যত সম্ভব চেষ্টা করুন কাপড় এবং সাধারণ পানি ব্যবহার করার জন্য। আর এই মৌসুমে অবশ্যই বাচ্চাদের জন্য কুসুম কুসুম গরম পানি ব্যবহার করাই সবচাইতে বেশি উত্তম।

Leave a Comment