এসি ও ডিসি কারেন্টের মধ্যে পার্থক্য কি কি

বিদ্যুৎ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। যার একটি হচ্ছে এসি কারেন্ট (Alternating Current) এবং অপরটি হচ্ছে ডিসি (Direct Current) কারেন্ট। সহজ ভাষায় বলতে গেলে এসি বা অল্টারনে কারেন্ট যেটাকে বাংলায় বলা হয় পরিবর্তনশীল বিদ্যুৎ। এই বিদ্যুতের সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করতে পারে। অর্থাৎ একবার নেগেটিভ (Negetive) হতে পারে এবং আরেকবার পজেটিভ (Positive) হতে পারে।

আবার ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট হচ্ছে বিদ্যুতের আরও একটি প্রকার। ডিসি মনে হচ্ছে ডিরেক্ট করেন্ট বা অপরিবর্তনশীল বিদ্যুৎ। সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করতে পারে না। এদের ব্যবহারে রয়েছে বেশ ভিন্নতা।

এসি ও ডিসি কারেন্টের মধ্যেও পার্থক্য কি

১। সময়ের সাথে সাথে এসি (AC) কারেন্টের অভিমুখ এবং মানের পরিবর্তন হয় কিন্তু ডিসি (DC) কারেন্টের অভিমুখ এবং মানের পরিবর্তন হয় না।

২। এসি বা অল্টারনেট কারেন্টে উৎপাদন করা হয় অল্টারনেটের মাধ্যমে। অপরদিকে ডিসি করেন্ট উৎপাতন করা হয় কমও কমুটেটরের মাধ্যমে।

৩। বাসা বাড়িতে, কলকারখানায় এসি কারেন্ট ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে ডিসি কারেন্ট ব্যবহার করা হয়।

৪। এসি ও ডিসি কারেন্টের পার্থক্য গুলোর মধ্যে অন্যতম হচ্ছে এসি কারেন্ট অনেক দূর পর্যন্ত সরবরাহ করা যায়। কিন্তু ডিসি কারেন্ট অল্প দূর পর্যন্তই পাঠানো যায়।

৫। অল্টারনেটিভ কারেন্টকে ডিসি কারেন্ট রূপান্তর করার জন্য ইনভার্টারের প্রয়োজন হয় এবং ডিসি কারেন্ট কে অল্টারনেটিভ কারোন্টে রূপান্তর করার জন্য রেক্টিফায়ারের প্রয়োজন হয়।

৬।। এসি কারেন্টের (Alternating Current) ফ্রিকোয়েন্সি ৫০ থেকে ৬০ হার্টজ হতে পারে কিন্তু ডিসি কারেন্টের (Direct Current) কোন ফ্রিকোয়েন্সি হয় না বা শূন্য হয়।

এটার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে উৎপাদনের। বাসা বাড়িতে আসার বাড়ি সরবাহরহকৃত এসি বিদ্যুৎ উৎপাদন করা হয় পানিবিদ্যুৎ, তাপবিদ্যুৎ ইত্যাদি প্রকল্প থেকে। এমনকি কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। আর ডিসি বিদ্যুৎ জেনারেটরের মাধ্যমে উৎপাদন করা যায়। অথবা ডিসি বিদ্যুৎ পরিবহনকারী ব্যাটারি গুলো এসি বিদ্যুৎ থেকে চার্জ করা যায়।

একটি উদাহরণ দিলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আমরা বাসা বাড়িতে টিভি, ফ্রিজ, এসি, মোটর, বাল্ব চালানোর জন্য যে বিদ্যুৎ ব্যবহার করি সেটাই মূলত এসি কারেন্ট। এই কারেন্টে অনেক শক্তিশালী হয় এবং হাতের স্পর্শ লাগলে ইলেকট্রিক শক লাগে।

অপরদিকে বিভিন্ন ধরনের ছোট ছোট ইলেকট্রিক ডিভাইস যেমন চার্জার, লাইট, মোবাইল, চার্জার ফ্যান ইত্যাদি ডিসি চালানোর জন্য ব্যবহার করা হয় ডিসি বিদ্যুৎ। মোবাইলের চার্জার মূলত ডিসি বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এ ধরনের বিদ্যুতের ভোল্ট এমন কম থাকে এবং হাতের স্পর্শ করলেও শক লাগেনা। এটি এসি এবং ডিসি কারেন্টের পার্থক্য গুলোর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য।

Leave a Comment