কবি এবং লেখকরা বলে থাকে চোখ নাকি মানুষের মনের কথা বলে। তাইতো চোখ দেখে মানুষ চেনার পদ্ধতি অনেকেই জানতে চান। মানুষ মনে মনে যা চিন্তা করেন কিংবা কোন কিছু নিয়ে যদি ভাবতে থাকেন তাহলে সেটির বহিঃপ্রকাশ ঘটে আমাদের চোখে। আপনিও যদি মানুষের এই চোখের ভাষা বুঝতে চান তাহলে নিচের পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
বলা হয়ে থাকে মানুষ মুখে মিথ্যা কথা বললেও তার চোখ কখনো মিথ্যা বলতে পারে না। আপনি দুঃখ, কষ্ট, টেনশন, স্ট্রেস কিংবা যেভাবেই দিন পার করতে থাকেন না কেন সেটি আপনার চোখের মধ্যে ফুটে ওঠে। এজন্যই তো মনের আয়না কে বলা হয় চোখ।
চোখ দেখে কিভাবে মানুষ চিনবেন
মানুষের চোখের গঠন, তাকানোর ভঙ্গি, নড়াচড়া একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে। আমি বিস্তারিতভাবে প্রতিটি ক্যাটাগরিকে আলাদা আলাদা ভাগ করে বর্ণনা করার চেষ্টা করছে।
ছোট ছোট চোখ
সাধারণত যাদের চোখের সাইজ কিছুটা ছোট হয় তারা অনেক প্রতিভাবান হয়ে থাকেন এবং এদের একাগ্রতার শক্তি অনেক বেশি থাকে। এই ধরনের মানুষেরা যত কঠিন পরিস্থিতিই হোক না কেন মনকে শক্ত করে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। সেই সাথে সকল কাজকে সুষ্ঠুভাবে সমাধান করতে পারেন।
গভীর চোখ
এই ধরনের মানুষেরা খুবই সাবধানে হন। কোন ধরনের চিন্তা করার আগে বারবার ভেবে সঠিক সিদ্ধান্তটি নেওয়ার চেষ্টা করেন। তবে এদের স্বভাব কিছুটা সন্দেহবাদী হতে পারে। বিভিন্ন ধরনের শিল্প ও সাহিত্যে এরা জ্ঞান অর্জন করতে পছন্দ করে।
সুন্দর ও কালো চোখের মানুষ
আমরা এই ধরনের চোখেই সবচাইতে বেশি পছন্দ করে থাকি। চোখ দেখে মানুষ চেনার ক্ষেত্রে আপনি তার চোখের গঠন সাইজ এবং রংটা ভালোভাবে খেয়াল করবেন। সুন্দর ও কালো চোখের অধিকারী ব্যক্তিরা সাধারণত ক্যারিয়ারে অনেক উন্নতি করতে পারেন। এমনকি সবাই এদেরকে পছন্দ করেন এবং শান্তিতে বসবাস করতে পারেন।
বড় এবং টানা টানা চোখ
এই ধরনের চোখের কথা আমরা কবিতা এবং বইয়ে অনেক পড়েছি। এই ধরনের নারী পুরুষদের মনে অনেক দয়া থাকে। সব সময় আনন্দ করতে পছন্দ করেন এবং বন্ধুত্ব করে থাকেন অনেক। মানুষের বিপদে আপদে এরা সব সময় পাশে থাকেন এবং বন্ধুদের যেকোনো ধরনের সমস্যার সাহায্যের হাত বাড়িয়ে দেন। তবে এই ধরনের মানুষদের আত্মসম্মানবোধ অনেক।
লালচে রঙের চোখ
মানুষ সাধারণত যখন রেগে যায় তখন চোখ কিছুটা লাল হয়ে যায়। তাইতো চোখ দেখে মানুষ চেনার উপায় গুলোর মধ্যে এটি গ্রহণযোগ্য যে লাল রঙের চোখের মানুষ গুলো অনেক তাড়াতাড়ি রেখে যান। এমনকি ছোটবেলা থেকে এরা ভালো নেতৃত্বের গুণাবলী নিয়ে বড় হন এবং মাথা খুবই গরম থাকে।
তবে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় অনেক দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকে এই ধরনের মানুষের মৃত্যু।
বাদামি রঙের চোখ
এ রঙের চোখের মানুষ গুলো সাধারণত খুবই চালাক প্রকৃতির হন এবং পরিকল্পনা করে সব কাজ করেন। আবার অনেকেই মনে করে থাকেন বাদামী রঙের চোখের মানুষদের বিশ্বাস করা উচিত নয় এবং এতে থাকার সম্ভাবনা বেশি থাকে। এরা খুব সহজে মিথ্যা কথা বলতে পারে চোখের পলকে প্রতারণা করতে পারে এবং কথার বল খেলা করতে পারে।
তবে উপরের বিষয় গুলো যে হুবহু মিলে যাবে এবং বাস্তবে এমনটাই ঘটবে সে ধরনের কোন নিশ্চয়তা নেই। এটি শুধুমাত্র একটি ধারণা। কারণ মানুষ যখন প্রচন্ড রকমের ভয় পায় কিংবা রেগে যায় তখন তার চোখ স্বাভাবিকের তুলনায় অনেক বড় হয়ে যায়। এ ধরনের পরিস্থিতি দেখে বোঝা যায় সে প্রচন্ড ভয়ে, শঙ্কায় কিংবা রেগে আছে। এটি কোন মানুষের সাইকোলজি বোঝার একটি সাধারণ উপায় মাত্র।
আবার মানুষ যখন অনেক দুঃখ কষ্ট থাকে কিংবা কান্না করে তখন তার চোখ কিছুটা ছোট হয়ে যায় এবং চোখ দিয়ে পানি পড়তে থাকে। অনেকক্ষণ কান্না করার কারণে চোখ লাল হয়ে যায়। এটা দেখে নিষেধ ধরা যায় সে কোন দুঃখ কষ্টের মধ্যে আছে। মানুষ কোন পরিস্থিতিতে কি ধরনের আচরণ করে সেগুলো গবেষণা করেই উপরের ধারণা গুলি উপস্থাপন করা হয়েছে। তবে আপনি বাস্তব জীবনের চোখ দেখে মানুষ চেনার উপায় গুলি প্রয়োগ করে দেখতে পারেন। এতে করে পুরোপুরি না হলেও অনেক মানুষ সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারবেন।