সারা বিশ্বের সবচাইতে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং পারফর্ম ইউটিউব। এমনকি অসংখ্য মানুষের প্ল্যাটফর্ম হতে অর্থ প্রয়োজনে করে জীবিকা নির্বাহ করে থাকে। সম্প্রতি ইউটিউব বেশ কিছু ভিডিও সরিয়ে দেওয়ার বিষয়ে ঘোষণা দিয়েছেন। মূলত বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা বেশি মাত্রায় ভিউ পাওয়ার আশায় আকর্ষণীয় থাম্বনেইল দিয়ে থাকে।
কিন্তু এ সকল থাম্বনেইলের সাথে ভিডিওর কন্টেন্টের তেমন কোন মিলে থাকে না। তাইতো ইউটিউব কর্তৃপক্ষ এই সকল ভিডিও কে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মূলত সাধারণ মানুষকে বোকা কিংবা বিভ্রান্তির মধ্যেও ফেলে এই পদ্ধতির সাহায্যে ভিউয়ার আনা হয়ে থাকে। কিন্তু দর্শক যখন সেই ভিডিওতে প্রবেশ করে থাম্বনেইলের সাথে সঙ্গতিপূর্ণ কোন কিছুই তিনি জানতে পারেন না।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে মূলত দর্শকদেরকে বিভ্রান্ত করে এ সকল কন্টেন গুলোর বিরুদ্ধে এবার করা হাতে মাঠে নামা হবে। আমরা যখন ইউটিউবে প্রবেশ করে থাকি তখন সকল ভিডিওর একটি থাম্বনেইল দেখতে পাই। এই থাম্বনেইল গুলো দেয়া হয় মূলত ভিডিওর বিষয়বস্তু যাতে একজন দর্শক সহজে বুঝতে পারে তার জন্য।
কিন্তু দর্শকদেরকে আকর্ষিত করার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এই ধরনের অর্থহীন থাম্বনেইল ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের ভুলভাল তথ্য দিয়ে থাকে। যার কারণে দর্শকরা আগ্রহ হচ্ছে ভিডিওতে প্রবেশ করে ঠিকই কিন্তু কিছুক্ষণ দেখার পরে যখন কাঙ্খিত কন্টেন্ট পায়না তখন আগ্রহ হারিয়ে ফেলেন।
এধরনের কনটেন্ট এবং থাম্বনেইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামী মাসেই পলিসি নিয়ে আসছে youtube কর্তৃপক্ষ। এমনকি এই সকল বিভ্রান্তিকর ভিডিও মুছে দেওয়া হবে বলে তারা জানিয়েছেন।
যে সকল ভিডিও সরিয়ে দিবে ইউটিউব | ইউটিউব নতুন আপডেট
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে এবার প্ল্যাটফর্মটিকে নির্ভরযোগ্য এবং ভরসার জায়হন হিসেবে তুলে ধরতে তারা বদ্ধপরিকর। এমনকি কেউ যাতে কোন ভুয়া কিংবা মিথ্যা তথ্য ছাড়াতে না পারে সেদিকে বেশ নজর রাখবে সংস্থাটি। কিছু কনটেন্ট ক্রিয়েটর আছেন যারা কন্টেন্টের উপর ফোকাস না দিয়ে ভিডিওতে ভিউ আনার জন্য মানুষদেরকে বোকা বানিয়ে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, ট্রেন্ডিং নিউজ বিভিন্ন নতুন নতুন মুভি ইত্যাদি ক্ষেত্রে এই ঘটনা বেশি ঘটে। নতুন পলিসির মাধ্যমে এ সকল ভিডিও গুলি সরিয়ে দেওয়া হবে।
সাম্প্রতিক কালের কিছু ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের প্রমাণও পেয়েছেন তারা। এটি মূলত youtube এর নীতিমালা লংঘন করে এবং দর্শকদেরকেও হঠাৎ হতাশ করে। তবে যদি কোন কন্টেন্কার প্রথমবার এই ধরনের কোন কিছু আপলোড করে তবে তাকে স্ট্রাইক দেওয়া হবে না।
আমরা বিভিন্ন ধরনের খবর বিনোদন তথ্য, শিক্ষামূলক ভিডিও ইত্যাদির জন্য youtube এ সার্চ করে থাকে। দেখা যায় কিছু কিছু ভিডিওতে সামনের এবং ডেসক্রিপশন অনুযায়ী সঠিক তথ্যগুলি উপস্থাপন করা হলেও বেশ কিছুতে কন্টেন্টের সাথে ডেসক্রিপশন কিংবা থাম্বনেইলের তেমন কোন মিলি থাকে না।
আমরা জানি ইউটিউবে কন্টেন্ট আপলোড এবং মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। তাইতো বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কন্টেন্ট ক্রিকেটাররা এই প্লাটফর্মটিতে ভিডিও আপলোড করে এবং মনিটাইজেশন স্পন্সরের ইত্যাদির মাধ্যমে ভালো অর্থ উপার্জন করে থাকে।
যার ভিডিওতে যত বেশি ভিউ হবে তার অর্থ উপার্জনের পরিমাণও দিতে পারবে। তাই কন্টেন্ট ক্রিয়েটরদের মূল লক্ষ্য থাকে বেশি বেশি ভিউয়ার আনা এবং সাবস্ক্রাইবার বাড়ানো। আর এই সাবস্ক্রাইবার এবং বেশি বেশি ভিউয়ার আনার জন্যই এই ধরনের বিভ্রান্তিকর পন্থা অবলম্বন করে থাকে অনেকেই। আর তাদের বিরুদ্ধে এবার মাঠে নামছে YouTube কর্তৃপক্ষ।