শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শক পদের কাজ কি

দেশের বিভিন্ন সরকারি কলেজ সমূহের প্রদর্শক পদের কাজ নিয়ে অনেকেই জানেন না। এই পোস্টের প্রধান দায়িত্ব হল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জনের সাহায্য করা এবং এ জাতীয় সকল কার্যক্রম গুলো সফলভাবে পরিচালনা করা।

সরকারি কলেজে প্রদর্শক পদের কাজ কি

বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন এই পদে নিয়োগ প্রাপ্তরা। সেগুলো ধাপ আকারে নিম্নে আলোচনা করা হলো।

ল্যাবরেটরির কার্যক্রম পরিচালনা করা

প্রতিদিন ব্যবহারিক ক্লাস শুরুর আগে ল্যাবরেটরি সঠিকভাবে সাজানো, সরঞ্জাম গুলি সঠিকভাবে সাজানো এবং যন্ত্রপাতি গুলি চেক করা এই পদের কাজ। এমনকি সরঞ্জাম গুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো যাচাই করতে হয়।

কাজ করার পরে শিক্ষার্থীদের ব্যবহারিক কার্যক্রম শেখানো যেমন রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, কম্পিউটার ইত্যাদি বিষয়ে প্রাকটিক্যাল পরীক্ষা গুলো সম্পন্ন করতে সহায়তা করা। এমনকি কোন ধরনের ব্যবহারিক বিষয়ের প্রদর্শনী করাও এই পদের দায়িত্ব।

ল্যাবরেটরীর সরঞ্জাম রক্ষণাবেক্ষণ করা

আমরা জানি প্রতিটি সরকারি কলেজেই বিজ্ঞান ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের প্রাকটিক্যাল করার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম থাকে। প্রদর্শক পদের কাজ হচ্ছে এ সকল সরঞ্জাম গুলির তদারকি করা ও তালিকা তৈরি করা। যদি কোন সরঞ্জামের প্রয়োজন মেরামতের হয় সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে যে আবেদন করা।

নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা মূলক কাজ

বিজ্ঞানের ল্যাবে কাজ করার ক্ষেত্রে অবশ্যই সচেতনতা পালন করা উচিত। কারণ এখানে বেশ কিছু ধরনের দাহ্য এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে। তাই শিক্ষার্থীদের এ ব্যাপারে নিরাপত্তা মূলক বিষয় গুলি সেখানেও এই পদের দায়িত্ব। এমনকি প্র্যাকটিক্যাল ক্লাস চলাকালীন সময় যদি কোন দুর্ঘটনা করে তাহলে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষকে জানাতে হবে।

বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং সহায়তা

ব্যবহারিক পরীক্ষার আগে শিক্ষার্থীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া এবং সমস্যা গুলি সমাধানের দক্ষ করে তোলা। সেই সাথে প্র্যাকটিক্যাল কাজে সম্পর্কে শিক্ষার্থীদের কে পর্যবেক্ষণ করা এবং ভুল গুলো সংশোধন করে দেওয়া।কাজ

প্রদর্শক পদের অন্যান্য দায়িত্ব এবং কর্তব্য

উপরোক্ত বিষয় গুলো ছাড়াও ল্যাব কিংবা ব্যবহারিক পরীক্ষার জন্য সরঞ্জাম প্রস্তুত করে যথাসময়ে শিক্ষকদের অব্যাহত করা। প্রতিদিন কোন কোন শ্রেণীর কি কি ক্লাস সম্পন্ন হয়েছে সেগুলোর রিপোর্ট এবং অন্যান্য দপ্তরে কাজ করতে হয়।

আবার শিক্ষকদের পড়ানোর জন্য প্রয়োজনে উপকরণ সরবরাহার পাশাপাশি শিক্ষার্থীদেরকে সঠিক পাঠদানেও কাজ করে থাকেন প্রদর্শক পদের দায়িত্ব প্রাপ্ত শিক্ষকরা।

মূলত এরা শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যেও সেতু বন্ধন হিসেবে কাজ করে। একটি কলেজের বিভিন্ন শ্রেণীর পাঠদানে একজন প্রদর্শন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন সরকারি কলেজের প্রশাসক পদ একটি খুবই সম্মানজনক এবং দায়িত্বপূর্ণ কাজ। এটি শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ব্যবহারিক অংশের কে সমৃদ্ধ করার জন্য অনেক বেশি জরুরী।

Leave a Comment