আইইএলটিএস ছাড়া কোন দেশে যাওয়া যায়

প্রতিবছরই উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাড়ি জমায় শিক্ষার্থীরা। এদের মধ্যে আবার অনেকেই আগ্রহ থাকে আইইএলটিএস ছাড়া পড়াশোনা করা যায় কোন দেশে সে ব্যাপারে জানার। কারণ আইইএলটিএস স্কোর উচ্চ শিক্ষার জন্য বিদেশ ভ্রমণ বেশ কঠিন একটি ব্যাপার। আবার অনেক স্টুডেন্টটি এটিকে বাড়তি চাপ বলে মনে করে।

আসার কথা হচ্ছে সারা বিশ্বে এই এমন কিছু দেশ রয়েছে যেখানে উচ্চশিক্ষার জন্য এই আইইএলটিেস স্কোর প্রয়োজন হয় না। আপনি যদি হায়ার এডুকেশনের জন্য বিদেশ যেতে চান কিন্তু আইইএলটিএস করার জন্য অনাগ্রহী তাহলে নিচের পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে করুন।

আইইএলটিএস ছাড়া কোন দেশে যাওয়া যায়

১। জার্মানি

আমাদের তালিকা আর প্রথমে রয়েছে জার্মানি। এমনকি এই দেশটি অনেক শিক্ষার্থীদের জন্য অনেক পছন্দের। কারণ কম টিউশন ফি এবং আইইএলটিএসও লাগে না বলে উচ্চতর ডিগ্রির জন্য এখানে আসা অনেকটাই সহজ। তবে এর জন্য টোয়েফল কিংবা জার্মানির নিজস্ব ভাষা দক্ষতার পরীক্ষা অবশ্যই দিতে হবে।

২। ফ্রান্স

সংস্কৃতি, ভাষা, শিক্ষা ব্যবস্থা ইত্যাদি কারণে ফ্রান্স সারা বিশ্বে খুবই জনপ্রিয়। ইংরেজীতে দক্ষতা প্রমাণের জন্য শুধুমাত্র ডিইএলএফ পরীক্ষা দিয়েই আপনি এই দেশে ইউনিভার্সিটি গুলোতে এডমিশন নেওয়ার সুযোগ পাবেন।

৩। অস্ট্রেলিয়া

আইইএলটিএসও ছাড়া কোন দেশে চেনা যায় এই তালিকায় অস্ট্রেলিয়া দেখে আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন। সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ এবং উচ্চ শিক্ষার পরিবেশের এই দেশে আপনি চাইলেই আইইএলটিএস ছাড়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। তবে ইংরেজি ভাষার দক্ষতা আক্রমণ করার জন্য বিকল্প পরীক্ষা পিটিই একাডেমিক বা ক্যামব্রিজ এক্সাম দিতে হবে।

৪। কানাডা

উন্নত জীবনযাপন, উচ্চশিক্ষা ইত্যাদি কারণে কানাডা অনেকের কাছে স্বপ্নের দেশ। যদিও এখানকার বেশ কিছু ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অবশ্যই IELTS টেস্ট প্রয়োজন হয় তবে আবার কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আইইএলটিএস ছাড়া টোয়েফল কিংবা পিটিই একাডেমিক পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারেন।

৫। সিঙ্গাপুর

অনেকেই বিভিন্ন ধরনের চাকরির প্রয়োজনে সিঙ্গাপুর এবং গিয়ে থাকেন বাংলাদেশ থেকে। তবে লেখাপড়ার জন্য এই দেশটি দেশ উন্নত। সিঙ্গাপুরে নিজস্ব ল্যাংগুয়েজ টেস্টিং পরীক্ষা দিয়েই আপনি এডমিশন নিতে পারবেন।

৬। মালয়েশিয়া

জনপ্রিয় দেশ মালয়েশিয়াতে উচ্চ শিক্ষার জন্য IELT স্কোর বাধ্যতামূলক নয়। তবে আর টেস্ট ছাড়া অন্যান্য পদ্ধতিতে ইংরেজিতে ভাষার দক্ষতা নেয়া হয়ে থাকে।

৭। সাউথ কোরিয়া

উন্নত প্রযুক্তি, সাংস্কৃতিক কর্মকান্ড ইত্যাদি কারণে বর্তমানে সাউথ কোরিয়া তরুন তরুণীদের কাছে খুবই জনপ্রিয়। আপনি চাইলে সাউথ কোরিয়ার নিজস্ব ভাষার টেস্টিং পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে IELTS, ছাড়া করে যেতে পারবেন।

উপলক্ষে তালিকা গুলো ছাড়াও আপনি জাপান চীন সহ বেশ কয়েকটি দেশেই ভ্রমণ করতে পারবেন কোন ধরনের IELTS পরীক্ষায় অংশগ্রহণ না করে। চীন এবং জাপান এই ভাষা দক্ষতার পরীক্ষার ক্ষেত্রে কিছু শিথিলতা রয়েছে। তবে আপনি যে দেশে ভ্রমণ করেন না কেন ইংরেজিতে দক্ষতা প্রয়োজন হবেই। আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে একটিতে দক্ষতা অবশ্যই প্রয়োজন হয়। আশা করি আইইএলটিএস ছাড়া কোন দেশে যাওয়া যায় সেটি সম্পর্কে আপনারা সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন।

Leave a Comment