মোবাইল ব্র্যান্ডের জগতে শাওমি বেশ জনপ্রিয় একটি নাম। এমনকি স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট ওয়াচ, ফ্যান ও অন্যান্য ডিভাইসের ক্ষেত্রেও বেশ নাম রয়েছে এই কোম্পানিতে। সম্প্রতি xiaomi নতুন টিভি বাজারে আসছেন যেটি কিনা এই কোম্পানির প্রথম কিউএলইডি টিভি হতে যাচ্ছে।
অত্যন্ত আকর্ষণীয় ডিজাইনের এই নতুন টিভির নাম হচ্ছে Xiaomi Tv a pro 2025 । যারা কিনা সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য এটা দেবে অন্যরকম একটি ভিসুয়াল অভিজ্ঞতা। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় উজ্জ্বল মনিটর এবং স্পষ্টতায় এটি আরো অনেক বেশি বাস্তবিকই হয়ে উঠবে।
বাজারে আসছে শাওমির নতুন টিভি | Xiaomi Tv a pro 2025
নতুন শাওমি টিভি এ প্রো ২০২৫ এর মূল আকর্ষণ হচ্ছে এর অসাধারণ ডিজাইন এবং টেকনোলজি।। এমনকি শাওমি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে সব ধরনের ব্যবহারকারীর প্রয়োজনের চাহিদা করে এটি তৈরি করা হয়েছে। সিনেমার প্রেমীদের ক্ষেত্রে বাড়িতে বসেই থিয়েটারের অভিজ্ঞতা দিতে সক্ষম এই মসৃণ ও ইন্টারএক্টিভ ভিজুয়াল অ্যাক্টিভিটির টিভি।
এমনকি গেমারদের কথা চিন্তা করে এতে যুক্ত করা হয়েছে কিউএলএডি ৪কে রেজুলেশনের ঝকঝকে ডিসপ্লে। যেটি একেবারে বাস্তব দৃশ্যের মত ছবি পুড়িয়ে তুলতে সক্ষম। Xiaomi Tv a pro 2025 এ রয়েছে 94% ডিসিআই-পি-৩ কালারের সংমিশ্রণ। যার ফলে যে কোন দৃশ্যের প্রতিটি ফ্রেম বিস্তারিত খুঁটিনাটি ভাবে ফুটে উঠবে টিভির পর্দায়। এর পাশাপাশি ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে স্লিম মেটাল। স্লিম মেটালের কারণে শাওমি টিভিটি আরো বেশি শক্তিশালী এবং আকর্ষণীয় হয়ে উঠেছে।
নিখুত ছবি নিশ্চিত করতে Xiaomi Tv a pro 2025 এ আরো যুক্ত করা হয়েছে মোশন এস্টিমেশন এবং মোশন কম্পেনশন প্রজেক্ট টেকনোলজি। এটা টেকনোলোজির কারণে যেকোনো সিনেমার অ্যাকশন দৃশ্য কে আরো নিখুঁতভাবে দেখা যাবে। তাছাড়াও ৬০-হার্টজ পর্যন্ত ডিসপ্লের রিফ্রেশ রেট থাকার ফলে যেকোনো ধরনের ব্লক বাস্টার মুভি কিংবা লাইভ খেলা উপভোগ করা আর সরাসরি গ্যালারিতে বসে দেখা একই ব্যাপার হবে।
Xiaomi Tv a pro 2025 এর অন্যান্য ফিচার
এতক্ষণ তো শুধু এর ডিসপ্লে এবং ভিজ্যুয়াল বিষয় গুলো নিয়ে কথা বললাম। এতে আরো রয়েছে ডলবি অডিও, ডিটিএস, ভার্চুয়াল সাউন্ড সিস্টেম। যা কিনা আপনাকে অসাধারণ নয়েসলেস এবং ক্লিয়ার শব্দের অভিজ্ঞতা দেবে। ১০ ওয়াটের শক্তিশালী ডলার স্পিকার থেকে আপনি যে কোন ধরনের শব্দই খুবই নিখুঁতভাবে শুনতে পারবেন। আর যেকোনো ধরনের মিউজিক বা গান শোনার ক্ষেত্রে সেটা তো অবশ্যই শ্রুতিমধুর হবে।
আবার ভবিষ্যতের কথা চিন্তা করে Xiaomi Tv a pro 2025 এ যুক্ত করা হয়েছে গুগল টিভি ইন্টিগ্রেশন। যার কারণে একজন গ্রাহকের কোন ধরনের বিনোদনেই মিস হবে না। পছন্দের যে কোন স্টিমিং প্ল্যাটফর্ম গুগল থেকে অ্যাপস নামানো এবং অন্যান্য সুবিধ ব্যবহার করার জন্য রয়েছে অত্যন্ত দ্রুতগতির কোয়াডকোর-৫৫ প্রসেসর। সে সাথে আছে ২ জিবি রেম। বিভিন্ন ধরনের ফাইল সিনেমা ইত্যাদি সংরক্ষণ করার জন্য গ্রাহকরা পেয়ে যাবেন ৮ গিগাবাইট স্টোরেজ।
বর্তমানে বাজারে Xiaomi Tv a pro 2025 ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে যেগুলো একটি হচ্ছে ৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চি। বর্তমানে বাংলাদেশের প্রায় সকল তোরে পাওয়া যাচ্ছে শাওমি টিভি এ প্রো ২০২৫। যেটির ৪৩ ইঞ্চির দাম রাখা হচ্ছে ৪৫ হাজার ৯৯০ টাকা। তবে শোরুম এবং সময় ভেদে এটি কিছুটা কম কিংবা বেশি হতে পারে। আর সবচাইতে বড় ভেরিয়েন্ট অর্থাৎ ৭৫ ইঞ্চির শাওমি টিভির দাম রাখা হচ্ছে ১ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা।